নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

কৃ‌মি ক‌লোনীর ডে‌মো‌ক্রেসী

২৯ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৩২

দেশে প্যারাসাইটের সংখ্যা কম নয়। কৃমির চোষকের মতো চাপাতি-রামদা দিয়ে এই গোষ্ঠী অন্যের আয়-রোজগার খেয়ে অভ্যস্ত। এই প্যারাসাইট গোষ্ঠী সব সময়ই হোস্ট বডিতে টিকে থাকার পরিবেশ চাইবে। টেম্পু স্টেশন আর কাঁচা বাজারে চাঁদা উঠবে, রাস্তার কাজে ইট চুরি হবে, পিলারপ্রতি কমিশন থাকবে। সাকিবের জুয়ার চাকা ঘুরবে, অফিসে অফিসে ঘুষের মচ্ছব বসবে—তবেই জমবে মজা। আরেক ধরনের প্যারাসাইট আছে আয়-রোজগারকে র‍্যাফেল ড্রয়ের মতো ভাবে। বিশ্বাস করে, যতই হারুক, যতক্ষণ জুয়ার চাকা ঘুরবে, ততক্ষণ তাদেরও সুযোগ আছে এলিট হওয়ার। তাই অবশ্যই জুয়া চলতে দিতে হবে। এরা ডেসটিনি-ইভ্যালির চতুর গ্রাহক।
.
এই কৃমি সাম্রাজ্য টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ গডফাদারের। যেমন নীল চাষ করিয়ে ব্রিটিশদের কাছ থেকে খানদানি বংশমর্যাদা পাওয়ার জন্য জমিদার আর দাদন ব্যবসায়ীদের উপ‌রে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই গডফাদার আওয়ামী লীগ না বিএনপির, ভারত না পাকিস্তানের—এতে প্যারাসাইট গোষ্ঠীর কিছুই যায় আসে না। এখানে তারা গডফাদারদের জন্যে রেডিমেইড বাজার তৈরি করে রেখেছে। শুধু রামদা আর মানুষ পোড়ানোর পরীক্ষা উৎরালেই সে সাজানো গোছানো প্যারাসাইট ফলোয়ার পেয়ে যাবে।

ড. ইউনূসের মতো রসুন এর কোয়া যতক্ষণ পেটে থাকবে, কৃমির জাতের জন্য ততই জীবন-মরণ সংগ্রাম তৈরি হবে। এই পরিবেশ যত দীর্ঘায়িত হবে, ততই সকল জাতের কৃমি একজোট হবে। তারা দাবি তুলবে যে, সব জাতের কৃমি মিলে সিদ্ধান্ত নেবে হোস্ট বডি কী খাবে আর কী খাবে না। তারা যেহেতু রক্ত খায়, তাই তারাই সব রক্তকণিকার প্রতিনিধিত্ব করবে। এটাই কৃ‌মি ক‌লোনীর ডে‌মো‌ক্রেসী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৫১

চেংগিস খান বলেছেন:


ড: ইউনুস যদি জাতির জন্য কিছু করতে পারে, আপনিও পারবেন; উনার বুঝার ক্ষমতা আপনার বুঝার ক্ষমতা থেকে বেশী নয়।

২| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.