![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ
সচারচর ধারনা করা হয় "মন " এর অস্তিত্ব আছে বলেই আমরা মানুষ । মন বলতে ফুসফুস কিংবা হৃদ যন্ত্রের কোন অংশকেই বুঝি আমরা অনেকে । কিন্তু আসলেই কি তাই ? উহুম হৃদয় মন হাবি যাবি যা দ্বারা আমরা ভিন্ন অনুভুতি প্রকাশক যন্ত্রকে বুঝাতে চাই তা সবই আসলে আমাদের মষতিষ্কের নিউরণের মধ্যই বিরাজমান । অনেক কবি লেখক এই মনকে নিয়ে অনেক কবিতা গল্প লিখে উজার করে দিয়েছেন । অনেক নায়ক নায়িকা হয়েছেন হিট অনেকে আবার সুপার হিট । যাই হোক আমি ঐদিকে আর যাচ্ছিনা ... আমি আজ এই মনের দেশেরই কিছু নাগরিক দের নিয়ে একটা গল্প বলব ভাবছি । কি এখনি বোরড ? কিছু করার নাই গল্পটা লিখবই ... সেই নাগরিকদের কথা আজ আমি বলবোই ...
মন আছে কি নাই সেটা নিয়ে কোন মাথা ব্যাথা নাই ঐ নাগরিকদের । তারা জানে তাদের পরিবার আছে ... আছে সবার একটি করে পেট এবং যেভাবেই হোক দিন শেষে সেই পেট কে তাদের ভরাতেই হবে ... রোদ কিংবা বৃষ্টি কিছুতেই তাদের কিছু যায় আসেনা । মন খারাপ করার মতো সময় ও তদের নাই । তারা শুধু জানে তাদের আছে পেট এবং উদরপূর্তি তাদের করতেই হবে ... হুম ঠিক ধরেছেন তারা শ্রমিক । হুম ঠিক বলেছেন তারা পুতুল ই ... গার্মেন্টস শ্রমিক হোক কিংবা যে শ্রমিক ই হোক তারা পুতুল । তবে তাদের আছে পেট এবং সে পেট ভরতেই হবে । তারা সারাদিন কাজ করে মাঝে মাঝে মরে যায় । তাদের লাশ নিয়েও শুরু হয় রাজনীতি । তাতে তাদের কি ? তারা হলো শ্রমিক । তাদের পরিবার আছে এবং আছে তাদের পেট । সেই পেট ভরতেই হবে । তাদের অকালে মৃত্যু হয় । তাদের ছেলে মেয়েরা রাস্তায় বসে কান্না করে । আকুতি জানায় বাবা মা কে ফিরে পাওয়ার । কিন্তু তাতে কি ?? তারা শ্রমিক ... তাদের শুধু একটাই স্বপ্ন ... ভরাতে হবে পেট ।
কিন্তু হায় ! তাদের সেই পেট কখোনই ভরেনা । মানুষের ঘরে যখন প্লেটে পরে থাকে দামী দামী উচ্ছিস্তাংশ ... সেখানে তাদের প্লেট এ থাকে না পেট ভরানোর মত কিছু খাবার । তাতে কি !! তারাতো শ্রমিক । তাদের শ্রমে আমাদের বিলাসিতা । মন নিয়ে যুদ্ধ করার সময় আমরা পাই । কিন্তু তাদের মন পেট এই পরে থাকে ।হুম তারা পুতুল ...তবে তাদের আছে পেট । স্বপ্ন তাদের সেই পেট ভরতেই হবে । মন নগরের পুতুল
২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৩
আফতাব আরিফ অবচেতন বলেছেন: হুম বল্লামতো । এটাই ধারনা
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: "মন " এর অস্তিত্ব আছে বলেই আমরা মানুষ