নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

জাফর স্যারের ওপর হামলায় দেশ ২ ভাগে বিভক্ত

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

গতকাল ড. জাফর ইকবাল স্যারের ওপর অতর্কিত হামলার পর দেশ বলা যায় ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল জাফর স্যারকে নাস্তিক বলে এই হামলাকে যৌক্তিক প্রমানে ব্যস্ত , নিচের স্ক্রিনশটটি দেখলে যার কিছুটা ধারণা পাওয়া যায় , [নেওয়া হয়েছে ইউটিউব থেকে]



আরেকদল জাফর স্যারের ওপর হামলাকে নিন্দা জানিয়ে বিচারের দাবি করছে। কিন্তু কেন কিছু মানুষ একজন গুণী অধ্যাপককে তার মতাদর্শের ওপর ভিত্তি করে বিচার করছে ?!?
তাদের মতাদর্শের ভিত্তি বা কি ???
তারা যদি সত্যি ইসলাম ধর্মকে মেনে থাকেন তবে কেন চরমপন্থা অবলম্বন করছেন ???
ইসলামে এই ব্যাপারগুলো সমর্থযোগ্য কিনা ??

কোরানে বারবার বলা হয়েছে , তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না , মানুষ হত্যা করো না , একজন মানুষ হত্যা করা পুরো মানবজাতিকে হত্যার শামিল।

আলকোরানে বলা হয়েছে ,
আর কোরানের মাধ্যমে হুকুম জারি করে দিয়েছেন যে , যখন আল্লাহ তালার আয়াতের প্রতি অস্বীকৃতিজ্ঞপন ও বিদ্রুপ হতে শুনবে , তখন তোমরা তাদের সাথে বসবে না , যখন তারা প্রসঙ্গান্তৰে চলে যায় , তা না হলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে। ............. [ ৪:১৪০]

এ ছাড়াও , সূরা ইউনুস [৪১ , ৪০ , ৯৯ ] নম্বর আয়াতগুলো ওই সকল মতাদর্শের লোকদের জন্য প্রমান স্বরূপ যারা নাস্তিকদের সম্বন্ধে ভ্রান্ত ধারণা নিয়ে অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে মেধাশূন্য করার প্রয়াস চালায়।

ইসলাম ধর্মে অন্য মতাবলম্বীদের প্রতি সদয় এবং বিনয়ী আচরণ করতে বলা হয়েছে যেখানে কিছু চরমপন্থী মুসলিম তার ভুল নিদর্শন।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


মাত্র ২ ভাগ? দেহা যাক, আগামী ২/১ দিনের মাঝে আরো কিছু ভাগ হয় কিনা

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৩৩

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: কাঠমোল্লা , ইসলামের ধজ্বাধারী ভন্ডগুলোর মাঝেই আরো ভাগ তৈরী হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ মন্তব্যের জন্য গাজী ভাই।

২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:৪৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার এই পোস্টে মন্তব্য করার জন্য লগ ইন করলাম।

প্রথমত: অনলাইন মন্তব্য দেখে বিভ্রান্ত হবেন না। কারন মানসিক বিকারগ্রস্তরা অনলাইনে খুব একটিভ থাকে। ইয়াহুতে রোহিংগাদের দুর্দশা নিয়ে যত লেখা এসেছে তার নীচের বেশীরভাগ মন্তব্য ছিল ভীষন রেসিস্ট - মায়ানমার এই টেররিস্ট মুসলিমদের উৎখাত করে খুব ভাল কাজ করেছে জাতীয় টাইপের।

দ্বিতীয়ত: দেশে যেহেতু বিরোধী পক্ষ কোনঠাসা হয়ে আছে এবং নির্বিচারে গুম খুনের শিকার হচ্ছে, সেকারনে অনেকেই এই আক্রমনকে হালকা ভাবে নেবে। কারন গুম খুন হামলা মামলা এসব এখন বাংলাদেশের মানুষের নিত্য সংগী। সাইকোলজির ভাষায় একে বলে "কন্ডিশনিং" এবং "ইমপ্লিসিট লার্নিং"।

তৃতীয়ত: মানসিক চাপ থেকে অনেক সময় রিভার্স পোস্ট দেয়া হয়।


০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: প্রথমত : একমত ধন্যবাদ।

দ্বিতীয়ত : গুম , খুন হামলা এবং সাম্প্রতিককালে বুদ্ধিজীবীদের ওপর গুনে গুনে হামলা , এগুলো হালকাভাবে নেবার সুযোগ নেই। মানুষের জান -মালের নিরাপত্তা কোনো সরকার দিতে পারেনি।

তৃতীয়ত : কারা রিভার্স পোস্ট দেয়.................?? পরিষ্কার নয়।

৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার কাছে আমাদের মন্তব্য-প্রতিমন্তব্য, নাস্তিক্যবাদ -প্রগতি এসব ভণ্ডামি এবং সার্কাস মনে হচ্ছে।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫১

