নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

অধুনা পুরাণ

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২২

বেহুলা যাবে না বাপের বাড়ি, বিধবা বসনে;
সাপে কাটা দেহ নিয়া সে ভাসবে,
অকূল ভাসানে সে যাবে পরান সখারে নিয়া।

পথে ঝড় আসে, আসে প্রলোভন
বেহুলা তা পাড়ি দেয়, কলার ভেলায়।

বেহুলার শ্বশুড়ের সাথে মা মনসার কলহ-দেমাগ,
দেবীকূলের বিপরীতে একাকী নারীর অশেষ লড়াই
এইসব মিথ বটে, হাহ! আপনার কাছে।

আমি বুড়ো, ঘাটায় গেলো কয়েক শতক
দেখি আজো মনসার ক্রোধে পড়ে
নবরূপে চাঁদ বণিকের তরী ডুবে যায়।

গুরুজনেরা গেছেন বলে, দেবী পক্ষ যখন চলে
বাদ-প্রতিবাদ কোনো থাকে না সংসারে।

হায়! দেবী পক্ষ আসে নেমে মানচিত্র জুড়ে;

দিব না দিব না পূজা তোমারে, হে মনসা আমি
যতো পারো নীপিড়ন করো আমারে--
এই কথা তাই আর শুনি না সুশীলের মুখে?

দিবে না তোমারে পূজা বলে করো এত নিপীড়ন!
বাসর ঘরে বেহুলারে করো তুমি বিধবা এমন!
চাই না এমন ক্রর দেবী,
না পূজিব তোমারে আর
ক্রোধ ভরে এই কথা আজো তাই বলে না মানুষ।

হায়! অধুনা পুরাণে তাই
লখাই মরে, বেহুলা বিধবা হয়।

২১ জুলাই ২০১৮

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

ফেনা বলেছেন: কবিতা অনেক ভাল হয়েছে।

২| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার কাব্য!

৩| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চমৎকার কবিতা। ++

৪| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খারাপ লাগে নাই।

৫| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

এখওয়ানআখী বলেছেন: সুশীলেরা বড়ই সুশীল। তাই দেবী তাদের বাঁশ দিলেও তারা পূজা ছাড়েনা। অধুনা পুরাণের জন্য ধন্যবাদ

৬| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল প্রানবন্ত কবিতা।

৭| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতা মোটামুটি চলে। তবে, বেহুলা কাহিনী আমাকে দু:খ দেয় সব সময়; বাংলার মেয়েদের জীবন সব সময় বেহুলার কাছাকাছি।

অন্যের লেখা পড়বেন, তাতে ব্লগারদের বুঝতে পারবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.