নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

বিচার নয়, গোষ্ঠী নিধ‌নের বিধানেই হয় “ আয়নাঘর”

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০২

Justice এর জ‌ন্যে আয়নাঘর বা গুয়ানতানামো কারাগার বানা‌নো হয় না। এগু‌লো বানা‌নোই হয় গোষ্ঠী নিধ‌নের জ‌ন্যে। ভী‌তি ছড়‌ানোর জ‌ন্যে। তাই দা‌মে‌স্কের সেদ‌নেয়ার মত কারাগার গু‌লো‌তে যারা বন্ধী হয় তারা সাধারনত চোর, ডাকাত বা খুনী হয়না। এগু‌লোর বা‌সিন্দা হয় বিপ্লবীরা।
.
ছোট্ট একটা ক‌বিতা, ছড়া, ফেসবুক পোষ্ট, ফ‌টো, কয় মি‌নি‌টের বক্তৃতা, জন সমা‌বেশ, কিংবা একটা মু‌ভি, একটা রীল, বা কার্টুন বানা‌নোর অপরা‌ধে এরা বন্ধী হয়ে যায় অন্ধকার আয়না ঘ‌রে। বিপ্ল‌বের সূর্য সন্তানরা আবার সূর্য দেখার আশায় বন্ধীশালায় লা‌থ্থি মে‌রে মে‌রে জীবন কাটায়।
.
আয়নাঘর তাই কখ‌নোই বিচার ব্যবস্থার অংশ হয়না। বিভৎস অবিচা‌রের রাজ স্বাক্ষী হ‌লো এসব কারাগার। যেগুলো আজ হোক বা কাল লা‌থ্থি মে‌রে ভাঙ্গ‌তেই হয়।

আর লা‌থ্থি য‌দি ঠিক জায়গা বরাবর না প‌রে, তাহ‌লেই কেবল এটা আয়না না‌কি ময়না ঘর, কা‌ঠের না‌কি স্টি‌লের চেয়ার এমন সব তা‌ত্বিক বিষ‌য়ের তা‌র্কিক‌রা পয়দা হয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৬

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার আয়না ঘর নাকি ভিন্ন? সেখানে মানুষ কে তুলে নিয়ে গুম করা হতো বলে অভিযোগ আছে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫১

আহরণ বলেছেন: ভুয়া আয়না ঘর............. @ ভাইয়া?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: গুজবে কান দেবেন না।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

এ পথের পথিক বলেছেন: যারা বলবে আয়নাঘর গুজব তাদের জন্যঃ ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.