নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

দিন বদল অথবা অঙ্কের ফাঁকা বুলি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

অঙ্কের হিসেব মিথ্যে নয়। কিন্তু মিথ্যে না হলেই, সব সত্য সবার জন্য সমানভাবে সত্য নয়।

সত্যেরও থাকে নানান পারস্পেক্টিভ।

কে কোন কোণ থেকে দেখছে সেটি খুব গুরুত্বপূর্ণ। রশোমন সিনেমায় সত্যের নানান বয়ান নিয়ে কুরোসাওয়া দারুণ ডিল করেছেন।

অঙ্কের হিসেবে, এই ঢাকায় কোটি টাকার উপরে দামী গাড়ি হাঁকিয়ে বেড়ান যে শিল্পপতি তার মাথাপিছু আয় আর আমার মতন কেরাণীদেরকে পিঠে বয়ে নিয়ে যায় যে রিকশা চালক তার মাথাপিছু আয় সমান।

অর্থাৎ শিল্পপতি, কেরাণী ও মুটে বওয়া দিনমজুর সকলে সমান। সমানে সমান।

[link|https://bangla.bdnews24.com/economy/article1541071.bdnews|চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ৭.৮৬%, মাথাপিছু আয় ১৭৫১ ডলার

কিন্তু সব সমান যে সমান নয়, কেউ কেউ যে সমানের মধ্যেও বেশি সেই কথা শুনিয়েছেন জর্জ ওরওয়েল।

মানে ডিভাইডেশানটা আছে। কিন্তু এই ফারাকটা কেমন? কত বিস্তর?

সেই বিস্তরের গল্প বলতে গিয়ে এটিকে 'গ্রেট ডিভাইড' হিসেবেই দেখেছেন জোসেফ স্টিগলিথ্স।

ব্যক্তি স্টিগলিথ্সও হয়তো বিতর্কের উর্ধে নন। নোবেল পাওয়ার আগে তিনি এক রকম সত্যের পক্ষে কথা বলতেন। কিন্তু মানুষের জীবন ও চিন্তায়ই বদল আসে।

স্টিগলিথ্সের বোধেও এসেছে। সেই বদল থেকেই তিনি সত্যকে অন্য আরেকটা এঙ্গেল থেকে দেখতে শুরু করেন। দেখার এঙ্গেল বদলে যাওয়ার কারনেই তার সত্যও বদলে গেছে। তাই, গণিতের মারপ্যাঁচে নির্মিত সমানে-সমান-এর সত্যের ভেতরে এখন তিনি ফারাক আর ফাঁকি দেখতে পান।

আমি নগন্য জীব। তবে, এইটুকু বোধ করি কেরাণী আর কেরাণীর প্রতিপালকের মাথাপিছু আয় সমান নয়; সমান নয় তাদের জীবন মান ।

দিন আসুক, অঙ্কের ফাঁকা বুলি থেকে মানুষের মুক্তি মিলুক।

দিন আসুক, কলম পিষে মরা কেরাণীও উইকেন্ডে বেড়াতে যাবার প্ল্যান করার বাস্তবতা হোক।

দিন আসুক, মজুরের দিন বদলাক। শিক্ষা-চিকিৎসা ও বিনোদনে তাদেরো সুযোগ নিশ্চিত হোক।

দিন আসুক, এইদেশের ট্রাকড্রাইভারও একদিন জেমস কেমেরুনের মতন পরিচালক হবার স্বপ্ন দেখুক।

নইলে দিন বদলের স্লোগানগুলো অঙ্কের মতন ফাঁকা বুলি হয়েই থাকবে।

১৯।০৯/১৮

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কলম পিষে মরা কেরাণীও উইকেন্ডে বেড়াতে যাবার প্ল্যান করার বাস্তবতা হোক।
এখন কিন্তু ছুটির দিনে কোন বিনোদন স্হান ফাঁকা থাকে না ।
হয়ত আরও মানুষের জীবন ও চিন্তার বদল আসবে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মানুষের মনে আরও মননশীলতা আসুক

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ফাঁকা বুলি X((

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২

করুণাধারা বলেছেন: চমৎকার লিখেছেন! লাইক।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: আগাছা এমনিই বাড়ে নার্সিং করতে হয় না। তারপর যদি নার্সিং পায় তো কথায়ই নেই। ফসল খুঁজে পেতে কষ্ট হবে এটাই সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.