নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনো অবচেতন ।

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।

আফতাব আরিফ অবচেতন

www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ

আফতাব আরিফ অবচেতন › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল কারাগারে বসে লেখা একটু সাহিত্য (একটু বেশিই )

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫

"একটু!"

এই একটু শব্দটা যে কত বেশি প্রভাব ফেলেছে আমাদের জীবনে তা কখনো ভেবে দেখেছেন কেউ ? একটুখানি শীতের রাতে ভরাপেটে টুথপিক হাতে একটু একটু করে সব সুখ দুঃখের কথা জানাতে বসলাম আজ ।

একটু একটু করে অনেকের উপর অনেক ভালো লাগা সৃস্টি হয় ঘাসের উপর জমা বিন্দু বিন্দু শিশিরের মতো । আবার সেই একটু একটু করেই জীবনান্দের ভাষ্যমতে সেই ভালবাসা মুছে যায় ধীরে ।

একটু একটু দূরে যেতে যেতে ভালবাসার মানুষ টা কখন যে অনেক দূরের ঝাপসা অতীতের মতো হয়ে গেছে কেউ টের পায় না ।আহা ঝাপসা কিন্তু অনেক ভালবাসার সেই অতীত ।

একটু একটু করে অভিমানের পাহাড় যে কখন হিমালয়কে ছাড়িয়ে গেছে তা কি ভেবে দেখছেন কেউ ? একটু হারাতে গিয়ে কখন যে পুরোটাই হারিয়ে যায় তা কি বুঝেছেন আজো ?

একটু কম নাম্বারের জন্য অনেকে হয়তো পায়না অনেক ভাল রেসাল্ট , অনেকে একটুর জন্য চান্স পায়না কোন স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে!

একটু একটূ করে স্বপ্ন গুলো যখন কাচের টুকরার মত ভাংতে ভাংতে কখন যে খালি একটুখানিই বাকি রয়ে গেছে তা খেয়াল করেছেন ? সেই কাচের টুকরো গুলো হৃদয়ে বিধলে চোখ দিয়ে গোপনে অশ্রু নামে সাদা হৃদয়ের রক্ত বের হওয়া দেখেছেন কখনো ?

একটুখানি বিরক্তি নিয়ে যখন এই লেখা পড়ছেন এই ভার্চুয়াল কারাগারে বসে , তখন কি একটু খানিও ভেবেছেন আমাদের একটু খানি স্বধীনতার কথা ? যে একটু খানি স্বাধীনতার জন্য আমরা অনেক খানি ত্যাগ স্বীকার করেছি তা অনেকের একটুখানি লোভের জন্য আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা কি একটু দেখেছেন ? তবুও আমরা একটু একটু করে আবার স্বপ বুনি ।একটু একটু করে আবার উঠে দাড়াই ।কুয়াশার ভোরে লেপের তলায় শুয়ে থাকা শিশু শরীরের মতো উষ্ণ জীবন গড়ার স্বপ্ন ।

মেঘের সাথে মেঘের একটু একটু ঘর্ষনের পরে সৃস্টি হওয়া স্নিগ্ধ কোমল বৃস্টির মত হোক সবার জীবন ও স্বপ্ন , যা সব শেষে সমুদ্রে গিয়ে আবার সেই মেঘেই পরিণত হয় ।এই একটু খানি আশা নিয়ে অনেক বিরক্তির এই লেখা এখানেই শেষ করছি । একটু খানি কথা যদিও বাকি রয়ে গেছে । থাকুক তাহলে তা একটু না বলা হয়েই , একটু খানি অসংজ্ঞায়িত কিছু অনূভূতিদের সাথে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: একটু একটু করে পরলাম আপনার লেখাটা । একটু একটু করেই ভাল লাগল। একটু একটু করে যদি লোভী লোকগুলো লোভ থেকে দূরে সরে আসত তাহলে একটু একটু করেই আমরা আরও অনেক উন্নতি করতে পারতাম।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

আফতাব আরিফ অবচেতন বলেছেন: একটু বেশিই ধন্যবাদ । প্রবাসী হয়েও আপনি পড়লেন । দেশী কেউ তো পাত্তায় দেয় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.