![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত বিদীর্ণ করে কে যায়?
তার গায়ের গন্ধ চেনে হাওয়া,
ধরণী চেনে তার চলার ছন্দ,
আকাশ চেনে তার চোখের মণির রং।
এই গমন চাক্ষুসেই ঘটে, তবু তাকে
করতে পারে না বর্ণনা প্রত্যক্ষকারী।
গমনের বর্ণনায় সাক্ষ্যদানকারী
যতটা না করেন পুঙ্খানুপুঙ্খ দৃশ্য বর্ণণ,
তারচেয়ে বেশি তিনি হন দ্বিধান্বিত;
শুধু বলতে পারেন, তিনি দেখেছেন গমন।
গমন দৃশ্যে পরিপার্শ্ব সঙ্গীত হয়ে থাকে কুহুধ্বনি,
থাকে বসন্ত বউরির ধাতব স্বরের গান,
থাকে যে যায় তার বুকের অন্তিম ধুকপুক।
ধুকপুকের ভেতর এক কাতর বসন্ত,
বসন্ত বিদীর্ন করে কেউ যায়,
তার চলার দিকে চেয়ে আমরা শুনি ধুকপুক,
এর অধিক আর কিছু কেউ জানি না বর্ণনা।
০২.০৪.১৭
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২
আফরোজা সোমা বলেছেন: কবিতা পড়ে মন আরো বিষন্ন হওয়ায় দুঃখিত।
আপনার মন ভালো হয়ে ওঠুক। অনেক শুভকামনা।
২| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে বসন্ত বিদায়ের এই ক্ষণে ধুকপুক কাতরতা আরো বেড়ে গেল!
ধুকপুকের ভেতর এক কাতর বসন্ত
বসন্ত বিদীর্ন করে কেউ যায়
তার চলার দিকে চেয়ে আমরা শুনি ধুকপুক
এর অধিক আর কিছু কেউ জানি না বর্ণনা - চমৎকার বর্ণন, একেবারে মনের কথা।
কবিতায় ভাল লাগা + +
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১
ধ্রুবক আলো বলেছেন: খুব যে বুঝতে পেরেছি সেরকম নয়, তবে প্লাস+
কবিতা ভালো লেগেছে
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২০
আফরোজা সোমা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: বসন্ত বিদীর্ণ করে কে যায়?
যদি বলি বসন্ত বিদীর্ণ করতে কে আসে?
খান্ডবদাহন-বৈশাখ।
অনেক ভাল কবিতা।
কেমন আছেন?
শুভকামনা রইল।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১
আফরোজা সোমা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, বিজন রয়।
আমি ভালো আছি। আপনার জন্য অনেক শুভকামনা।
৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯
জুন বলেছেন: ভালোলাগলো আপনার কবিতা আফরোজা সোমা বরাবরের মতই ।
+
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, জুন। ভালো থাকবেন।
৬| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছে বসন্ত গমন। ভালো লাগায় শুভেচ্ছা রেখে গেলাম আপু।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, নয়ন। ভালো থাকবেন। অনেক শুভকামনা।
৭| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮
আহমেদ জী এস বলেছেন: আফরোজা সোমা ,
প্রথম লাইনটিই সুন্দর ।
বসন্ত বিদীর্ণ করেই তো খরদাহ গ্রীষ্ম আসে , পোড়ায় গতরখানি ...............।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস। ভালো থাকবেন।
৮| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩
অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার কবিতা। ++
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২১
সামিয়া বলেছেন: মন সকাল থেকেই বিসন্ন, কবিতা পড়ে আরও বিসন্ন হয়ে গেলো। ভালো লিখেছেন।