নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্নিপুরুষ

এলোমেলো হয়ে যাই , এই জল জোছনায়।

অগ্নিপুরুষ

পৃথিবীর সব মানুষই কোন না কোন গুনে অসাধারন, কিন্ত সাধারন মানুষের সংখ্যা খুবই কম। সাধারণ হওয়ার জন্য যতটা অসাধারণ গুন অর্জন করতে হয়, ততটা অসাধারণ হওয়াই আমার জীবনের লক্ষ্য।

অগ্নিপুরুষ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি কি?

২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৯

দেশের এমন একটা পরিস্থিতি অথচ আমাদের কিছুই করনীয় নাই। বা ইচ্ছা থাকলেও সেই সামর্থ নাই। এটা নিয়ে একটা কৌতুক মনে পড়ল। হয়ত আপনারা সবাই তা জানেন তবুও আমি স্মরন করিয়ে দেই……..।



এক কলেজ পড়ুয়া যুবক তার রাজনীতিবিদ বড় ভাইয়ের বাসায় থেকে পড়াশুনা করত। বড় ভাই যখন রাত্রিবেলায় বাসায় ফিরে এসে খাওয়া দাও শেষ করে বউ এর সাথে বিছানায় যেত, তখন এই যুবক তা জানালার ফাঁক গলে দেখত। রাজনীতিবিদ বড়ভাই ব্যাপারটা আঁচ করতে পারল। কিন্ত ছোট ভাইকে বলার মত কোন উপায় সে পেলনা। দেশের এমন অরাজক পরিস্থিতি দেখে একদিন ছোট ভাই খাওয়ার টেবিলে বসে রাজনীতিক বড় ভাইকে জিজ্ঞস করল- ভাই আমি এই দেশের কিছুই বুঝিনা, রাজনীতিবিদরা কি করছে? দেশের এমন পরিস্থিতে জনতার কি করনীয়? এমন প্রশ্ন শুনে বড়বাই উত্তর দিল যে রাজনীতি অনেক বড় ব্যাপার এত সহজে তুই বুঝবি না। তবে এটুকু বললেই হয়ত বুঝতে পারবি যে রাজনীতি কি জিনিস- ধর তোর ভাবী হল দেশ আর আমি হলাম সেই দেশের রাজনীতিবিদ, আর তুই হইছস জনগন। এই বলে বড়ভাই জিজ্ঞেস করল- কিরে বুঝতে পারছস? ছোটভাই তার কিছুই বুঝল না। তখন বড়ভাই উত্তর দিলেন- সময় হইলেই বুঝতে পারবি। খাওয়া শেষ করে সবাই যার যার রুমে ঘুমাতে গেল। কিন্ত ঘুম কি আর আসে? বড়ভাই বৌ নিয়ে বিছানায়, আর ছোট ভাই রাজনীতির ব্যাপারে দেওয়া ভাইয়ের রহস্যজনক কথার উত্তর খুজছে। একসময় ছোট ভাই হঠাৎ তার ঘর ছেড়ে বের হয়ে বড় ভাইয়ের জানালার ফাঁকে চোখ দিল। ছোট ভাই তার ভাই এবং ভাবির একান্ত ব্যক্তিগত সময় যখন উপভোগ করছে, তখনই সে তার বড় ভাইয়ের রহস্যজনক কথার সমাধান পেল। তার বড়ভাই তাকে বলেছিল যে ভাবী হল দেশ, বড়ভাই রাজনীতিবিদ আর সে জনতা। তাহলে ব্যাপারটা দাড়ায় যে, রাজনীতিবিদরা দেশটারে চুইদা শেষ করে দিতেছে, আর জনগন শুধু হা কইরা তা দেখে, কিছুই করনীয় নাই। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কি তাই বলছে না?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.