নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

ইসলামে ক্ষমার অফারের সাথে শর্তগুলো প্রচার হয়না কেন?

২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫১

ইসলামে পাহাড়সম পাপও ক্ষমা পাওয়ার যে সব শর্টকাট অফার আছে, সেগুলোতে ব্ল্যাক হোলের মতো কিছু গভীর, বিশাল এবং ভয়ঙ্কর নোকতা যুক্ত আছে। কোনো এক অজানা, অদ্ভুত কারণে হাজার বছরের ইবাদত আর যাকে ইচ্ছা তাকে ক্ষমা করার বয়ানে এই কমন বাল্যশিক্ষার নোকতাগুলো যুক্ত করা হয় না। এই তথ্য গোপনের সাথে আছে হাজার কোটি টাকার পীরালী, কবর, মাজার, আর শিন্নির বাণিজ্য।

প‌রিন‌তি‌তে, আমরা ইয়া বড় সফেদ দাড়ি, লম্বা টুপি, কপালে দাগওয়ালা সুফি চোর-বদমায়েশ আর আল্লামা টাইপের টাউট-বাটপারদের দেখি। তারা একই সঙ্গে ভয়াবহ লুটপাট, চোট্টামি আর ইবাদত-বন্দেগির যুগল প্যাকেজ নিয়ে চলাফেরা করে—অহরহ।

চাচার জমি দখল করে ইতিকাফে বসছে একজন, তো আরেকজন প্রতিবেশীর মাছ চুরি করে ইশরাকের নামাজ পড়ছে। দেশের পুরো অর্থবাজার তছনছ করে গত রমজানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা কাবা শরিফের ইমামের পেছনে বসেছিলেন। পুরো রোজা সেখানে জামাতে নামাজ পড়তে। তাদের হিসাবে হলো—দখল বা চুরি করলাম ১০০, দান করব ১০ টাকা, বাকি টাকা এশরাক, তাহাজ্জুত আর হাজার বছরের ইবাদতে মাফ। না হয় আরও দশ টাকায় ওমরা ট্রাভেল। ব্যাস! ইহকাল-পরকাল দুই কালেই আরাম নিশ্চিত। আবার আছে বিভিন্ন পীর, মাজার, কবর, মোম, মানত আর শিন্নির চটকদার অফার। এরা পৃথিবীতে বেহেশতের ইমিগ্রেশন এজেন্সি চালায়। মানে, যত বড় চোর, তত বড় হাদিয়া—আর তার চেয়েও বড় মাকাম তারা বেহেশতের জন্য বুকিং দেয়।

এখানে ক্ষমা পাওয়ার সাথে বাচ্চাকালে পড়ানো নোকতাটা হলো Huqooq-ul-Ibad (حقوق العباد) - বান্দার হক। যত ধরনের ক্ষমার অফার দেওয়া আছে, সবগুলোই হলো Huqooq-ullah (حقوق الله) – Rights of Allah – আল্লাহর হকের সাথে জড়িত। মানে, নামাজ, রোজা, হজ না করা সংক্রান্ত পাপগুলো আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু মানুষের জায়গা জমি দখল, চুরি-চোট্টামি, জুলুম, খুন—এগুলোর ক্ষমা করার ব্যাপারটা আল্লাহ নিজের হাতেই রাখেননি। আর পীর দাবি করে সে মাপ পাইয়ে দেবে, হাশরের মাঠে জমির সাব-রেজিস্ট্রি অফিসের মতো হাদিয়া দিয়ে।

অথচ, এ পাপগুলো ক্ষমা করতে পারবে একমাত্র ভিকটিম—যার ওপর জুলুম করা হয়েছে, সে।
না হলে এক রাতে মসজিদে ইবাদত করে জনাব চোর, চাঁদাবাজ কিংবা মাওলানা বাটপার সাহেব যে হাজার বছরের নেকি হাসিল করবেন, সবই মূলত চলে যাবে ঐ ভিকটিমের আমলনামায়। মানে, যার গাছ চুরি করে ইতিকাফে বসেছে চোর সাহেব, সওয়াব সব হবে সেই গাছ মালিকের। নোকতার রেফারেন্সগুলো নিচে দিলাম।

রেফারেন্স:

১. প্রকৃত দেউলিয়া কে?
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"তোমরা জানো, প্রকৃত দেউলিয়া ব্যক্তি কে?"
সাহাবিগণ বললেন, "যার কাছে কোনো টাকা-পয়সা বা সম্পদ নেই, সেই ব্যক্তি।"
তখন নবী (ﷺ) বললেন,
"আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোযা ও দান-খয়রাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, অন্যায়ভাবে সম্পদ নিয়েছে, কাউকে হত্যা করেছে বা অপমান করেছে। ফলে তার নেক আমল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে। যদি তার সমস্ত নেক আমল শেষ হয়ে যায়, তখন তাদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।"

২. জুলুম সম্পর্কে হুঁশিয়ারি
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"জুলুম থেকে সতর্ক হও! কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকাররূপে পরিণত হবে।"

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৪

সৈয়দ কুতুব বলেছেন: বান্দার হক আল্লাহ সহজে মাফ করবেন না। কিন্তু এগুলো সমাজে প্রচারিত হয় কম।

২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:০০

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: প্রচার না হওয়ার সাথে ব্যবসা জড়িত। চোর চোট্টদের কাছ থেকে কমিশন নিয়ে কবর-মাজারের পীর সাহেবরা তাদেরকে বেহেশতের টিকেট দেন।

২| ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে দেশ জাতি চিন্তিত নয়।

২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৫৭

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: ধর্ম ব্যবহার করে আরেক জনের উপর চড়াও হওয়া নিয়ে কিন্তু বেশ চিন্তিত।

৩| ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:২৯

চেংগিস খান বলেছেন:



এগুলো বেদুইনদের রূপকথা

৪| ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৩১

চেংগিস খান বলেছেন:



সব ধর্মই বিবিধ গোত্রের সামাজিক জীবনের রূপকথা।

৫| ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৩২

Sulaiman hossain বলেছেন: সত্য ধর্ম একটাই।আসমান জমিনের সৃষ্টি কর্তা একজনই।একজনকে নিয়ে যে আছে সে পথ পেয়েছে,

৬| ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৮

Sulaiman hossain বলেছেন: মানুষ অপরাধ তখনই করে যখন মনে করে আমার কোনো পালনকর্তা নেই,আমার কোনো বিচার হবেনা,চুরি, বাটপারি,জুলুম,যা মনে চায় করে নেই,কারন আমার তো কোনো বিচার হবেনা।কোনো মুমিনের দ্বারা কারো কোনো ক্ষতি হতে পারেনা,হলেও তার ক্ষতিপূরন করার জন্য মুমিনের অস্থিরতা থাকে।কারন সে অন্তের চোরা পথে সবকিছুই দেখে।

৭| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ৯:০০

কামাল১৮ বলেছেন: সকল ধর্মেই ক্ষমার ব্যবস্থা আছে।তাই ধার্মিকরা অপরাধ বেশি করে।

৮| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ৯:০২

কামাল১৮ বলেছেন: অপরাধ কমাতে পারে আইনের যথাযথ প্রয়োগ।

৯| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৩

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: আমাদের দেশে বর্তমানে ধর্ম মানুষকে অপরাধ এবং অসৎ কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারছে না। তাই সর্বাগ্রে দরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করা।

১০| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: ধর্ম মূলত ব্যবসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.