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান বেরিয়ে আসে।
আপনার কাছে কেন এমন মনে হলো জানা নেই , ধন্যবাদ।

৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৫

হাঙ্গামা বলেছেন: তদিন যা শুনলাম তা ই সত্যি প্রমানিত হইসে।
বাঙ্গালী জাতি নাকি পাছার মত, সব ইস্যুতে দুই ভাগ হইয়া যায়। :P

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: বাঙালির ইস্যু তৈরী করতে হয় না , ইস্যু বাঙালিকে তৈরী করে নেয়। B-)

৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ধরুন, একটা মসজিদ বা মন্দির কেউ ভেঙ্গে ফেলল
তখনও দেখা যাবে মানুষ দুই ভাগ হয়ে গেছে
একদল বলবে- ভালো হয়েছে, আরেক দল বলবে খারাপ হয়েছে।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: জ্বি রাজীব ভাই , এসবই হচ্ছে বর্তমানে। হিন্দু , মুসলিম দুই জাতিতেই কট্টরপন্থী ধ্যানধারণায় বিশ্বাসী রয়েছে। যার কারণে মানুষের মাঝে সমতা , একতা , নৈতিকতা লোপ পাচ্ছে দিনদিন। ধন্যবাদ

৬| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

ইনাম আহমদ বলেছেন:
কঠিন বাস্তব। দুঃখজনক ও ভয়াবহ। :|

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০১

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: জ্বি , কঠিন বাস্তবতা। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর এই ব্যাপারটাতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত , নাহলে ভবিষ্যতে এই ধরণের ইস্যু আরও চরম হয়ে উঠতে পারে।

৭| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৯

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আমি নিজের কিছু অভিজ্ঞতা বলি।
ব্লগে আমার আসার প্রায় একবছর হতে চললো। আমি একজন ভিন্নমতাবলম্বী মুসলমান, সুতরাং আমার আদর্শের সাথে সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর মুসলিম আলেমদের বিরোধ থাকাটা আমার কাছে নতুন কিছু নয়। আমি গঠনমূলক আরৈাচনা ও প্রশ্নত্তোর আশা করতাম শুরুতে। কিন্তু আমার ভূল ভাঙতে দেরী নেয়নি। ব্লগে একশ্রেণীর ধর্মব্যবসায়ী আমার পেছনে লাগে। আমিার প্রথম পাতা থেকে দূরে থাকা ব্লগটাতে যে তাদের কেন আক্রোশ তা আমি বুঝতে পারিনি প্রথম।
সাধারণত, তারা যে ভাষা ব্যবহার করতেন, সেটাতে উত্তর দেয়া ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়। আমি তাদের নিচুশ্রেণীর লোকেদের মতোই ধরে নিয়েছিলাম। আমার পেছনে লেগে তারা অনেকটা এমন কথাবার্তা বলতেন:

আমার পোস্টে একবার জনৈক ব্যক্তি পুরোপুরি আক্রোশপূর্ণ হামলা করেন:

এটা কেবল নমুনা। তিনি এই কাজ মারাত্মকভাবে করেছেন। কীভাবে একজনের এতো আক্রোশ থাকতে পারে আমার জানা ছিলো না।
আমি এটা বেশ কয়েকজন ব্লগারকে জানানোর চেষ্টা করি। কেউ আমলে নেননি। ব্যপারটা এমন, ভিন্নমতাবলম্বীরা এমন জিনিসের শিকার হওয়াটা অতি স্বাভাবিক।
আমার বিরুদ্ধে লেখা পোস্টগুলো একটু খুঁজলেই পাওয়া যাবে। জনৈক বিশিষ্ট আলেম আমাকে নিয়ে পাঁচ পর্বের সিরিজ বানিয়েছিলেন। যদিও আমার বেশীরভাগ সময়ে ব্লগে প্রদত্ত সময় সপ্তাহে একঘন্টারও কম। তাদের অফুরন্ত সময় তারা এসবে লাগাচ্ছেন, তাদের ইচ্ছা।


আজকে নতুন একটা মুখ দেখলাম:

এরা যদি একই ব্যক্তির মাল্টি হয়ে থাকেন তবে সমস্যা এখানে, তিনি একজন মানসিক বিকারগ্রস্ত হয়েও চিকিৎসা ছাড়া আপনার আমার মাঝে ঘুরে বেড়াচ্ছেন। তবে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হন তবে বুঝতে হবে। জাফর ইকবাল স্যারের ওপরে হামলাটা যেমন পরিকল্পিত, এরাও আরও অনেক পরিকল্পনার সাথে যুক্ত।

হাস্যকর ব্যপার (এবং একই সাথে দুঃখের), এরা সবাই বেশ যশমান ব্লগার। 'আমিন' জাতীয় পোস্ট নিয়মিত লিখে প্রচুর লাইক, কমেন্ট নেন। সেখানে তাদের ব্যবহার, ভাষা কিন্তু সংযত। কিন্তু এখানে? আমি জানিনা তারা আসলে কি, অন্তরের খবর কেবল আল্লাহ বলতে পারেন। তবে এই কয়টা উদাহরণ তাদের ভদরতার মুখোশের আড়ালে থাকা চরমপন্থী মুখটা কি চিনিয়ে দিতে যথেষ্ট নয়?

