![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকটা বসে ছিল, যদিও নির্বিকার
অপেক্ষার সবুজ রোদটা বর্বর ভীষণ
তীক্ষ্ণ নখের আঁচড়ে নীলচে পালকের খসে পড়া
খসছে ... খসেই চলছে ...
ধর্ষণ শেষে ক্লান্ত সময় হাঁপাচ্ছে
কাকটা বসেই ছিল ...
ব্যাধিগ্রস্থ দু’চোখে একচোখা প্রেম
বহুমূল্য নীলচে পালকগুলি উপহার স্বরূপ
কষ্টটা এখানে সার্থক ... আসলে আত্মরতিতে
যতটা তৃপ্ত হওয়া যায় আর কি !
বাতাসের চোরা স্পর্শে
জেগে উঠে শরীর, কেঁপে উঠে
শুরু হয় নতুন ভাষায় কথা বলা
শরীরি ভাষা
ঝিরঝির ... শিরশির ...
অসময়ে গর্ভবতী রাধাচূড়া
কলি আর আধফোঁটা ফুলে পরিপূর্ণা –
কারো কারো অপূর্ণতার সজীব দলিলও বটে
চাল-ডালের ভালোবাসার কাছে মূল্যহীন
অমূল্য উপহার উড়া উড়ি ... যায়
উদাসীন প্রেমিকের পদপ্রান্তে
কাকটা বসেই ছিল ... ... ...
১৬ ই মে, ২০১৩ রাত ১২:৫২
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ । লিখবো ... আপনাদের সহযোগিতা পাবো আশা রাখি। ভালো থাকবেন।
২| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৪১
মাক্স বলেছেন: সুন্দর!
১৬ ই মে, ২০১৩ রাত ১২:৫৩
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন। শুভ কামনা জানবেন।
৩| ১৬ ই মে, ২০১৩ রাত ১:০৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মাথার উপর দিয়ে গিয়েছে বলেই বুঝতে পারলাম আপনি ভালো লিখেন ।
১৬ ই মে, ২০১৩ রাত ২:৪২
আফ্রি আয়েশা বলেছেন: যাক যেভাবেই বলেছেন তো ভালো লিখেছি? তাতেই চলবে ... ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১৬ ই মে, ২০১৩ রাত ১:১৬
আমিনুর রহমান বলেছেন:
মাক্স বলেছেন: সুন্দর!
১৬ ই মে, ২০১৩ রাত ২:৪৫
আফ্রি আয়েশা বলেছেন: ভাইজান, আপনাদের সমালোচনা আমার প্রয়োজন, যেহেতু আমি নতুন। তাহলে আমার ভুল গুলি বুজতে পারবো । ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৪
প্রিন্স হেক্টর বলেছেন: মধু!! মধু!!
সেইরাম হইছে। নিয়মিত হন।
+
১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪১
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের সহযোগিতা কাম্য
৬| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:১২
রাইসুল সাগর বলেছেন: তোমার জরিমানা হবে আপু এতোদিন লিখনাই কেন?? অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম তোমার কবিতায়। শুভকামনা জানিবে সব সময়
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ । তোমার জন্যেও সব সময় শুভকামনা ...
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ রাত ১২:৩৬
একজন আরমান বলেছেন:
বাহ দারুণ লিখেছো তো আপু।
রেগুলার লিখো না কেন?
রেগুলার লেখা শুরু করো।
শুভকামনা রইলো।