![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোক করো না। সে ফিরে আসবে।
যে যায়, তার যাওয়ার ছন্দ ও বিষাদ
পৃথিবীর সঙ্গীত।
তোমার চিত্তের ধ্যান,
ফুলদণ্ডে মিহি মিহি হয়ে মিশে থাকা রেণু
জানে, নতুন জন্ম সমাগত।
শোক করো না। সে ফিরে আসবে।
ধরণীর জড় ও জীবেরা নক্ষত্রকণা, মৃত্যুহীন;
অনিবার্য এই রূপের বদল।
২০.০৩.১৭
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০২
আফরোজা সোমা বলেছেন: অপেক্ষাকালে চিত্ত খোলা রাইখেন। কোন ফুলে কে নবজন্ম নেবে আবার ঝরে যাবে ধ্যান না দিলে তা চোখে না-ও পড়তে পারে বলে আশঙ্কা হয়।
ভালো থাকবেন। কল্যাণ হোক।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৩
মুশি-১৯৯৪ বলেছেন:
ফিরে আসার প্রতিক্ষারও মনে হয় একদিন অবসান হয়। 'ক্রোনোস' বা কালের দেবতা ভালবাসারে খাইলো।
কাল সবকিছুকে গ্রাস করে।