![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসল নাম যাই হোক, লোকে তাকে লালের বাপ বলেই ডাকতো। পান খাওয়া টুককটুকে লাল ঠোঁট, প্রায় দুধে-আলতা গায়ের বরণ পুরুষেরও হয়, এই কথা লালের বাপের গোলাপী গালের দিকে চেয়ে বুঝেছিল পাড়ার লোক।
লালের বাপ সম্পর্কে আমার দাদাজান। গৃহে তার মন ছিল না। মন ছিল না সংসারে। কৃষি কাজ, ফসলী জমিন সব ভুলে তিনি মজেছিলেন যাত্রার প্রেমে। কী সুন্দর ঘোমটা দিয়ে যাত্রার মঞ্চে তিনি হাঁটতেন লালবউ। দাদীজান ক্ষেদ করে বলতেন, কিমুন সোনার সংসার ধীরে ধীরে জলে ভাইস্যা গেলো! তবু, তার সংসারে ফিরলো না মন।
কবির হৃদয় সে নিজে বেছে নেয় নাই। লালের বাপ, আপনিই বংশপরম্পরায় তাকে দিয়েছেন না-সংসারের রোগ; দিয়েছেন বুলি, লোকে যা করতে বলে তা নয়, চিত্ত যা ব্যাকুল হয়ে করে তাতেই সংসার রচিত হয়।
০৭.০৩.১৭
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২
আফরোজা সোমা বলেছেন: ভালো লাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার কল্যাণ হোক।
২| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: চিত্ত বোহেমিয়ান হলে বিয়ে করার সংসার করার দরকার কী? লালের বাপ বিয়ে করে ভুল করছে।
ভাল্লাগছে লেখাটা
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
আফরোজা সোমা বলেছেন: হাহ হাহ... ভালো থাকবেন। অনেক শুভকামনা রইলো।
৩| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
মুশি-১৯৯৪ বলেছেন:
দাদাজানের কথা মনে করিয়ে দিলেন। শৈশবের স্তৃতিতে মনে পড়ে, মৃত্যুর কিছুদিন আগ থেকে দাদাজান ঔষধ খেতে চাইতেন না ,বলতেন সময় পার হয়ে গেছেরে বাপ, এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি কেবল সান্ত্বনা ।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১০
আফরোজা সোমা বলেছেন: হুমমম . ..
ভালো থাকবেন, মুশি।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগা রইল লেখায়
ভাল থাকুন আপি