নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট এবং মিডিয়ার হাউcow !!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯



বাংলাদেশী মিডিয়াগুলো দিন দিন তাদের স্বকীয়তা নিজস্যতা থেকে সরে আসছে। দেশের সাংবাদিকগুলো অনেকটা মশা মাছির মতো হয়ে গিয়েছে , যারা মিষ্টির গন্ধ পেলে তাতে ঝাঁপিয়ে পড়েন এবং তা দিয়ে মৌচাক তৈরী করে মধুর থেকেও মিষ্টি কিছু তৈরির চেষ্টা করেন। ইন ফ্যাক্ট , মশা মাছিও তা করে না !! ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেলেছে এবং এ নিয়ে মিডিয়াগুলোর রসের হাড়ি উপচে পড়ার অবস্থা। এক তামিমের এক হাতে ব্যাটের কাহিনী নিয়ে পুরো ১ সপ্তাহ কভারেজ এবং শেষ বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে জয় নিয়ে এখনো মিডিয়া গুলো সরব। তাদের নিউজ কভারেজ এবং খেলোয়াড়দের ইন্টারভিউ দেয়ার ধরণ দেখলে মনে হয় মাশরাফি , সাকিবরাও অনেকটাই বিরক্ত। এক পাকিস্তানের সাথে ম্যাচ জয়কে এশিয়া কাপ জয়ের সমতুল্য বানিয়ে ফেলতেও পিছপা হবেন না সাংবাদিকেরা। জয় উদযাপনে প্রস্তুত থাকার জন্য বলছেন মাশরাফি , এমন কিছুও শুনতে হয় ফাইনালের আগে ! যেন বাংলাদেশের ফাইনাল জয় এখন সময়ের ব্যাপার মাত্র !! পাশের দেশের অনুসরণের কিছুটা ছাপ লক্ষ্য করা যায় আমাদের দেশের সাংবাদিকদের মধ্যে। প্রতিবেশী দেশ ভারত , পাকিস্তানে খেলোয়াড় এবং ক্রিকেট খেলাকে নিয়ে অনেক বেশি মাতামাতি এবং প্রতিপক্ষকে আগেই ঘায়েল করা হয় মিডিয়াগুলোর মাধ্যমে। এতো গেলো খেলার আগের অবস্থা , খেলায় নেগেটিভ কোনো রেজাল্ট আসলে ঘর বাড়ি , টিভি সেট ভাঙচুর , গ্যালারিতে সমর্থকদের কান্নার মতো ঘটনা ঘটে যা মিডিয়াগুলো বেশ রসালো ভাবেই উপস্থাপন করে। খেলাধুলোর মাধ্যমে দুটো দেশের ভাতৃত্ববোধ বাড়ছে ঠিকই কিন্তু এ নিয়ে সমর্থকদের মধ্যে কাদা ছড়াছড়িও কম হচ্ছে না। উপমহাদেশে এই ব্যাপারগুলো বেশি লক্ষ্য করা যায়। কারণ , আমরা খেলাকে নিজের মনে গেথে ফেলি , খেলাকে খেলার মতো ভাবি না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ধন্যবাদ সনেট কবি।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

স্বপ্নডানা১২৩ বলেছেন: আবেগ থাকবেই। তবে সংযত থাকা ভাল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আবেগে কান্নাকাটি , ঘরবাড়ি ভাঙচুর একটু বেশিই হয়ে যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: ভারতীয় মিডিয়াগুলোকে আমি ঘৃণা করি।প্রচুর ঘৃণা করি।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

বাকপ্রবাস বলেছেন: ক্রিকেট সাংবাদিকতা আমাদের দেশে খুব উচু মানেরই মনে হয় আমার কাছে। আপনার লেখার সাথে দ্বিমত পোষণ করছি। সামগ্রিক বিচারে আমি কোন কিছুর বাড়াবাড়ি দেখছিনা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ভাল কিন্তু একটু লক্ষ করলেই দেখবেন দেশের মিডিয়ায় ক্রিকেট নিয়ে অনেক বিষয় অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়. ইউটিউবে সব চ্যানেল গুলর খবর আপডেট প্রতিনিওতই আসছে. সমস্যা হচ্ছে, পাশের দেশের অনুকরন করা হয় প্রায়শই. তাছাড়া খেলার সংবাদ উপস্থাপনা খুবিই ভালমানের. একমত

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: বই মানবজাতিকে সভ্য করে, মিডিয়া নয় । পৃথিবীর গত চার হাজার বছরের ইতিহাস তাই বলে।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশে মাত্রাতিরিক্ত আচরণ করে প্রিন্ট মিডিয়া। বিশেষ করে প্রথম আলো। ইমরুল বন্দনা ছিল ৩ দিন। সুয়োরানীর ছেলে আজকে কত রান করেছে? এই আবাল সাংবাদিকরা বোঝে না খেলা মানেই কেউ ভালো করবে কেউ খারাপ করবে তার দিনে। মাতামাতি, অন্য দল নিয়ে কটাক্ষ - এগুলো করে এক ধরনের বিষবৃক্ষ তৈরি করা হচ্ছে পাঠকদের মনে...

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

কে ত ন বলেছেন: ব্লগারেরাও কম যায়না। খেলার আগেই সবাই জিতে বসে আছে। প্রবল প্রতিপক্ষকে কেউ আমলেই নিতে চাইছিলনা। একমাত্র আমিই নিশ্চিত ছিলাম বাংলাদেশ হারবেই। বাস্তবেও তাই হল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.