![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ
"একটু!"
এই একটু শব্দটা যে কত বেশি প্রভাব ফেলেছে আমাদের জীবনে তা কখনো ভেবে দেখেছেন কেউ ? একটুখানি শীতের রাতে ভরাপেটে টুথপিক হাতে একটু একটু করে সব সুখ দুঃখের কথা জানাতে বসলাম আজ ।
একটু একটু করে অনেকের উপর অনেক ভালো লাগা সৃস্টি হয় ঘাসের উপর জমা বিন্দু বিন্দু শিশিরের মতো । আবার সেই একটু একটু করেই জীবনান্দের ভাষ্যমতে সেই ভালবাসা মুছে যায় ধীরে ।
একটু একটু দূরে যেতে যেতে ভালবাসার মানুষ টা কখন যে অনেক দূরের ঝাপসা অতীতের মতো হয়ে গেছে কেউ টের পায় না ।আহা ঝাপসা কিন্তু অনেক ভালবাসার সেই অতীত ।
একটু একটু করে অভিমানের পাহাড় যে কখন হিমালয়কে ছাড়িয়ে গেছে তা কি ভেবে দেখছেন কেউ ? একটু হারাতে গিয়ে কখন যে পুরোটাই হারিয়ে যায় তা কি বুঝেছেন আজো ?
একটু কম নাম্বারের জন্য অনেকে হয়তো পায়না অনেক ভাল রেসাল্ট , অনেকে একটুর জন্য চান্স পায়না কোন স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে!
একটু একটূ করে স্বপ্ন গুলো যখন কাচের টুকরার মত ভাংতে ভাংতে কখন যে খালি একটুখানিই বাকি রয়ে গেছে তা খেয়াল করেছেন ? সেই কাচের টুকরো গুলো হৃদয়ে বিধলে চোখ দিয়ে গোপনে অশ্রু নামে সাদা হৃদয়ের রক্ত বের হওয়া দেখেছেন কখনো ?
একটুখানি বিরক্তি নিয়ে যখন এই লেখা পড়ছেন এই ভার্চুয়াল কারাগারে বসে , তখন কি একটু খানিও ভেবেছেন আমাদের একটু খানি স্বধীনতার কথা ? যে একটু খানি স্বাধীনতার জন্য আমরা অনেক খানি ত্যাগ স্বীকার করেছি তা অনেকের একটুখানি লোভের জন্য আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা কি একটু দেখেছেন ? তবুও আমরা একটু একটু করে আবার স্বপ বুনি ।একটু একটু করে আবার উঠে দাড়াই ।কুয়াশার ভোরে লেপের তলায় শুয়ে থাকা শিশু শরীরের মতো উষ্ণ জীবন গড়ার স্বপ্ন ।
মেঘের সাথে মেঘের একটু একটু ঘর্ষনের পরে সৃস্টি হওয়া স্নিগ্ধ কোমল বৃস্টির মত হোক সবার জীবন ও স্বপ্ন , যা সব শেষে সমুদ্রে গিয়ে আবার সেই মেঘেই পরিণত হয় ।এই একটু খানি আশা নিয়ে অনেক বিরক্তির এই লেখা এখানেই শেষ করছি । একটু খানি কথা যদিও বাকি রয়ে গেছে । থাকুক তাহলে তা একটু না বলা হয়েই , একটু খানি অসংজ্ঞায়িত কিছু অনূভূতিদের সাথে ।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
আফতাব আরিফ অবচেতন বলেছেন: একটু বেশিই ধন্যবাদ । প্রবাসী হয়েও আপনি পড়লেন । দেশী কেউ তো পাত্তায় দেয় না ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: একটু একটু করে পরলাম আপনার লেখাটা । একটু একটু করেই ভাল লাগল। একটু একটু করে যদি লোভী লোকগুলো লোভ থেকে দূরে সরে আসত তাহলে একটু একটু করেই আমরা আরও অনেক উন্নতি করতে পারতাম।