নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ

২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২২

দেয়ালগুলোর বুকে পাতো কান, মানুষের কান্না শুনতে পাবে;
আধপেটা শ্রমিকের গল্প জানে না সংসদ ভবন
সেই সত্য গোপন আছে দেয়ালের ইট ও সুঁড়কিতে।

গার্মেন্টসগুলোতে গিয়ে, চিকিৎসকের স্ট্যাথোস্কোপের মতন,
কাপড়ের বান্ডেলের গায়ে চেপে ধরো তোমার হৃদয়
টের পাবে নিষ্পেষিত মানবীর নাড়ী কেমন করে ধুঁকপুক।

টিভির খবরে দেখো, কৃষকের উন্নয়নে এসি রুমে চলছে সম্মেলন
মন্ত্রীর বক্তৃতা শোনো, কৃষাণের চেয়ে নেই পরমবন্ধু কোনো
কিন্তু মাঠে গেলে পাবে টের, চাষা ও মজুরের দল মরছে!

মরছে তোমার হৃদয়। তার ‌’পরে ভর দিয়ে বাড়ছে
সুরম্য আট্টালিকা, নগরের জৌলুস; এরই মাঝে
হচ্ছে রচনা তোমার বিষাদ । তুমি কি তা দেখছো?

১৯.০৩.১৭

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৮

সিনবাদ জাহাজি বলেছেন: না শুনতে পারবে না কারন কানে হেডফোন গোজা আর তাতে বাজছে কেবলি উন্নয়নের সুর।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২০

আফরোজা সোমা বলেছেন: এই কবিতা পড়ে শুধু বর্তমান সরকারকে যদি আপনি কটাক্ষ করেন তাহলে সেটা ভুল হবে। বহুকাল ধরেই দেশের উন্নয়ন ধনীক শ্রেনী ও নগরকেন্দ্রীক। আমাদের উন্নয়নের ধারণায় আপামর মানুষের কল্যাণচিন্তার জায়গা কম। এখানে গণতন্ত্রের হিসেবে সবার মাথার এক ভোটের গুরুত্ব সমান-সমান হলেও উন্নয়নে সকল ভোটারের অংশিদারিত্ব সমান নয়। এখানে উন্নয়ন নগর ও ধনীক-শ্রেনী কেন্দ্রীক, গরীব ও গ্রাম কেন্দ্রীক নয়। ফলে, এই কবিতা বাংলাদেশের নিম্নবর্গের চিরায়ত দু:খ ও সত্যের প্রতিকৃতি।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫০

অতঃপর হৃদয় বলেছেন: ভাল ছিল।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

মোস্তফা সোহেল বলেছেন: এই সব যাদের দেখার কথা তারা অন্ধ।কবিতা ভাল লেগেছে।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৩

আফরোজা সোমা বলেছেন: এইসব দেখা কাদের দায়িত্ব? আমাদেরই কি নয়? যে রাজনীতিবিদেরা নীতির বদল ঘটাবেন তারা তো জনতার ভেতর থেকেই উঠে আসেন। তাহলে, জনতা যদি তার দেশের মেজরিটি গরীবদের কথা না ভাবে, তাদের অধিকার না দেখে রাজনীতিবিদেরা কেন দেখবে?

কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। ভালো থাকবেন। আপনার কল্যাণ হোক।

৪| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

সিনবাদ জাহাজি বলেছেন: আমার এ কমেন্ট এর উদ্দেশ্য কেবল বর্তমান সরকারকে কটাক্ষ করা নয়, ছোটকাল থেকে শুনে আসছি ''যেই লঙ্কায় যায়, সেই রাবন হয়'' আমার এ কমেন্ট সেই সকল লঙ্কাপতিদের উদ্দেশ্যে

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯

আফরোজা সোমা বলেছেন: একদিন গরিবেরও দিন আসুক। তাদেরো সন্তান থাকুক দুধে-ভাতে। আমীন।

ভালো থাকবেন, জাহাজী। আপনার কল্যাণ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.