![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রুমে হাজার হাজার GRE Preparation এর বই। কত আর দেখে দেখে চোখ সরিয়ে নেয়া যায়। ভুল করেই বোধহয় একটা উঠিয়ে নিয়েছিলাম।
Unit -01, Abase- হেয় করা, humiliate. ভাল কথা। মুখস্ত! Abash- লজ্জায় ফেলা, embarrass. এইটাও মুখস্ত হয়ে গেল! কিছুদুর যাওয়ার পর দেখি মনে নাই। কি আর করা ,এইভাবে হবে না, ডালভাত পদ্ধতি (!) অবলম্বন করতে হবে। আবার শুরু, Abase- ছোট বাঁশ (যেহেতু বাঁশ বাঁশ উচ্চারণ পুরা আসতেছে না), হেয় করা, humiliate. Abash- বড় বাঁশ ( এবার পুরাই বাঁশ বাঁশ ), লজ্জায় ফেলা, embarrass. এইভাবে কয়েকটা পড়ার পর মনে হল, রোম একদিনে তৈরী হয়নি!! বই বন্ধ। সন্ধ্যায় আযাচিত ভাবেই যখন GRE এর কথা মনে পড়ল, তখন দেখি আমার স্মৃতি বলতেছে,
Abase- ছোট বাঁশ। Abash- বড় বাঁশ।
আশ্চর্য!!
©somewhere in net ltd.