![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে এসেছিল আমার জীবনে প্রথমহয়তোবা সে-ই আমার শেষবিকেলের হলুদাভ আভায়আমি খুঁজি তারই লুন্ঠিত অবশেষ।
সর্বত্রই শিক্ষিত মানুষের অনাচার আর অন্যায় দেখে দেখে মনের ভীতরে প্রশ্ন জাগে শিক্ষা জিনিসটা আসলে কী ?ইউনিভার্সিটি শিক্ষকদের অমানুষের মত আচরণ ভাবায়- তারা কি আসলেই শিক্ষিত ? আমাদের দেশে কি সত্যিকার অর্থে কোন শিক্ষা দেয়া হয় ? কুশিক্ষা বলেও একটা জিনিস আছে । হোক না কু শিক্ষা তো ! এটাকেও কি শিক্ষা বলা হবে ?
এই সব দেখে দেখে আর ভেবে ভেবে মনে হল দেখিনা একটু টেরাই করে শিক্ষা জিনিসটা আসলে কি ? এইটা কি খায় না মাথায় দেয় ?
১.
আমাদের ধনশালীদের কিছু কেরানী দরকার - সেই কেরানী তৈরীর জন্য যা দরকার তা-ই শিক্ষা ?আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (বিশেষ করে কর্মাস) যে পাঠ্যসূচী তা দেখলে এটাকেই এদেশের প্রেক্ষিতে শিক্ষা বলতে হয় ।
২.
আমরা মানুষ হয়ে উঠার জন্য যা জানা দরকার তা জানাই শিক্ষা ? এই ধরনের শিক্ষা আদৌ কোথাও চালু আছে বলে জানা নেই ।কারণ আমরা শিক্ষিত হই বা না হই নিজেকে সবাই মানুষ দাবী করি ।যতই জানোয়ার দখল করুক আমাদের ভেতর-বাহির ।
৩.
মানুষের উৎপত্তি এবং পরিণতি মাথায় রেখে ক্ষণকালীন জীবনে নিজেকে পরিচালনার জন্য নিজেকে যেভাবে প্রস্তুত করতে হবে তা জানা এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করাই শিক্ষা ?এটা ধর্মে বিশ্বাসীরা মনে করলেও এধরনের শিক্ষাও আজ এদেশে নেই । কোনকালে ছিল বলেও জানা নেই ।
৪.
মানবিক বোধগুলোর চর্চা এবং নিজের মন, মনন এবং মেধাকে পরিশিলীত করে সভ্যতার অগ্রযাত্রায় ভূমিকা রাখাই শিক্ষা ?এটাকে হয়তো আমি শিক্ষা বলতে চাই- কিন্তু কোথায় পাব এর দেখা ? কোথাও আছে কি এমন শিক্ষা ?
৫.
সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত । আমর কাছে মনে হয় এটাও শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান । শিক্ষিত হতে হলে নিজে নিজে শেখার বিকল্প নেই । কিন্তু কী শিখব ? কিভাবে শিখব? কেন শিখব এগুলোও গুরুত্বপূর্ণ প্রশ্ন ।
আমাদের প্রথমে জানতে হবে আসলে শিক্ষা জিনিসটা কী ?(আমি চাইনা শিক্ষার কিতাবি সংগা) তারপর প্রশ্ন রাখতে হবে কে শিক্ষিত মানুষ ? তারপর জানতে হবে শিক্ষার আদৌ দরকার আছে কিনা ?যদি দরকার থাকে তাহলে কোন ধরনের শিক্ষার দরকার আছে সেধরনের শিক্ষা অর্জন করেত হবে ।
বলা হয় নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে । যদি বিরত না রাখে তাহলে কি তা নামাজ হচ্ছে ? আমি মনে করি, তাহলে সে নামাজ পড়ার দরকার নেই- কারণ তা আদৌ নামাজ নয় ।
তবে হ্যাঁ জীবন ধারনের জন্য আমাকে কিছু শিখতে হয় । এটাকে আমি শিক্ষা বলতে চাইনা । বলতে চাই জীবন বাচাঁনোর তাগিদে অর্জিত কিছু জ্ঞান ।যা আমাকে কাজ করে খাইতে সাহায্য করবে ।শিক্ষা অবশ্যই এমন হওয়া উচিত যা আপনাকে শুধু জীবন ধারনের প্রয়োজনীয় বিষয়ে জ্ঞান দিবেনা- শিক্ষার সংগা আমার দৃষ্টিতে আরো ব্যাপক ।
০২ রা মে, ২০০৯ সকাল ৮:৪১
আগামি বলেছেন: হ । আমাগো দেশের শিক্ষা বলতে তো ঐ একটা জিনিসই বুঝায় । সার্টিফিকেট ।
এদেশে তো দুইটা ক্লাস কইরা সার্টিফিকেট পাওয়া যায় ।
আবার সার্টিফিকেট কেনাও যায় ।
সার্টিফিকেট কিনেই আপনি হয়ে যেতে পারেন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আরো কত কিছু !
