নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

মাইকের চিৎকার এবং আমার উপলব্ধি

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

কাঁঠালবাগান এলাকায় ওয়াজ চলছে , মাইকের উচ্চস্বরে পুরো এলাকা হুজুরের চিৎকারে একাকার। বাজার এলাকা হওয়াতে মানুষের হাক-ডাক ও হুজুরের চিৎকারে পুরো এলাকা মানুষের কুরুক্ষেত্র বলে মনে হচ্ছে। শুধু যে বাজার এলাকা তা নয় , আশেপাশে প্রচুর আবাসিক বিল্ডিং রয়েছে যেখানে এবং কাঁঠালবাগান এলাকা বাংলাদেশের ঘিঞ্জি এলাকা গুলোর মধ্যে অন্যতম। বুঝতেই পারছেন , বিল্ডিং এ বসবাসরত মানুষের অবস্থা ! ''পড়বি তো পড় একেবারে নাকের ডগায় এসে '' . কয়েক কদম দূরে খোলা ময়দান থাকলেও তা শূন্যই পড়ে থাকে।
এভাবে মানুষের স্বাভাবিক জীবনে , চলাফেরায় বাধাগ্রস্ত করে আখিরাতে কত নেকি হাসিল করা যায় তা একমাত্র এর আয়োজক এবং হুজুর স্বয়ং বলতে পারবেন। শুধুমাত্র , ওয়াজ নয় বিভিন্ন উপলক্ষ এলেই এলাকায় গান বাজনা থেকে শুরু করে পার্টি চলে রাতভর loud speaker এ গান বাজিয়ে।

হুজুরের কিছু ওয়াজ-নসিহত কানে এলো এবং কৌতূহল জাগলো এর ব্যাখ্যা জানার , যদি ব্লগার রা কেউ জেনে থাকেন , তার নসিহত ছিল এমন ,

'' ওয়াজ মাহফিলে ফাঁকা জায়গা রাখতে নেই
কারণ , ফাঁকা জায়গায় শয়তান বসে থাকে। ''

দূর থেকে শুনছিলাম আর হাসতে হাসতে বাজার শেষে বাসায় ফিরছিলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মাইকের আওয়াজ নিয়ে লিখে আমার অনেক কথা শুনতে হয়েছে আপনিও তৈরি থাকেন !!! মা্ইক বিষয়ক আমার লেখা পড়লে আপনার ভালো লাগার কথা । ভালো লিখলেন-সহমত পোষণ করছি ।।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ওসব ব্যাপার না ভাই।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:২১

কানিজ রিনা বলেছেন: কাল ছাব্বিশে মার্স শুরু হবে প্রথম
দেশাত্ববোধক গান বড়জোর দুইতিন
ঘন্টা তারপর ডিসকো বিবি মতি উছকাভিভরা
দিয়ে যত রকম গা জালানো গান। বিয়েবাড়ি
ড্রাম বাজনায়ও কোনও ফাঁকা জায়গা থাকেনা
সব নারী পুরুষের নৃত্যানুষ্ঠান আরও কত কি।
আমাদের দেশের কত কত দিবশ তিনশ
পয়সট্টিরও বেশী দিন দিবশের কার্জক্রম
যদি গায়ে জালা না ধরে তাহলে মাহফিলের
মাইকের আওয়াজ গায়ে জালা না ধরাই
উচিৎ। ধর্মীও কোনও মাহফিল যতই মাথায়
ধরুক কেউ উচ্চবাচ্য করার সাহস পায়না।
কারন ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থেকে। তাইবলে
বিয়েবাড়ির বা নানান রকম অনুষ্ঠানের ব্যদ্যযন্র
আওয়াজে কেন মানুষ চুপ থাকে বলবেন কি?
আমাদের এলাকায় শীতের সময় ইসলামীক
মাহফিল বছরে একবার হয়। কিন্তু সারা বছর
ধরে কোনও না কোনও অনুষ্ঠান করে কান
মাথা খায় সে বিষয়ে কিছু লিখেন না কেন?
তবে এটা সত্য মাহফিল গুল কেন্দ্র করে
যেভাবে মাইকের আওয়াজ উচ্চ স্বরে চালু
করে কোনও কথাই বুঝা যায়না শুধু শব্দ
ছাড়া তাই হুজুরগো এবিষয়ে বিবেচনা রাখা
উচিৎ। আসলে মাহফিল গুল যতটুকু জায়গা
পান্ডেল হয় ততটুকু জায়গা পর্যন্ত মাইকের
আওয়াজ সীমা বদ্ধ রাখা শ্রেয় বলে আমি
মনে করি। যে কোনও শব্দই শব্দদূশন, জানে
কয়জন। ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৬

