নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনো অবচেতন ।

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।

আফতাব আরিফ অবচেতন

www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ

আফতাব আরিফ অবচেতন › বিস্তারিত পোস্টঃ

মেঘে মেঘে কয়েক টুকরো রাজনীতিক ভালবাসা ( যার পড়ার ধৈর্য আছে আনন্দ পাওয়ার অধিকার শুধু তারই )

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭



আলোর বিচ্ছুরনে দেখা নীল আকাশ আর আমাদের বায়ুমন্ডলে ভেসে যাওয়া গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ গুলো তো সবাই দেখেছি । কতবার যে কল্পনার সমুদ্রে আমরা ডুবে গেছি ঐ মেঘদের সাথে নিয়ে , কি অবাস্তব সুন্দর ঐ ভ্রমন গুলো! সেটাও আমরা ব্যখ্যা করতে পারি না । ব্যস্ততার ভীড়ে এসব নিয়ে ভাবার সময় টাও একসময় হারিয়ে ফেলি । কিন্তু ঐ মেঘেরা ভুলে না কিছুই ।যুগ যুগ ধরে সাক্ষী হয়ে থাকে আমাদের সব ভালবাসার। সব অনুভূতি দের তারা মনে রাখে ।মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টি দিয়ে ভিজিয়ে দেয় আমাদের , বাড়িয়ে নেয় নিজেদের অনুভূতি ভান্ডার ।

আমাদের কাছে আমাদের যুগের ভালোবাসা যত নতুন মনে হোক না কেন , শরৎ এর ঐ সাদা মেঘদের কাছে তা পুরনো । তারা জানে ভালবাসার শুরু থেকে শেষ অনেক কিছুই । অনেক অনুভূতিদের খুন হওয়া কিংবা জীবিত কবর হওয়ার সাথে তারা পরিচিত ।

আগের যুগে একটা দুটো চিঠি বিনিময় , দেখা না দেখার মাধ্যমে সৃষ্ট তীব্র ভালবাসা তারা দেখেছে । আবার ঐ চিঠি গুলোই আগুনে পুরিয়ে অনুভূতিদের ছাই করার মিথ্যা প্রয়াস ও তারা দেখেছে ।

আবার এ যুগের সাহসী কিন্তু সামান্য কম তীব্র ভালবাসাও মেঘেরা দেখেছে । তারা দেখেছে ফ্রেইন্ড রিকোয়েস্ট এর মাধ্যমে কিভাবে ভালবাসা শুরু হয়েছে এবং ব্লকের মাধ্যমে কিভাবে ঐ ভারচুয়াল অনুভূতিকে খুন করার চেষ্টা চলেছে । সেই ভালবাসা কিন্তু শেষ হয়না ভরের নিত্যতার সুত্রের মত অনুভূতির নিত্যতা সুত্র আছে যার ফলে অন্য কোন দিকে চলে যায় শুধু ভালবাসা গুলো । মেঘেরা সবই জানে । তারা জানে বিভিন্ন রুপের ভালবাসা গুলো সব কিন্তু একই ।ভালবাসার রাজনীতির সাথে তারা পরিচিত । দিন শেষে যেই জিতুক দুঃখ শুধু জনগনেরই থাকে । মেঘেরা সেই খবর জানে , তাদের এসব ভাল লাগেনা । তারা খালি ছুটে যায় দূর হতে দূরে কিন্তু আমাদের দৃষ্টির সীমানাতেই থাকে । কিছু বলে না , খালি সাক্ষী হয়ে থাকে । অনূভূতিদের মৃত্যুর সাক্ষী ।



( দুই যুগের ভালবাসার মধ্য কোনটি বেশি ভালো সেটা আমি জানি না।তবে পরিবেশবাদী এবং পরিবেশ নিয়ে লেখাপড়া করছি তাই বলতে পারি এখনের টা মোটামটি বা চিকনচাকন ভাবে ভালো :D । চিঠি আগুনে দগ্ধ হলে পরিবেশেরই ক্ষতি হয় । মেঘেদের চলার পথে বিঘ্ন ঘটে ।সবাই ভালো থাকবেন ।

গাছ লাগান।পরিবেশ বাঁচান মেঘদের সাক্ষী করেন আপনার ভালবাসার ।তবে অনুভূতি খুন করা থেকে দূরে থাকাই ভালো । ধন্যবাদ )

:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.