![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুজিয়েছো কংকাল শরীর
হৃদয়হীনতা বলে কিছু নেই
সকলি ঠিক
প্রমান রেখেছো প্রাপ্তির নিষ্ঠুরতা
অতঃপর বোধগম্যতায় হাজির-
নেই প্রেম।
খুব স্পর্ধায় তবুও বলে দিতে পারি
হাজার রাত পেরিয়ে
এক জমাট কস্ট হবো
গোপন গভীর কোন এক রাতে
প্রলয়কান্ড ঘটিয়ে যাবো ।
প্রত্যাশা- জানালা ভেঙ্গে দিলেই
হবে শ্রবনকথন – অব্যক্ত অশ্রুত কিছু।
বিস্ময় দাঁড়িয়ে ছিলো দরজার ওপাশে
সূর্যটা এনেই দিলে!
পুড়ে যেতে যেতে
শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩
আফ্রি আয়েশা বলেছেন:
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
একজন আরমান বলেছেন:
কি হল? মন খারাপ কেন?
ভস্ম হয়েও আমি তোমাতেই থেকে যাবো
উড়ে উড়ে ঘুরে ঘুরে তোমাতেই জড়িয়ে নেব।।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ ভালো থেকো
৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭
ইখতামিন বলেছেন: আপু.. কই হারাইলা তুমি?.. :'( your id is deactivate
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮
আফ্রি আয়েশা বলেছেন: বেঁচে আছিরে . . .
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫
ডট কম ০০৯ বলেছেন: শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো
সুন্দর লাইন।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১২
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতা।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩২
আফ্রি আয়েশা বলেছেন: ওয়াচে থেকে বিরক্ত হয়ে গেছি আর লিখতে মন চায় না । আপনাকে ধন্যবাদ
৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩২
হৃদয় এর স্পন্দন বলেছেন: চমৎকার লেখা
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
বেকার সব ০০৭ বলেছেন: খুব সুন্দর কবিতা লেখেছেন পোস্টে+++++++++++++++
(আপনি ওয়াচে নাকি)
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
হুম
৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
বেঈমান আমি. বলেছেন: হুম
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০
আফ্রি আয়েশা বলেছেন: খারাপ হইছে ? হুম লিখছেন কিছুই বুঝিনি
৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
খুব স্পর্ধায় তবুও বলে দিতে পারি
হাজার রাত পেরিয়ে
এক জমাট কস্ট হবো
গোপন গভীর কোন এক রাতে
প্রলয়কান্ড ঘটিয়ে যাবো।
কবিতা খুব ভালো লাগলো।
আশরাফুল ইসলাম দূর্জয় ভাইয়ের পোস্ট দেখলাম আপনার সেইফ না হওয়ার ব্যাপারে। সেইফ কি হোন নি এখনো?
কর্তৃপক্ষের কাছে আবেদন থাকলো আপনাকে শীঘ্র সেইফ ব্লগার করে দেয়ার জন্য।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
ভালো থাকবেন
১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: বেশ ভালো লিখেছো আপু।
কিন্তু কবিতায় এত দুঃখ ভালো লাগে না
+++ দিলাম যেন পরের বার ভালো লাগার কিছু মুহুর্ত নিয়ে লিখো
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
আফ্রি আয়েশা বলেছেন: প্লাসের জন্যে ধন্যবাদ। লিখবো
১১| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আমি যা আমি তা অর্থাৎ যাতা. . .
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
আফ্রি আয়েশা বলেছেন: হুম
১২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
সাদাকালো টেলিভিশন বলেছেন: অসাধারণ
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা জানবেন
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
অনাহূত বলেছেন: পুড়ে যেতে যেতে
শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।
এতো রাগ কেনো?
সুন্দর কবিতা।
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
আফ্রি আয়েশা বলেছেন: উঁহু , রাগ না . . . শেষ উত্তাপে আসলে দহন থাকে না , থাকে নরম উষ্ণতা
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
সপন সআথই বলেছেন: পুড়ে যেতে যেতে
শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।
------
sundor lekhoni, valolaga janalam
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো। আপনার কবিতার হাত সার্প। লিখে যান অবিরাম।
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১০
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
শুভকামনা জানবেন ।
১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
মায়াবী ছায়া বলেছেন: বিস্ময় দাঁড়িয়ে ছিলো দরজার ওপাশে
সূর্যটা এনেই দিলে!
পুড়ে যেতে যেতে
শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো। "...... কবিতায় অনেক ভাল লাগা আপু।।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ রে
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
একজন আরমান বলেছেন:
বিস্ময় দাঁড়িয়ে ছিলো দরজার ওপাশে
সূর্যটা এনেই দিলে!
পুড়ে যেতে যেতে
শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।
মুগ্ধ।