নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনো অবচেতন ।

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।

আফতাব আরিফ অবচেতন

www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ

আফতাব আরিফ অবচেতন › বিস্তারিত পোস্টঃ

সমাজ । (আমরা অনেক মহান !)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮

কি মন খারাপ? কেউ কথা রাখে না তাইনা? আপনি ছাড়া পৃথিবীতে সবাই খুব খারাপ? খুবই অভাগা আপনি তাইনা ? সব কিছু পেইন ? পলিটিক্স খুব খারাপ... ইশ দেশটা একেবারে গোল্লায় গেল তাইনা ?? আপনি এক্স করলা তে চড়েন আর মার্সেডিজ নাই বলে অনেক আফসোস করেন তাইনা ? আপনি সবার অনেক ভালো করতে চান তাইনা ? হুম আমি জানি আপনি অনেক মহান। আমি দেখেছি আপনাকে ঐদিন ঐ যে প্রেমিকার সাথে কোথায় যেন ঘুরতে গেলন না ? সেদিন ... ঐ যে একটা কালো পিচ্চি ছেলে আপনার গার্ল ফ্রেন্ড এর ওড়না ধরে টানছিল ? আপনার ইচ্ছে হচ্ছিল একটা থাপ্পর দিতে ? পরে প্রেমিকার মুখ চেয়ে একটা দশ টাকার নোট দিয়ে দিলেন ? হুম আপনি অনেক মহান ... আপনার ঐ দশ টাকার নোট দিয়ে ছেলেটা একটা গাড়ী কিনবে ... মা বাবা কেও ফিরে পাবে আর এতিম থাকবে না ছেলেটা...ভিক্ষা করবেনা ... ডেইলী kfc or well-food এ খাবে... আপনি সত্যি অনেক মহান এই জন্যই তো তখন গর্বে আপনার বুক ফুলে গিয়েছিল আর আপনার প্রেমিকার মুখে ছিল উজ্জ্বল গৌরবময় হাসি তার প্রেমিক এতো মহান! সে নিজেও অনেক মহান! আজকে রিকশাওয়ালা কে দুই!!! টাকা বেশি দিয়েছিল মহান এই মেয়ে। ঐ দুই টাকা দিয়ে রিকশাওয়ালা স্বপরিবারে দুই বেলা আমিষ জাতীয় খাবার তো খাবেনই সাথে ব্যাঙ্কেও কিছু জমা রাখবেন । তার ছেলেকে আই-ফোন কিনে দিবেন । তার ছেলেকে পড়াবেন প্রাইভেট ইউনিভার্সিটিতে । গরম তার ছেলে একদম সহ্য করতে পারেনা তাই এসি রূম এ বসে ক্লাশ না করলেই না!!

যাই হোক যা বলছিলাম... এই প্রেমিক প্রেমিকারা তথা এ যুগের তরূন তরূনীরা অনেক মহান।ইতিহাসে নাম লেখা থাকবে তাদের ...অনেক কিছু দিয়েছেন তারা পৃথিবীকে । বাকি সবাই খুব খারাপ ... এত্তো গুলো পচা ।



তবে কেন জানি লজ্জা লাগছে এই লেখাটা লিখে । আমিও যে তরূন । :|

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪

আমি ব্লগার হইছি! বলেছেন: কোন ব্যাপার না।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

আফতাব আরিফ অবচেতন বলেছেন: (

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.