![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের কথা চেরি ফুল জানে। ব্যার্থ হতে-হতে যখন আমি সেঁধিয়ে গেছি মাটির ভেতর, তখন চেরিফুল আমাকে নিয়েছে বুকে তুলে।
ঝরে পড়া শিশিরের মতন মাটিতে আলগোছে লুটিয়ে পড়ে আমি মিশে যাবার পর মৃত্তিকা রস থেকে আমায় নিয়েছে টেনে চেরি ফুলের গোছা।
সেই গোছায় আমি হয়েছি লালিত-পালিত। চেরি ফুলের গুচ্ছ আমার মা। জগতের সকল চেরি আমার সহোদরা। চেরিদের বুক ভরা মায়া।
আমি তোমার ডরমিটরির মূল ফটকের গাছে দাঁড়িয়ে থাকা চেরি। তোমার গায়ের গন্ধে আমি পাই টের, ব্যার্থ প্রেমের ভার বইতে-বইতে নুয়ে গেছে তোমার কাঁধ; তুমি বয়ে বেড়াচ্ছো দীর্ঘশ্বাস।
আমার ভাষা তুমি বুঝবে না জানি। তবু, কানে-কানে বলে রাখি, ব্যার্থ প্রণয়ীরাই একদিন পৃথিবীতে গোলাপী আভার চেরী হয়ে যায়।
09. 01.18
১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো আপনার উপাখ্যান।
১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কথাগুলো গভীর থেকে বলা যার শুভ্রতা মোহিত করবে যেকোন পাঠককে।