নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

পারসুইট অফ হ্যাপিনেস

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৩

সে চেয়েছিল সামান্য দিন, নির্ভার:
স্নানঘরে শাওয়ার ছেড়ে গুণগুণিয়ে এক দুপুর রবীন্দ্রসঙ্গীত,
বিকেলে বারান্দায় পলকের দখিনা হাওয়া,
সান্ধ্য চায়ের কাপে কিছু খুচরো আলাপ।

এরচে’ সুখ এসেছে ঢের।
ডাইনিং টেবিলে দুপুরে উপচে পড়েছে আড়ম্বর,
বিকেলের কফি মগে উঠেছে গ্র্যান্ড ক্যানিয়ন কি
ম্যাডিট্যারিয়ান কি আরো কতো দেশের ভ্রমণ কাহিনী;

কিন্তু একটা নির্ভার দিন:
হাট থেকে আধা থলে বাজার নিয়ে ঘর ফেরতা
গৃহস্থের মলিন মুখের মতন সাধারণ,
স্নানঘরে, ভাটিয়ালি কি ভাওয়াইয়া, গুণগুণ করা শেষে
একটা পুরনো টাওয়েলের মোলায়েম পরশে নিজেকে জড়িয়ে
নেয়ার মতন নির্ভার দিন তার আসে না।

সেই বেদনায়, কেউ না জানুক, প্রতিটি বিকেল তার কফিমগে
গ্র্যান্ড ক্যানিয়নের উপরে ছড়িয়ে থাকা রোদের মধ্যে
রোদন হয়ে যায়।

১৯.০৩.১৭

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০০

সিনবাদ জাহাজি বলেছেন: মানুষ যা চায় তা পায়না আর.............

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

আফরোজা সোমা বলেছেন: হয়তো তাই, হয়তো চাওয়ার ফাঁকি...

২| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কবিতা। শেষের চরণ তিনটে খুবই আবেদনময়।
হয়তো কোন বা কারো ব্যক্তিগত অভিজ্ঞতার পটভূমিতে কবিতাটা লেখা হয়েছে, কিন্তু কবিতার আবেদন সহজবোধ্য এবং সার্বজনীন।
কবিতায় ভাল লাগা... + +

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৮

আফরোজা সোমা বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ আপু।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, মোস্তফা। ভালো থাকবেন।

৪| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

উম্মে সায়মা বলেছেন: আহা! নির্ভার দিন আর আসেনা।
খুব সুন্দর হয়েছে আপু।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১

আফরোজা সোমা বলেছেন: আহা! নির্ভার দিন!

ভালো থাকবেন, সায়মা। অনেক শুভকামনা রইলো।

৫| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

মানবী বলেছেন: সুন্দর অনুভবের সুন্দর প্রকাশ!

ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ আফরোজা সোমা।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, মানবী। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৬| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

মো: খায়রুল ইসলাম বলেছেন: মানুষ প্রায় ক্ষেত্রেই যা চায় তা কম পায়, আর যা চায় না তাই পায় বেশি।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

আফরোজা সোমা বলেছেন: হুমম... হয়তো তাই।

৭| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা নজিরোই যে ভার টেনে নেই ভাগ্যে! র্নিভার দিন তাই সহজে ধরা দেয় না! ;)

কাব্যে ভাললাগা :)

+++

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।
বেশ কিছুদিন পরে আপনাকে দেখে ভালো লাগলো। :)

৮| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন:
সেই বেদনায়, কেউ না জানুক, প্রতিটি বিকেল তার কফিমগে
গ্র্যান্ড ক্যানিয়নের উপরে ছড়িয়ে থাকা রোদের মধ্যে
রোদন হয়ে যায়।


ভাবপ্রকাশ এবং উপস্থাপনা দারুণ হয়েছে।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সিলেক্টিভ সোশ্যাল। ভালো থাকবেন।

৯| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৯

শ্রাবণধারা বলেছেন: চমৎকার কবিতা । নির্ভার দিন আর সহজ আনন্দ অগুনিত হিসেবের বাধায় সত্যি একটা সময় দূর্লভ হয়ে যায় ।
কবিতার শিরোনামটা বাংলায় হলে আরও ভালো হতো ।

শুভকামনা ।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, শ্রাবণধারা। আমিও খুব চেয়েছিলাম বাংলা শিরোনাম। কিন্তু একটাও ঠিক মনে ধরছিলো না।

ভালো থাকবেন। অনেক শুভকামনা।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

পলাশ কুমার রায় বলেছেন: ভাল লাগল।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬

রিফাত হোসেন বলেছেন: das Streben nach Glück :-B

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬

আফরোজা সোমা বলেছেন: বাহ! জর্মন ভাষায় সুখ পড়ে প্রীত হলাম, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.