নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনো অবচেতন ।

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।

আফতাব আরিফ অবচেতন

www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ

আফতাব আরিফ অবচেতন › বিস্তারিত পোস্টঃ

অক্ষর গুলোর স্বপ্ন

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

যে কেউই ইচ্ছে করলে লেখা-লেখি করতে পারে। কিন্তু সবার সেই ইচ্ছে টা থাকে না। আধুনিক যুগে অনেকের কাছেই এটা বোরিং । কিন্তু এটা সত্যি যে তারা চাইলেই ভালো লেখক হতে পারে।কিন্তু ভালো লেখক আর জনপ্রিয় লেখক এই দুইয়ের মাঝে পার্থক্য আছে । অনেক ভালো লেখক আছেন যারা সস্তা জনপ্রিয়তার ধার ধারেননি তবুও ভাগ্য বলে অনেক জনপ্রিয় হয়েছেন । তবে সবাই কিন্তু না।অনেকে অজানা রয়ে গেছেন । এক সময় হারিয়ে গেছেন ।

আবার অনেক বস্তা পচা লেখক ও অনেক জনপ্রিয় হতে পারেন । বিশেষ করে ফেইসবুকে কিংবা ব্লগে তার যথেষ্ট সুযোগ আছে । জনপ্রিয় কারো দু একদিন পা টিপে দিলেই কিংবা অন্য কোন উপায়ে সহজেই তার ঘাড়ে উঠে জনপ্রিয় হওয়া যায় এবং এটা খুব দ্রুত প্রক্রিয়া । তবে অনেকেই এই চামচামি টা পছন্দ করে না। আমি তো একদম ই না । কাউকে তেল মারা , কিংবা এ জাতীয় কিছুতে আমি কখনোই দক্ষ হতে পারিনি ।হতে চাই ও নি ।

আমি বলছি না আমি খুব ভালো লেখক । আমি জানি শিল্প গুনে যথেষ্ঠ অভাব আছে আমার লেখায়।এবং খুবই অনিয়মিত ভাবে লিখি আমি যা জনপ্রিয় হওয়ার অন্তরায়। মাঝে মাঝে অনেক কিছু লিখতে ইচ্ছে হয় । কিন্তু তখন মাথায় নির্দিষ্ট কিছুই থাকে না। অনেক সময় হালকা স্বপ্নে হালকা জাগরনে মজার কোন কিছু লেখার থিম মনে পরে যায় কিন্তু লিখবো লিখবো করে কখনোই লেখা হয় না।ঘুম থেকে লাফিয়ে উঠে দেখি হয় কারেন্ট নায় । আর না হয় নেট এ এমবি নেই। লেখার পাঠক ও খুব কম আমার। চার পাশে কয়েকজন মানুষ মাঝে মাঝে পড়ে এবং কেউ কেউ উপহাস আবার মাঝে মাঝে কেউ কেউ প্রসংশাও করে। ঐ টাই আমার পারিশ্রমিক । আমি শুধু তাদের আনন্দ টা দিতে চাই । তবে সবাই তা ধরতে পারে না নিতে পারে না।

হয়তো একদিন ব্যস্ততা কিংবা চির বিরাম নিয়ে হারিয়ে যাবো চেনা কোন অজানায়। কিন্তু আমার চাওয়া শুধু এইটুকুই ছিল যে সবাই মনে রাখুক আমি ছিলাম । জনপ্রিয় হয়ে বাহবা শুণার কোন ইচ্ছা আমার নাই । ইচ্ছে শুধু আমার কিছু কিছু লেখা আছে যা সবাই পড়ুক । মনে রাখুক আমি লিখেছিলাম ।

কিন্তু আজকে হঠাত করে মনে হলো কি দরকার ?? আমার মৃত্যুর পর আমার ছবি নিয়ে যদি কেউ পূজাও করে তাতে আমার ঐ পঁচে যাওয়া লাশ টার কি যায় আসবে ?? কিচ্ছু যায় আসবে না । যা করার যা পাওয়ার আমি জীবিত অবস্থাতেই পেতে চাই । কিন্তু তাই বলে কারো তোষামোদ ও আমি করতে পারবো না। তাহলে কি হবে আমার পরিণতি ?? সেটা আমি নিজেও জানি না। কেউ জানে না । থাকুক তাহলে কিছু লেখা বিরক্তির কারন হয়ে তার লেখকের মত । পরে থাক ফেইসবুক নোট গুলো অদেখায় ।

সাধারন কিছু মানুষের সাধারন লেখা গুলো অসাধারন হওয়ার সাহস হয়তো পাবে কোন দিন হয়তো পাবে না। তবে অক্ষর গুলো স্বপ্ন দেখে যাবে এটুকুই বিশ্বাসের সাথে বলে গেলাম।:)

অক্ষর গুলো স্বপ্ন দেখে যাবে ..... :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.