২| ০২ রা মে, ২০০৯ সকাল ৮:৩৫
রিসাত বলেছেন: এইঠা মাথারে খাওয়ানো হয়
০২ রা মে, ২০০৯ সকাল ৮:৪৬
আগামি বলেছেন: ঠিক ঠিক । ভাল বলেছেন । মাথারে খাওয়ানো হয় >>>>>>
৩| ০২ রা মে, ২০০৯ সকাল ৮:৩৫
কাউসার মুমিন বলেছেন: সুকঠিন জিজ্ঞাস্য!!!!
আপনার বলতে পারাটা ভালো লেগেছে
ধন্যবাদ
০২ রা মে, ২০০৯ সকাল ৮:৪৭
আগামি বলেছেন: ধন্যবাদ আপনাকেও । তবে আপনি কিছু বললে আরো বড় কইরা ধইন্যবাদ দিতাম ।
৪| ০২ রা মে, ২০০৯ সকাল ৮:৩৭
প্রশান্ত শিমুল বলেছেন: খায়....
০২ রা মে, ২০০৯ সকাল ৯:১৪
আগামি বলেছেন: হাহাহাহা
৫| ০২ রা মে, ২০০৯ সকাল ৮:৪৯
এস.আর.এফ খাঁন বলেছেন: ভাগ্যিস!!! আপনেরো একটা শিক্ষা হইলো। প্রকৃত অর্থে কি না জানিনা। তবু পাইসেন তো?
০২ রা মে, ২০০৯ সকাল ৯:১৪
আগামি বলেছেন: কিছুটা তো পাইছি ই ।
৬| ০২ রা মে, ২০০৯ সকাল ৯:১২
রিয়াজুল ইসলাম বলেছেন: আপনি যে প্রশ্নটা করতে পেরেছেন তাই বলে দেয় আপনি এ সমাজ থেকে কিছু শিখেছেন বা আপনি আপনি শিক্ষা পেয়েছেন। প্রশ্ন হলো আপনি কি স্বশিক্ষিত? যদি স্বশিক্ষিত না হোন তাহলে প্রচলিত এই শিক্ষায় ও কিন্ত আপনার মত শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে।
০২ রা মে, ২০০৯ সকাল ৯:১৭
আগামি বলেছেন: সমাজ থেকে শিক্ষার জন্য প্রতিষ্ঠান লাগেনা- ঐটা আপনা আপনিই শেখা যায় ।
অক্ষরজ্ঞান জনা-ই তাইলে আপনার বিবেচনায় শিক্ষা ? যদিও এটাও একটা শিক্ষা- আমি মনে করি ।
৭| ০২ রা মে, ২০০৯ সকাল ৯:১৪
বাঙ্গাল বলেছেন: শিক্ষা হইলো একটা সামাজিকীকরনের স্টেপ...আপ্নে কয় স্টেপ যাবেন আপনার ব্যাপার...প্রথম ২/১ স্টেপের---পরের স্টেপ গুলাম কেরানীকরন। +
--------------------------------------------
জাহাজ নির্মান শিল্প,স্বাপ্নিক ডঃবারির ৭০ হাজার কোটি টাকা
০২ রা মে, ২০০৯ সকাল ৯:৫০
আগামি বলেছেন: সামাজিকীকরণের স্টেপ । ভাল বলেছেন । কিন্তু কোন ধরনের সামাজিকীকরণ ? ডাকাতগোও তো আলাদা একটা সমাজ আছে নয় কি ?
প্রতিষ্ঠানিক শিক্ষাটা আসলে কেমন হতে পারে ? চলমান ব্যবস্থা অনেক অনৈতিকতার মূল ।
৮| ০২ রা মে, ২০০৯ সকাল ৯:৩৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
কোথায় পড়েছিলাম ঠিক মনে নাই "জ্ঞানের আলোকে আচরনের প্রত্যাশিত পরিবর্তনই শিক্ষা"। এক এক করে সার্টিফিকেট আর্জন করলেই তাকে আমরা শিক্ষিত বলি কিন্তু ছাত্র জীবনে তাকে যা শেখাতে চাওয়া হয়েছে প্রায়েগিক ক্ষেত্রে তার প্রকাশ খুব কমই দেখা যায়। উচ্চ শিক্ষিতদের ক্ষেত্রে একটা অহংকারবোধ দেখা যায় যা অল্প শিক্ষিতদের হেয় করে। যা প্রত্যাশিত না। তাহলে কি তাকে শিক্ষিত বলা যায় না? তাকে কুশিক্ষিত বলা যেতে পারে। শিক্ষিতকে এখন দুইভাগে ডাকতে হয় সুশিক্ষিত আর কুশিক্ষিত।
০২ রা মে, ২০০৯ দুপুর ১২:৫৩
আগামি বলেছেন: জ্ঞানের আলোকে আচরনের প্রত্যাশিত পরিবর্তনই শিক্ষা"-ভাল বলেছেন ।
৯| ০২ রা মে, ২০০৯ সকাল ১১:৪২
নাজনীন১ বলেছেন: মানুষের প্রথম শিক্ষাটা আসে পরিবার থেকে, এরপর আশপাশের পরিবেশ থেকে --- এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এর মধ্যে কিছুটা পুঁথিগত শিক্ষাও পড়ে, যেমন -- অ, আ পড়তে - লিখতে শিখা, কিছু ছড়া বলতে শিখা......
