নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

বিপ্রতীপ

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

সাগরমুখো রুম পাবার জন্য আমার বরাবরই একটা কাঙালপনা থাকে। যতবার কক্সবাজার গিয়েছি, খুঁজে-টুজে আমি একটা সাগরমুখো রুম পেতে চেষ্টা করেছি।

প্রথমবার যখন কলম্বো এসেছিলাম তখন মা প্রকৃতির দানেই বুঝি এমন একটা রুম মিলেছিল যেটি সাগরমুখো না হলেও, জানালা খুলে দিলেই সাগর দেখা যায় আর ঢেউয়ের শব্দে ঘরের ভেতর সাগর নেমে আসে।

এবার যখন রাবনের দেশে এলাম তখনো, সাগর দেবতার ভক্ত বলেই হয়তো, কী করে যেনো আমার কপালে একটা সাগরমুখো রুম জুটে গেলো।

স্বীকার করতে দ্বিধা নেই, সাগরমুখো রুম পেয়ে আমার যা সুখ লেগেছিল!

তো, আমি যে কাজে এসেছি সেই কাজে এই লংকায় দক্ষিণ এশিয়ার আরো অন্যান্য দেশ থেকেও অতিথিরা এসেছেন। চা বিরতির ফাঁকে আলাপ হচ্ছিলো মালদ্বীপ থেকে আসা গোল-গোল ডাগরচোখের কন্যার সাথে।

নানা কথার ফাঁকে কোন কথা থেকে কোন কথায় আমি বল্লাম, কলম্বো আমার এতো ভালো লেগেছে! সাগরের শব্দ শুনতে, সমুদ্রের পাড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আমার কী যে ভালো লাগে!

তিনি বড় নিরস বদনে উত্তরে জানালেন, কলম্বোর সাগর তার মোটেই ভালো লাগে না। দেখতে একদমই সুন্দর না। বরং তাদের দেশের সাগরের নীল জলরাশির তুলনায় এই জল ঘোলা, অসুন্দর।

এইসব বলে তিনি আমাকে তার মোবাইল থেকে তার দৈনন্দিন জীবনের ফাঁকে ধরা কয়েকটা ছবি দেখালেন। নীলজলরাশি!
নীল। উপচে পড়া নীল! মায়াবী নীল!

এই নীল দেখাতে দেখাতে সাগর কন্যা বললেন, দেখুন! এই নীল দেখে কারো আর কলম্বোর এমন তীর ছাড়া ঘোলাজলের সাগর দেখতে ভালো লাগে!

তারপর স্বগতোক্তির মতন বললেন, তবু কলম্বো এসে মানুষ কেন যে সি-সাইড রুম নিতে চায় আমি একদম বুঝি না! আমি এমন একটা রুম নিয়েছি যেখান থেকে সিটি ভিউ ভালো পাওয়া যায়। আমাদের দেশে মানুষ খুবই কম। আমি যে দ্বীপে থাকি সেই দ্বীপে মানুষ আরো কম। তাই, আমার মানুষ দেখতে ভালো লাগে।

এইসব বলতে বলতে আমরা আবার অন্য কথায় চলে গেলাম।

কিন্তু আমার ভেতর গুমরে গুমরে উঠলো তার সিটিভিউ। আমার ভেতর গুমরে গুমরে উঠলো সাগর তীরে ঢেউ ভেঙার কলরোল।

২৭ জুলাই। শুক্রবার। ২০১৮


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: I shall go to her, but she shall not return to me .

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১

আফরোজা সোমা বলেছেন: :)

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব সুন্দর কিছু সবসময় দেখলে, তুলনামূলক কম সুন্দর কিছু দেখবার আগ্রহ কমে যায়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

আফরোজা সোমা বলেছেন: জী। আসলেই তাই।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

সনেট কবি বলেছেন: পড়লাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:

সুখপাঠ্য হয়েছে কাব্য।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

মেহেদী হাসান হাসিব বলেছেন: সাগরের প্রতি আপনারা আলাদা অনুরাগ কাজ করে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

আফরোজা সোমা বলেছেন: করে বোধ হয়।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

অভিশপ্ত জাহাজী বলেছেন: ভালো লেগেছে।
সাগরের জল ঘোলা হলেও তো সে সাগর, তার বাঁধ ভাঙা ঢেউ এর শব্দ তো একই,এইবার যেই সাগরই হউক না কেণো। রাতের বেলা তো কে কত ঘোলা বুঝার উপায় নেই।তবে বর্তমানকে উপভোগ করাই যে পর্যটক এর উদ্দেশ্য।
আর মানুষ ভালো লাগে তবে তিনি ঢাকা কেন আসেন না তা কি বলেছেন ?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

আফরোজা সোমা বলেছেন: ঢাকায় আসার উনার কোনো প্রাসঙ্গিকতা তৈরি হয়নি।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

জাহিদ অনিক বলেছেন: চমৎকার !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

তারেক সিফাত বলেছেন: শ্রীলঙ্কা নিয়ে লিখাগুলি বেশ ভালো লেগেছে। সম্ভবত তিনটি পর্বই লিখেছেন সামুতে। আরো একটা লিখা পড়লাম আপ্নার ফেসবুক টাইমলাইনে। 'কারি পাতা, কারি পাতা' শিরোনামের লিখাটাও ভাল লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সিফাত! আমি এখনই সামুতে 'কারিপাতা কারিপাতা' লেখাটা আপ করছিলাম! ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.