নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

মাজনুন

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

ছন্দ ও বিষাদ হয়ে অন্তরে থাকবো নিবিড়;
হিল্লোলিত তুমি দেখবে তোমার হৃদয়ে বাজছি আমি
ম্লান দিনে তোমার বিষাদের ভাষা সে-ও আমারই লেখা।

আমাকে এড়ানোর পাবে না পথ;
আমি তোমার কলবে নিয়েছি বাস।



১৯.০৩.১৭

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

অতঃপর হৃদয় বলেছেন: ভাল।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।

২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটা কবিতা পড়লাম।
ম্লান দিনে তোমার বিষাদের ভাষা সে-ও আমারই লেখা - বাহ, বেশ সুন্দর বলেছেন।
মাজনুন কথাটার একটা মানে আন্দাজ করতে পারলেও, সঠিক অর্থটা কী, তা বলে দিলে নিশ্চিত হতে পারতাম।
প্রথম প্লাস + + রেখে গেলাম।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০১

আফরোজা সোমা বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব প্রীত হলাম, খায়রুল আহসান। আশা করি, মাজনুন বলতে আপনি 'মজনু' বা 'প্রেমান্ধ উন্মাদ প্রায়' কথাটাই বুঝেছেন। যা মাজনু তাই মাজনুন। লায়লার প্রেমে যেমন মজনু হয় তেমনি খোদার প্রেমেও সুফীবাদে মজনুর ধারণা প্রচলিত। মাজনুন শব্দটা আরবী ওরিজিন থেকে এসেছে।

ভালো থাকবেন। শুভকামনা রইলো।

৩| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২

বাস্তবতার প্রতিচ্ছবি বলেছেন: হা হা হা হা

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

আফরোজা সোমা বলেছেন: হাসার হেতুটা বলেন, আমিও হাসিতে যোগ দিই।

৪| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

হাফিজ বিন শামসী বলেছেন:


আকারে ছোট হলেই যে ছোট হয় না কবিতাই তার প্রমাণ।


ভাল লাগা রইল কবিতায়। ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, শামসী। ভালো থাকবেন। অনেক শুভকামনা রইলো।

৫| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: !:#P !:#P !:#P

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩

আফরোজা সোমা বলেছেন: :)

৬| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.