এরপর শুরু হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা --- যেটার সর্বোচ্চ লেভেল ডক্টরেট পর্যন্ত গিয়ে শেষ হয়ামার জানামতে। কিন্তু এর পাশাপাশি বিভিন্ন মানুষের সাথে মেলা-মেশার সুযোগে সামাজিক, ধর্মীয়, নৈতিক-অনৈতিক, সাংস্কৃতিক শিক্ষাও পাশাপাশি চলতে থাকে। পারিবারিক শিক্ষাও চলতে থাকে। এজন্যই আসলে আমরা নিজেদেরকে মানুষ ভাবতে চাই। কারণ, অন্যান্য প্রাণিদের এই ধরণের কোন শিক্ষা ব্যবস্থা নাই। তাদের শুধু থাকে খাদ্য শিকার কর- খাও-ঘুমাও --- এইটুকু।
প্রাতিষ্ঠানিক শিক্ষা লেভেলে এসেই আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে পড়ে যাই। আমাদের দেশের শিক্ষাব্যবস্থা অনুযায়ী উচ্চতর পর্যায়ে এসে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে পড়তে হয়, মাইনর হিসেবে রিলেটেড কিছু নির্দিষ্ট বিষয় পড়ি, আমার মনে হয় এর পাশাপাশি ধর্ম, দর্শন, সাহিত্য, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ইতিহাস --- এইসব পড়ারও অপশন থাকা উচিত --- হোক সেটা বাধ্যতামূলক অথবা নৈর্বচনিক। এতে করে যে শিক্ষাগুলো আমরা চারপাশের পরিবেশ থেকে পাই, সেটা আরেকটু বেশী প্রাতিষ্ঠানিকভাবে পাওয়া সম্ভব।
আর সবশেষে যেটা আসল কথা সেটা হলো এতো কিছু শেখার পর সেটা আমরা নিজেরা কতটা মানি, নিজের রিপুকে কতটা নিয়ন্ত্রণ করতে পারি ----- আর এজন্য বলা হয় তাকওয়ার লেভেল উন্নত করা ছাড়া আর কোন উপায় নেই।
০২ রা মে, ২০০৯ রাত ৯:২৯
আগামি বলেছেন: তাকওয়ার লেভেল উন্নত করা ছাড়া আর কোন উপায় নেই । -তাইলে তো দেখি তাকওয়া ছাড়া সকল শিক্ষা অর্থহীন !
আবার নাকি মুহসিন না হইলে তাকওয়া অর্থহীন ?- কোন দিকে যে যাই !
আজীব সমস্যা !
১০| ০২ রা মে, ২০০৯ রাত ৯:৩৪
অনন্ত দিগন্ত বলেছেন: "" সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত ""
এটাই সত্যি ... পুথিগত বিদ্যায় শিক্ষিত হলেই কেউ সু-শিক্ষিত হয় না ... শুধু কয়েকটা সার্টিফিকেটের মালিক হয় মাত্র।
০২ রা মে, ২০০৯ রাত ১১:৫৯
আগামি বলেছেন: শুধু বিদ্যা অর্জন নয় চাই জ্ঞানের আলোর মনকে আলোকিত করা ।
১১| ০৩ রা মে, ২০০৯ রাত ১১:০৯
রাতেরপথিক বলেছেন: ভাল কথা লিখছেন। আমিও কমার্সের একটু শিক্ষিত হইবার চাইছিলাম তয় এহন দেখি কেরাণি না হইয়া উপায় নাই । আর আমাগো মাষ্টারাও আমাগে কেরাণি বানানোর জন্য ব্যস্ত।
++
০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:৩৯
আগামি বলেছেন: তৃতীয় বিশ্বের হাড় কংকালের দংগলের জন্য এখন কমার্স ছাড়া উপায় নাই ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০০৯ সকাল ৮:৩৫
নীল_১৭ বলেছেন: শিক্ষা এমন একটা ব্যাপার যা খায়ও না মাথায়ও দেয় না । তবে certificate বলে একটা ব্যাপার আছে যেটা গায়ে দেয়