![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্
তাপসের সামনে আপসহীন দাঁড়িয়ে থাকা সেই ইমিগ্রেশন অফিসার কে? ত্যাগী পরিবারের বাবু সদস্যকে দেশ ত্যাগে বাধা দিচ্ছিল কোন সাহসে?
কই, বেনজীর, ওসমান বা হাসান সাহেবদের বেলায় তো এমন লোক হাসানোর কাজ হয়নি। দৌড়ানি খেয়ে হাঁসফাঁস করতে থাকা তাপস বেফাঁস কিছু না করে, তার গাঁট্টি-বোঁচকা থেকে কিছু ট্রাম্পের দেশের মুদ্রা ছিটিয়ে দিলেই তো 'ট্রাম্প কার্ড'-এর কাজ হতো। এমন সময়ে কেউ কৃচ্ছতা করে! কাস্টম অফিসারের সাথে চ্যটবক্স এ নগর পিতা কিনা সরাসরি ইনভাইট করে বসলেন জাতির পিতার কন্যাকে!
ঐ ইমিগ্রেশন কর্মকর্তার বোধহয় কোনো কোটা ছিল না। না হয় সে 'স্টুডেম' পার্টির লোক। সম্ভাবনা আছে বেনজীরদের বেলাতেও এমন ফোনালাপ আছে, যার এখনো ‘প্রিমিয়ার শো’ হয়নি।
শেষমেশ নগর পিতা যে তাঁর ফুফুর নির্দেশে ওয়ার্ডে ওয়ার্ডে দলের নেতা কর্মীদের জড়ো করে, নিজে ত্যাগের মহিমায় দেশ ত্যাগ করতে পেরেছিলেন সেটা এক বিরাট অর্জন। এই গরীব আর বাটপারের দেশে নিশ্চয়ই একদিন তিনি ফেরত আসবেন বীরের বেশে, মুচকি হেসে। গলে ফুলের মালা, আর গলায় নতুন গল্প নিয়ে।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৩
বাকপ্রবাস বলেছেন: ফুফু তহনো জানেনা লাল বাত্তি জইলা গেচে, তাপস ফাক্কি মাইরা চইলা যাইতেছে ফুপ্পু জানলে খবর আছিল