নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

শাওন-ঘোর

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৫

বৃষ্টির মধ্যে তুমি। একটা বিষণ্ণ কবুতর। ভিজছো। অন্তরে। বাইরে। একা। একাকী। একটা কবুতর।

তোমার জন্য বাজছে অর্কেস্ট্রা, বাতাসে। তোমার জন্য, দূরের গাছে সঙ্গী হয়ে বসে আছে একটা ভুবন চিল।

বৃষ্টিতে ধানমণ্ডি লেকে কাঁপছে পদ্মফুল। হাতে ধরে হাত। থর থর। অন্তরে। বাইরে। একা ও যৌথ। বৃষ্টির মধ্যে।

বৃষ্টিতে ঝিলের জলে রাজহাঁস। খেলছে, পাখনা খুলে। দোতলার জানলা দিয়ে তার দিকে তাকিয়ে খিল খিল হাসছে একটা শিশু। আধো-আধো বুলিতে সে বলছে, হাত.. হাত.. মা, হাত...

আমি। কবুতর। বৃষ্টির মধ্যে। অফিসের ল্যাপটপে ‘ফরমায়েস’ লিখতে গিয়ে লিখছি তোমাকে।

কেরাণী আজ ভরপুর কবি। তুমিই কারণ। অফিসে আসতে পথে কিনেছে সে জলে ভেজা বেলীর মালা। কিন্তু ফিরতে দেরী হলেও তাকে বকে দেবার কেউ নেই।


০৫.০৭.১৭

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন আপু কাব্যরসে। ভালো লাগলো। +++++

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

আফরোজা সোমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, নয়ন। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

২| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১

দলছুট শালিক বলেছেন: বৃষ্টির মধ্যে তুমি। একটা বিষণ্ণ কবুতর। ভিজছো। অন্তরে। বাইরে। একা। একাকী। একটা কবুতর। ............
বাহিরে অবিরাম বৃষ্টি, মনটা কেন জানি না, বিষন্ন, এটা আমার ছোট বেলা থেকে অভ্যাস, মুসলধারে বৃষ্টি নামলে আমার মন খারাপ থাকে, ঝলমলে রোদ্দুরে মনটা অনেক অনেক ভাল থাকে। আপনার কবিতার প্রথম লাইনটা অসাধারণ, পড়তে পড়তে কেন জানি ভিজে গেল মন। ভাল থাকবেন। শুভ কামনা।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৫

আফরোজা সোমা বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা, শালিক। ভালো থাকবেন।

৩| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৯

ঋতো আহমেদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভাল লাগল।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, ঋতো। ভালো থাকবেন। শুভকামনা।

৪| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর হয়েছে। আমার এখানেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দিনে এমন কবিতা মনকে হয়তো কিছুটা শান্ত করবে।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সোহেল। ভালো থাকবেন।

৫| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৮

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।

৬| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৭

নতুন নকিব বলেছেন:



দারুন বৃষ্টি বিলাস!

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

৭| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: আফরোজা সোমা ,




এই লাইনটি - ....তাকে বকে দেবার কেউ নেই। গভীর এক ভালোবাসার আদ্র বাতাসে ভিজিয়ে দিয়ে গেলো ।

এটাকে মনে হয় মুক্তগদ্য বলা চলে ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:১০

আফরোজা সোমা বলেছেন: :)

ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৮| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩০

আজীব ০০৭ বলেছেন: +++

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:১০

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

৯| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২০

মুশি-১৯৯৪ বলেছেন:
যেন বৃষ্টির জলে আপনার উপরকার আবারন ধুয়ে গেল। যেন সমস্ত কুয়াশা কুয়াশা কেটে গিয়ে আপনার বেদনা হঠাৎ প্রকাশিত হয়ে পড়ল।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:০৯

আফরোজা সোমা বলেছেন: হুমমম . . .

আপনি তো দেখছি অন্তর্যামী হয়ে উঠছেন হে...

১০| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অফিসের ল্যাপটপে ‘ফরমায়েস’ লিখতে গিয়ে লিখছি তোমাকে। সুন্দর।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:০৯

আফরোজা সোমা বলেছেন: :)

ভালো থাকবেন। অনেক শুভ কামনা।

১১| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

কানিজ ফাতেমা বলেছেন: লেখাটি তিনবার পড়লাম এবং প্রতিবার আগের বারের চেয়ে বেশী মুগ্ধ হয়েছি ।
আপু আপনি কি কোন বই লিখেছেন ?

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:০৭

আফরোজা সোমা বলেছেন: লেখাটি আপনার সত্যি ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে খুব, আপু। জ্বী। আমার কবিতার বই আছে।

ভালো থাকবেন। অনেক শুভকামনা।

১২| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭

কানিজ ফাতেমা বলেছেন: আপনার সেই কাবিতার বইটি পড়ার আগ্রহ বোধ করছি । কিভাবে পেতে পারি ?

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০১

আফরোজা সোমা বলেছেন: সম্ভবত পড়ুয়ায় থাকতে পারে। পড়ুয়া অনলাইনে বই পাঠায়। অর্ডার করে দেখতে পারেন। প্রথম বইটি বাজারে নেই। দ্বিতীয় ও তৃতীয়টি সম্ভবত আছে। দ্বিতীয় বই: হারমোনিকা। পাবলিশার: সংবেদ প্রকাশনী। প্রকাশকাল: ২০১৩। তৃতীয় বই: ডাহুক। প্রকাশক:: ভাষা প্রকাশ। প্রকাশকাল: ২০১৪।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


অসাধারণ কাব্যকনিকা....

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.