![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল, আইসক্রিম আর তাঁর প্রিয় শিল্পী হেমন্তের গানের ক্যাসেট নিয়ে “ শুভ মা দিবস !“ বলে আমাদের তিন বোনের চেঁচিয়ে উঠা শেষ কবে ?
“আমিও পথের মত হারিয়ে যাব , আসবো না ফিরে আর , আসবো না ফিরে কোন দিন... “ সেই ক্যাসেটের একটি গান সারাদিন বাজতে থাকে ... “উফ! মা, একটা গান আর কতবার শুনবা ?” – আমরা বিরক্ত হই । তিনি হাসেন।
আমরা মা-মেয়ে বন্ধু হয়ে উঠার প্রক্রিয়ায় সবে পা রাখি ... তরুণী বেলার প্রথম না বলা প্রেমের দুঃখে তাঁর কোলে মাথা রেখে হাউমাউ কান্না, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সন্তানের কষ্ট ছুঁয়ে তিনিও কাঁদেন ...আমার শক্তি হয়ে উঠেন ... নানা ধরনের বিষয় আমাদের গল্প আর হাসি ঠাট্টার কারন হয়ে উঠতে লাগলো ...
এরই মধ্যে হটাত হটাত অসুস্থ হন... ডাক্তার বললেন ক্যানসার । তীব্র লড়াই করলেন ১ টা বছর ... চোখের সামনে ধীরে ধীরে প্রিয় মানুষটা ক্ষয়ে যেতে লাগলেন ...
জীবনের নিয়মে জীবন চলেছে, চলছে... আজ ১২ টা বছর ধরে তাঁকে বুকের ভিতর ধারন করে আছি ... কষ্ট পেলে এখনও অন্ধকারে তাঁর কোলেই মাথা রেখে কাঁদি ...
১৬ ই মে, ২০১৩ রাত ২:২৯
আফ্রি আয়েশা বলেছেন: হ্যা, সকল মায়ের জন্য শুভকামনা। এবং আপনার জন্যেও শুভকামনা।
২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:০০
প্রিন্স হেক্টর বলেছেন: শুভকামনা মায়ের জন্য
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আফ্রি আয়েশা বলেছেন: সকল মায়ের জন্য শুভকামনা। আপনার জন্যেও শুভকামনা। ভালো থাকবেন।
৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫
রাইসুল সাগর বলেছেন: শুভকামনা মায়ের জন্য
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আফ্রি আয়েশা বলেছেন: সকল মায়ের জন্য ভালবাসা ও শুভকামনা।
৪| ২১ শে মে, ২০১৩ রাত ২:৩৯
খেয়া ঘাট বলেছেন: কষ্ট পেলে এখনও অন্ধকারে তাঁর কোলেই মাথা রেখে কাঁদি ... পৃথিবী বড়ই দুঃখময়।
২২ শে মে, ২০১৩ রাত ৮:২৯
আফ্রি আয়েশা বলেছেন: হ্যাঁ , পৃথিবী বড়ই দুঃখময় ...
৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: আপনি কি সেফ?
২৯ শে মে, ২০১৩ রাত ২:২২
আফ্রি আয়েশা বলেছেন: না
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ রাত ১২:৫০
একজন আরমান বলেছেন:
সকল মায়ের জন্য শুভকামনা।