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫১

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: নিচু ভাষা ব্যবহার করে তারা তাদের পরিবার ও তাদের বিশ্বাসের ভিত্তি যে কতটা দুর্বল তাই প্রমান করছে , এরাই সেই দলের লোক যাদের সম্বন্ধে পোস্টে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র ব্লগার শাহাদাত হোসাইন এর মন্তব্যটি কিছুটা ব্যঙ্গাত্মক হলেও গঠন মূলক মনে হয়েছে আমার কাছে।
এ ধরণের গঠনমূলক মন্তব্যগুলোর জবাব দিন। বাকিগুলো আমলে না নেওয়ার জন্য অনুরোধ রইলো।

ব্লগে বিভিন্ন ধরণের , বিভিন্ন মতের মানুষ একসাথ হন , তাই একজনের মতের সাথে আরেকজনের সংঘর্ষ হওয়াটা স্বাভাবিক।
আপনার মতাদর্শের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রইলো।

৮| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৯

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আমি নিজের কিছু অভিজ্ঞতা বলি।
ব্লগে আমার আসার প্রায় একবছর হতে চললো। আমি একজন ভিন্নমতাবলম্বী মুসলমান, সুতরাং আমার আদর্শের সাথে সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর মুসলিম আলেমদের বিরোধ থাকাটা আমার কাছে নতুন কিছু নয়। আমি গঠনমূলক আরৈাচনা ও প্রশ্নত্তোর আশা করতাম শুরুতে। কিন্তু আমার ভূল ভাঙতে দেরী নেয়নি। ব্লগে একশ্রেণীর ধর্মব্যবসায়ী আমার পেছনে লাগে। আমিার প্রথম পাতা থেকে দূরে থাকা ব্লগটাতে যে তাদের কেন আক্রোশ তা আমি বুঝতে পারিনি প্রথম।
সাধারণত, তারা যে ভাষা ব্যবহার করতেন, সেটাতে উত্তর দেয়া ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়। আমি তাদের নিচুশ্রেণীর লোকেদের মতোই ধরে নিয়েছিলাম। আমার পেছনে লেগে তারা অনেকটা এমন কথাবার্তা বলতেন:

আমার পোস্টে একবার জনৈক ব্যক্তি পুরোপুরি আক্রোশপূর্ণ হামলা করেন:

এটা কেবল নমুনা। তিনি এই কাজ মারাত্মকভাবে করেছেন। কীভাবে একজনের এতো আক্রোশ থাকতে পারে আমার জানা ছিলো না।
আমি এটা বেশ কয়েকজন ব্লগারকে জানানোর চেষ্টা করি। কেউ আমলে নেননি। ব্যপারটা এমন, ভিন্নমতাবলম্বীরা এমন জিনিসের শিকার হওয়াটা অতি স্বাভাবিক।
আমার বিরুদ্ধে লেখা পোস্টগুলো একটু খুঁজলেই পাওয়া যাবে। জনৈক বিশিষ্ট আলেম আমাকে নিয়ে পাঁচ পর্বের সিরিজ বানিয়েছিলেন। যদিও আমার বেশীরভাগ সময়ে ব্লগে প্রদত্ত সময় সপ্তাহে একঘন্টারও কম। তাদের অফুরন্ত সময় তারা এসবে লাগাচ্ছেন, তাদের ইচ্ছা।


আজকে নতুন একটা মুখ দেখলাম:

এরা যদি একই ব্যক্তির মাল্টি হয়ে থাকেন তবে সমস্যা এখানে, তিনি একজন মানসিক বিকারগ্রস্ত হয়েও চিকিৎসা ছাড়া আপনার আমার মাঝে ঘুরে বেড়াচ্ছেন। তবে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হন তবে বুঝতে হবে। জাফর ইকবাল স্যারের ওপরে হামলাটা যেমন পরিকল্পিত, এরাও আরও অনেক পরিকল্পনার সাথে যুক্ত।

হাস্যকর ব্যপার (এবং একই সাথে দুঃখের), এরা সবাই বেশ যশমান ব্লগার। 'আমিন' জাতীয় পোস্ট নিয়মিত লিখে প্রচুর লাইক, কমেন্ট নেন। সেখানে তাদের ব্যবহার, ভাষা কিন্তু সংযত। কিন্তু এখানে? আমি জানিনা তারা আসলে কি, অন্তরের খবর কেবল আল্লাহ বলতে পারেন। তবে এই কয়টা উদাহরণ তাদের ভদরতার মুখোশের আড়ালে থাকা চরমপন্থী মুখটা কি চিনিয়ে দিতে যথেষ্ট নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.