নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

মাহাফুজ সাহেবের সংগীত সাধনা শ্রবণ উত্তর :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১

মাহাফুজ সাহেবের সংগীত সাধনা শ্রবণ উত্তর
.
অষ্ট্রে‌লিয়া নতুন ক‌রে নিরাপত্তা নি‌য়ে আপ‌ত্তি জা‌নি‌য়ে‌ছে।
.
-হাজার হাজার রো‌হিঙ্গা নিজ দে‌শে ফেরত যাওয়া শুরু ক‌রে‌ছে। তারা বল‌ছে এই ধর‌নের আপ‌দের কথা তা‌দের জানা ছি‌লো না।
.
‌বেশ ক‌য়েক জন সংগীত শি‌ল্পীর আত্মহত্যার খবর পাওয়া গে‌ছে। এক জন ডেথ নো‌টে লি‌খে গে‌ছেন 'বৃথাই জীবন, য‌দি না গাই‌তে পা‌রি মাহাফু‌জের মতন'
.
হী‌রো আলম, ম‌ডেল আরিফ খান মাহাফুজ সা‌হেব কে 'স্যার' উপাধী‌তে দূষিত ক‌রে‌ছেন।
.

নাসা মাহাফুজ স্যা‌রের মতন এমন প্র‌তিভা যা‌তে এ্যা‌লি‌য়েন‌দের হা‌তে না চ‌লে যায় সেজ‌ন্যে সকল পদার্থ‌বিদদের কে জা‌তি ধর্ম বর্ন ভু‌লে এক হ‌তে ব‌লে‌ছেন
.
মাদাম তু‌সো জাদুঘর স্যা‌রের মো‌মের মূ‌র্তি বানা‌নোর জ‌ন্যে মো‌মের অর্ডার দি‌য়ে‌ছে।
.
অস্কার ক‌মি‌টি স্যারের জ‌ন্যে সংগী‌তে অস্কার দেয়া যায় কিনা তা নি‌য়ে গভীর ভা‌বে ভাব‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে।
.
নরও‌য়ে‌তে জরুরী সভা ব‌সে‌ছে নো‌বেল ক‌মি‌টির। ঠিক‌ কোন ক্যাটাগরী‌তে স্যার‌কে নো‌বেল দেয়া যায় তা নি‌য়ে তর্ক চল‌ছে।
.
জা‌তি সং‌ঘের মহাস‌চিব তাঁ‌কে ব‌ি‌শেষ সংগীত দূত হি‌সে‌বে নি‌য়োগ দি‌চ্ছেন। যেখা‌নেই যুদ্ব দাঙ্গা সেখা‌নেই মাহাফুজ গী‌তি বা‌জি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আনা হ‌বে বলে তি‌নি আশাবাদ ব্যাক্ত ক‌রেন।
.
মা‌র্কিন প্রে‌সি‌ডেন্ট ট্রাম্প জা‌নি‌য়ে‌ছেন উত্তর কো‌রিয়া‌কে টাইট দেয়ার ট্রাম্প কার্ড তি‌নি পে‌য়ে গে‌ছেন। বোমা বানা‌নো বন্ধ না কর‌লে স্যা‌টেলাই‌টের মাধ্য‌মে পুর কো‌রিয়ায় মাহাফুজ গী‌তি বা‌জি‌য়ে তা‌দের সব বোমা ফা‌টি‌য়ে দে‌বেন তিনি। কো‌রিয়া এই বিপদ থে‌কে বাঁচ‌তে বিরাট মিলাদ মাহা‌ফি‌লের আয়োজন ক‌রে‌ছে ব‌লে জানা গে‌ছে।
.
এ বিষ‌য়ে আরো বিস্তা‌রিত জানা‌চ্ছে বি‌শ্বের সব‌চে‌য়ে জন‌প্রিয় চ্যা‌নেল এ টি এন বাংলা। চ্যা‌নেল‌টি জা‌নি‌য়ে‌ছে স্যা‌রের পরব‌র্তি জলসার টি‌ভি সত্ব আইপিএল থে‌কেও বে‌শি দা‌মে কিন‌তে সারা বিশ্ব থে‌কে বি‌ভিন্ন টে‌লি‌ভিশন নেটওয়ার্ক লাইন দি‌চ্ছে।
.
09052017
.

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: উনার কি লজ্জা-শরম আছে?? এতকিছুর পরও!!

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৮

কানিজ রিনা বলেছেন: বুড়ো ভামের লজ্জা থাকেনা। ভালই বলেছেন
ধন্যবাদ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৯

মানিজার বলেছেন: এই লুকটা কি করতেছে এইসব দিকবার মতন এত টাইম কুত্তেকে পান ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.