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ২৬ শে মার্চের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত।
এখানে কাল উচ্চস্বরে গান বাজবে এবং তা পরে ভিনদেশি গান বাজনায় রূপান্তরিত হবে সাথে থাকবে আমার মতো কিছু মানুষের নীরব প্রতিবাদ কিন্তু তা যে চলমান ঘটনাকে পরবর্তীতে ইতিবাচক কিছু তে পরিবর্তন করতে পারবে না তা সহজেই অনুমেয়।

আমি কিন্তু শুধুমাত্র মাহফিল অথবা ওয়াজ এর কথা লিখিনি , গান বাজনার কথাও উল্লেখ করেছি পোস্টে। বিয়েবাড়ির গান বাজনা তে সব মানুষ যে আনন্দ পায় তা কিন্তু নয় আর মানুষ যেটা তে আনন্দ পায় সেটাকেই আপন করে নেয়।

পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে , মানুষের নাকের ডগায় এসে আবাসিক জায়গায় গান বাজনা অথবা ওয়াজ মাহফিল না করে খোলা ময়দান অথবা কালচারাল কোনো সেন্টারে এগুলোর ব্যবস্থা করা অথবা শব্দের মাত্রা নিয়ন্ত্রিত মাত্রায় রাখা। উচ্চস্বরে মাইকে শব্দ করে সেই দিবস অথবা অনুষ্ঠানের অমর্যাদা করা হচ্ছে মানুষের অনাস্থা সাথে নিয়ে।

৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:০৯

শিখণ্ডী বলেছেন: মাইকের ওয়াজ নিয়ে লিখেছেন ভাই! ভাই ফেসবুকে কখন স্টেটাস দিবেন আমি কাউকে আঘাত করতে চাইনি, আমার বক্তব্য ঠিকভাবে প্রকাশ পায়নি অতএব আমি ক্ষমাপ্রার্থী :(

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:২৪

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: হাসালেন ভাই।
পোস্টের মূল বক্তব্য যদি ধরতে পারতেন তবে এমন মন্তব্য করতেন না।
আবার বললাম ,
''পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে , মানুষের নাকের ডগায় এসে আবাসিক জায়গায় গান বাজনা অথবা ওয়াজ মাহফিল না করে খোলা ময়দান অথবা কালচারাল কোনো সেন্টারে এগুলোর ব্যবস্থা করা অথবা শব্দের মাত্রা নিয়ন্ত্রিত মাত্রায় রাখা। উচ্চস্বরে মাইকে শব্দ করে সেই দিবস অথবা অনুষ্ঠানের অমর্যাদা করা হচ্ছে মানুষের অনাস্থা সাথে নিয়ে। ''

ফেইসবুক আমার অপছন্দের সোশ্যাল প্লাটফর্ম এর তালিকায় ১ নম্বর।
তাই , ফেইসবুক থাকলেও মাসে ১ বারও নিয়মিত বসা হয় না।

৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৭

শিখণ্ডী বলেছেন: ভাই বক্তব্য বুঝেছি। আমি আমাদের নাট্যব্যক্তিত্ব মোশারফ করিমের ঘটনার ইঙ্গিত করেছি, একটু রসিকতা করলাম। আজকাল কথা বলা ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ ভাল থাকবেন।

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই বোঝার জন্য।
মোশাররফ করিমের ব্যাপারটি নিয়ে যা চলছে তা বাড়াবাড়িই বলবো। তার ব্যাপারটি তিলকে তাল বানিয়ে ফেলা হয়েছে।
ভালো থাকবেন আপনিও।

৫| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৬

আবু তালেব শেখ বলেছেন: রিনা আপুর কমেন্টে উঃ বিদ্যমান।

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫২

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: জ্বি , আশা করি পোস্টটি পড়েছেন। ধন্যবাদ ।

৬| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: রিনা আপুর সাথে একমত।

আলোচনায় আসার জন্য এসব সস্তা লেখা পোস্ট না করাই ভালো।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: হাসালেন ভাই।
সবাইকে এক পাল্লায় মাপলে চলে না। সবার উদ্দেশ্য সবসময় এক হয় না , তেমনি আমারও না। পোস্টটি জনসচেতনতা মূলক।
পোস্টটি দেয়ার উদ্দেশ্য আমি আগেই কমেন্ট এ উল্লেখ করে দিয়েছি।

৭| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৭

বরুন মালাকার বলেছেন: বেওয়ারিশ কুকুরদের মতো যত্রতত্র মাইকের চিৎকার, বন্ধ করা দরকার!!!

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: বেওয়ারিশ কুকুর বলে ব্যাপারটা দ্বন্দ্বের দিকে নিয়ে না যাওয়াটাই ভালো।
বাকি অংশের সাথে আমি একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.