![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার একলা লাগে জানি;
তোমার মনের ভেতর
আরেকটা কার মন
বেঁধেছে বাড়ী?
তোমার হৃদয়ের চাবি তুমি
রেখেছো জমা সেই বাড়ীর
ভেতর থাকা এক লোহার সিন্দুকে!
হায়! কেন তুমি রেখেছো জমা
তোমার হৃদয়
পরগৃহের কঠিণ সিন্দুকে!
তোমার মন একটা সাঁকো; নড়বড়ে!
নড়বড়ে ভীষণ!
কী হবে! এখন হবে কী তোমার!
মাঝ রাতে গ্রামে ডাকবে শিয়াল
শহুরে বারান্দায় দেয়ালে বাড়ি খেয়ে
ফিরে যাবে রাত-প্রহরীর হাঁক;
টবে নি:শব্দে ফুটবে কাঁচামরিচের সাদা ফুল
রাতে প্রেমাচ্ছন্ন যুগলের বিছানায়
ঝরবে অলৌকিক ফুল
আর তুমি মাঝরাতে বারান্দায়-- একলা একলা লাগবে!
হায়! তোমার চাবি কেন রেখে ছিলে,
অন্যের গৃহে, সিন্দুকের ভেতর!
২০.০৮.১৭
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫
আফরোজা সোমা বলেছেন: জী, কথা ঠিক। কবিতা দিয়ে বনাক্রান্তের দুঃখ যাবে না। কিন্তু যার আর কিছু করার নেই কবিতা লিখে যদি তার ক্ষেদ কিছু মোচন হয় . . .
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে কোনো লাভ নেই বোন।
দরিদ্র মানুষ কবিতা দিয়ে কি করবে?
পানি বন্ধি মানূষ কবিতা দিয়ে কি করবে?