নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনো অবচেতন ।

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।

আফতাব আরিফ অবচেতন

www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ

আফতাব আরিফ অবচেতন › বিস্তারিত পোস্টঃ

আমার আকাশে উড়া

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

আজকে আমার জীবনের সেরা এবং খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটলো আমার সাথে ।বিষয় টা না জানলে না পড়লে আপনারা পস্তাবেন , না বললে আমার আফসোস থাকবে তাই বলেই ফেলি ।

আজকের আবহাওয়াটা সুন্দর , মেঘলা আকাশ , ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে , হচ্ছে না এমন অবস্থা । ভাবলাম ছাদে যাই , গেলাম ও । আর সেখানেই ঘটনার শুরু । ছাদের হাল্কা বাতাসে মন ভরে যাচ্ছিল , হঠাত খেয়াল করলাম দূরে এক ঝাক পাখি উড়ে যাচ্ছে । খুবই আফসোস লাগলো আমরা মানুষরা উড়তে পারি না । ভাবতে ভাবতে মনের অজান্তেই উড়ার চেষ্টায় একটা লাফ দিয়ে ফেলি হাত উচিয়ে । এবং একি!!! আমি উড়তে পারছি !! প্রথমে ঘটনাটা বুঝে উঠতে পারছিলাম না!! আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যে উড়তে সক্ষম হলো ! এই ঘটনা কাকে আগে বলবো কিভাবে বলবো এসব ভেবেই মাথা খারাপ অবস্থা । আমাকে নিয়ে পুরো পৃথিবীতে হৈ চৈ বেধে যাবে!! বিজ্ঞানীরা আবার কাটা কাটি শুরু করে কিনা সেটা নিয়ে কিঞ্চিত ভয় ও ছিল । উড়ে কোথায় যাওয়া যায় আগে সেটা ভাবছিলাম হঠাত বৃষ্টি গায়ে পরলো , ভাবলাম মেঘের কাছে যাওয়া যাক যে কথা সেই কাজ , উঠে চলে গেলাম । আমি তখন মেঘের উপরে , আমার গায়ে কোন বৃষ্টি পরছে না আর ।কারন মেঘ ভেঙ্গে পড়া বৃষ্টি সব অভিকর্ষের প্রভাবে পৃথিবীতে যাচ্ছে আমি তো মেঘ গুলোর উপরে ভাসছি । দেখছি পৃথিবীর গায়ে বৃষ্টি পরা । বাহ কি সুন্দর! অসহ্য সুন্দর সব কিছু ।অনেক বাতাস এখানে খুবি ভালো লাগছিলো । দূরে বিজলী চমকালো আমি ভয়ে কেঁপে উঠলাম । ভাবলাম দেখি আর কতো উপরে উড়া যায় । ওমা একি! উড়তে উড়তে এক পর্যায়ে আমি বায়ুমন্ডল ভেদ করে পৃথিবীরও বাইরে চলে গেলাম ! পাখিরা উড়ে বাতাসে ভর করে !! কিন্তু বাতাস ছাড়া অদ্ভুত উপায়ে উড়ছি আমি!! কোন প্রকার মহাকর্ষ কাজ করছে না আমার উপর! আজব তো উলটো আমার থেকে আকর্ষন শক্তি মতো কিছু বের হচ্ছে হয়তো যেখানে ইচ্ছে সেখানে যেতে পারছি ।কত সুন্দর সব রঙ এখানে । অদ্ভুত! একটা রঙ ও আমি চিনি না ! আমি ছুটতে থাকি! হঠাত বুঝলাম পৃথিবীর অবস্থান আমি হারিয়ে ফেলেছি । আমি আর ফিরে যেতে পারবো কিনা বুঝতে পারছিলাম না । ভাবলাম উড়তে না জানলেই ভালো হতো এভাবে হারিয়ে যেতাম না । এভাবে কতক্ষন ছুটে চলেছি ঠিক জানি না কিন্তু যেতে যেতে একটা গ্রহের মত কি চোখে পড়লো । ওখানে গেলাম , একদম কাছে যাওয়ার পর দেখলাম সাদা জামা পড়া কেউ একজন দাঁড়িয়ে আছে ।আলো মত কি যেন বের হচ্ছে তার শরীর থেকে । কাছে যেতেই দেখি চারপাশে কেমন যেন খাঁচা ধরনের কিছু । মানুষ টা বন্দী । মানুষ বলা ঠিক হচ্ছে না । যেহেতু অন্য গ্রহের সেহেতু এলিয়েন বলা উচিত । আরেকটু কাছ যেতে দেখি অদ্ভুত সুন্দর এক এলিয়েন । পুরো মানুষের মত দেখতে । শকুন্তলা , বনলতা সেন , কিংবা হৈমন্তীদের আমি দেখিনি । এদের লেখকরাও দেখেনি । সবই কল্পনা । এরকম কল্পনার মতই সুন্দর এলিয়েন টা ।অদ্ভুত সুন্দর তার চোখ , চোখের মণির রঙ টা চিনলাম না যদিও । তবে চোখের ভাষায় অদ্ভুত মায়া ছিল । আমার মাঝে স্বভাবসুলভ ভাবেই হিরো গিরি বশ করলো ভাবলাম উদ্ধার করবো এই এলিয়েনকে এই বন্দী দশা থেকে । খাঁচা তে হাত দিতেই ওমা একি! আমার পায়ের তলায় কিছু নেই গ্রহ টা কোথায় উধাও হয়ে গেল! আমি নিচের দিকে ধাবিত হচ্ছি ,! আর উড়ার ক্ষমতাও নাই! কোন আকর্ষন শক্তিও নাই নিজের । চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে !! আমি কোন মহাকর্ষ শক্তি বলে এতো দূরে কোথায় যাচ্ছি ? কিছুই বুঝে উঠতে পারছিলাম না।দম বন্ধ হয়ে আসছিল। অক্সিজেনের অভাব তখনই প্রথম বুঝতে শুরু করলাম!

ধপ! করে শব্দ হলো! একি আমি আমার বিছানার পাশে ফ্লোরে পরে আছি ! এই মাত্র পরলাম । সন্ধ্যা হয়ে গেছে , সব আস্তে আস্তে মনে পড়ছে ছাদে যাওয়ার আগে একটু বিছানায় বিশ্রাম নিতে গেলাম । তারপর ....



বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর.. B-)

রি পোস্ট দিলাম তাই একটা লাইন বেশি কপি হইলো B-):):D

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ মজার এক সাইফাই চিন্তা!!! কাল্পলিক স্বপ্ন।
এই থীম নিয়ে একটা সুন্দর গল্প লিখে ফেলা যেতে পারে।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১০

আফতাব আরিফ অবচেতন বলেছেন: প্রশংসা না নিন্দা কি করলেন জানি না । তাও ধন্যবাদ :)

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০২

দি সুফি বলেছেন: ভাগ্যিস ছাদে গিয়ে ঘুমিয়ে পরেন নি! B-)) B-))

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

আফতাব আরিফ অবচেতন বলেছেন: হা হা হা ঘুমাবো একদিন

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

আফতাব আরিফ অবচেতন বলেছেন: হা হা হা ঘুমাবো একদিন

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বেশ মজার,,,,,,,,,,,,,,

@ দি সুফি বলেছেন: ভাগ্যিস ছাদে গিয়ে ঘুমিয়ে পরেন নি!

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

আফতাব আরিফ অবচেতন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.