নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪



যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ। একটি আন্দোলন। নাগরিক আন্দোলন। সামাজিক আন্দোলন। এদেশে গৃহে, অফিসে, রাজপথে, যান-বাহনে নারীরা যৌন-সন্ত্রাসের শিকার হচ্ছেন প্রতিদিন, প্রতিনিয়ত ।

কেবল আইন দিয়ে এই সন্ত্রাস বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন। কিন্তু মানসিকতার বদল ঘটানো সহজ নয়। এর জন্য আইনের পাশাপাশি প্রয়োজন অবিরাম সচেতনতামূলক কার্যক্রম।

আমরা ক'জন। মাত্র গুটি কয়। আমরা যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ নামের সামাজিক আন্দোলনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি এই ফেসবুক পেজ-এর মাধ্যমে। সমাজে পরিবর্তন আনার কঠিণতর স্বপ্ন নিয়ে যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ-এর কার্যক্রম শুরু।

যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ

পর্যায়ক্রমে, বাংলাদেশের ৬৪ জেলায় যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ-এর আন্দোলন ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা কমিটি গঠণ করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও চলবে এর কার্যক্রম। এছাড়া, সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিতভাবে চলবে নানামুখী প্রচারণা কার্যক্রম।

আমরা এই আন্দোলনের উদ্যোগ নিয়েছি কেবল। কিন্তু আপনিই এই আন্দোলনের অগ্রবর্তী সৈনিক। আপনিই পারেন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে।

আপনার জেলায় বা এলাকায় বা বিশ্ববিদ্যালয়ে যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষের কাজ শুরু করতে চাইলে আমাদেরকে ইনবক্স করুন।


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সফল হোউক আপনাদের কর্মসূচি। বিদেশে থাকি সাথে দিতে পাছিনা । ভাল পোষ্ট।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সুজন। যেখানে আছেন সেখান থেকেই আমাদের সঙ্গে থাকবেন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

কালীদাস বলেছেন: গোড়ায় জল না ঢাললে এ সমস্যা কাটবে না। সেক্স এডুকেশন চালু করার কথা বললেই এক শ্রেণীর রামছাগলের দেশের ধর্ম/সংস্কৃতি নিয়ে টেনশনে চুল ছেড়ার উপক্রম হয়। এত কম বয়সে বাচ্চাদের মোবাইল দিলে সমস্যা নেই, ওপেন অনলাইনে ছেড়ে দিতে সমস্যা নেই, খালি সায়েন্টিফিকালি সেক্স এডুকেশন দিলেই সমস্যা। এই কাঠমোল্লাদের আন্দোলনের কনসিক্যোয়েন্স নারীকে অসম্মান পথে ঘাটে।

হটলাইন ছিল কয়েকটা আগে হ্যারাসমেন্ট প্রতিরোধে, ওগুলোর কি অবস্হা এখন?

যাকগে, শুভকামনা থাকল।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

আফরোজা সোমা বলেছেন: গোড়ায় জল কে ঢালবে হে! আর গোড়া তো একটা না। সেক্স এডুকেশ বহুত জরুরী। কিন্তু যেই দেশে সমানতালে চলে তিন রকমের শিক্ষা পদ্ধতি সেই দেশে গোড়ারই তো গোড়া আগে ঠিক করতে হবে। ইংরেজী-বাংলা-মাদ্রাসা শিক্ষা এক লাইনে আনতে উদ্যোগ কে নেবে? কে তার রাজনৈতিক জীবনকে ফেলবে ঝুঁকিতে? ফলে, নাই এই দেশে যে যেখান থেকে অন্তত যতটুকু আওয়াজ জারি রাখতে পারে সেটাই আপাতত জারি রাখা উচিত। নিশ্চয়ই এই সকলে প্রচেষ্টার সম্মিলত ফল হিসেবে কেউ একজন, কোনো একদিন গোড়ায় দিকে দেখবে, জল ঢালবে।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১২

বিজন রয় বলেছেন: ওসব নিয়ে তো কাজ অনেক দিন ধরে করছি, কিন্তু কতটুকু কমাতে পারছি জানিনা।
আপনার মতো প্রত্যেকে স্ব স্ব স্থান থেকে এভাবেই সচেতন হতে হবে, সচেতন করতে হবে।
হাল ছেড়ে দিলে হবে না।

ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০

আফরোজা সোমা বলেছেন: জ্বী, সচেতন হতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না।

ভালো থাকবেন।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

টারজান০০০০৭ বলেছেন: ম্যাডাম, একখান এনজিও খুইল্লা ফালান ! আর কিছু না হোক , কিছু বেকারের চাকরি হইবো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.