নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধু আমিই হয়ে রবো...

কিছু বলার নেই। আমি যা আমি তা অর্থাৎ যাতা. . .

আফ্রি আয়েশা

অপেক্ষা...

আফ্রি আয়েশা › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতা অমর হোক

২৯ শে মে, ২০১৩ রাত ৩:৫০



(উৎসর্গ – আমার ছোট্ট জলপরী)



তোকে যেতে হবে

যেমন সে গেছে , যেমন তারা গেছে –

সুন্দরের যাত্রায়



তোর আমার টুকরো খেলা

অপ্রকাশ্যতায় মূর্ত ছোঁয়াছুঁয়ি

আমার হৃদয়ের নোনা জল

তোর চোখে ঢেউ তুলেছে কতবার!



রেখে যাবি তোর গোপন নিঃসঙ্গতা

প্রতিদিন নিয়ম করে তাকে জল দিব

হটাত হটাত ফিরে এসে দেখে যাস

সাথে আনিস প্রজাপতি এক কিংবা ছোট্ট জলপরী



নিঃসঙ্গতা মরে গিয়ে অমর হোক।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ ভোর ৪:৪২

খেয়া ঘাট বলেছেন: নিঃসঙ্গতা মরে গিয়ে অমর হোক।
লাইনটি ভালো লেগেছে।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪১

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :) । ভালো থাকবেন।

২| ২৯ শে মে, ২০১৩ ভোর ৫:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতাটি ভালো হয়েছে, তবে মনে হচ্ছে আরো কিছুটা আবেগ আসলে ভালো হত। পুরো কবিতার না বলা কথা বলেছে শেষ লাইন - নিঃসঙ্গতা মরে গিয়ে অমর হোক। - যদিও এই লাইনটি হয়ত কবিতার অন্তভূর্ক্ত নয় :)

শুভ কামনা রইল। :)

৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮

আফ্রি আয়েশা বলেছেন: আমার আবেগ কম - সবাই তাই বলে ... । না লাইনটি এই কবিতারি অন্তভূর্ক্ত । আমি শুরু করেছি তার চলে যাওয়া দিয়ে, এবং সে চলে গেলে আমার নিঃসঙ্গতা আসলেই অমর হবে ... ধন্যবাদ :) । ভালো থাকবেন।

৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:০২

একজন আরমান বলেছেন:
বাহ। চমৎকার। :)

০৭ ই জুন, ২০১৩ রাত ১:১০

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ৩:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নিঃসঙ্গতা মরে গিয়ে অমর হোক।

দীপ্ত উচ্চারন।

শুভকামনা।।

১০ ই জুন, ২০১৩ ভোর ৪:০৮

আফ্রি আয়েশা বলেছেন: হুম নিঃসঙ্গতা মরে গিয়ে অমর হোক । ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.