![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ
আজকে অনেক খুশি খুশি লাগতেসে ।এই খুশির কোন বিশেষ কারণ খুঁজে না পাওয়ায় হাসিও আসতেছে..হেসেও দিসি.. আসে পাশে লোকাল বাসের লোকজন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমার হাসির কারন খুঁজলো... তাদেরও কিছু বিনোদন প্রয়োজন । জানি না তারা কে কি কারণ খুঁজে পেলো তবে দু এক জন কে দেখলাম মুচকি মুচকি হাসতেসে ।
আমি কি পুরোপুরি পাগল হয়ে গেছি ? জানি না তবে এটা যদি পাগলামী হয় তবে আমার এইম ইন লাইফ আজকে থেকে পরিবর্তন হয়ে গেছে । আমি হতে চাই পৃথিবীর সবচেয়ে বড় পাগল । কারন এই খুশি , মহা খুশির অনুভূতি গুলো একটু ছড়াতেই আরও হাজার গুন বেশি হয়ে ফিরে আসতেসে নিজের কাছেই । সুস্থ থাকার চেয়ে এমন পাগল হওয়া অনেক ভালো ।
আশা করি সবাই এরকম খুশি আনন্দের সন্ধান পেয়ে যাবে । পাগল হবে পুরো জাতি , সমগ্র পৃথিবী । মানসিক হাসপাতালে থাকবে সুস্থ রা । আর আমরা পাগলরা ঘুড়বো উন্মক্ত ।
জয় হোক পাগলামীর । নিপাত যাক দূষিত সুস্থতা ।
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
আফতাব আরিফ অবচেতন বলেছেন: বিপদ এর আর বাকি আছে কি ভাই আমাদের দেশে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩
বোধহীন স্বপ্ন বলেছেন: আমাদের এক কলেজ টিচার একবার আশির্বাদ করেছিলেন 'তোমরা অনেক বড় পাগল হবা'। যদিও অন্য অর্থে, তবে আপনার ভাবনাটাও ভালো । তবে অকারণে হাসি লোকে টের পাইলে কিন্তু বিপদও আছে ।