![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
সাবেক ভারত শাসক মোগলরা না থাকলেও আফগানরা তো আছেই। পাক-ভারত যুদ্ধে উভয়পক্ষ ক্লান্ত হলে আফগানরা তাদের বিশ্রামের ব্যবস্থা করতেই পারে।তখন আবার দিল্লির মসনদে তাদেরকে দেখা যেতে পারে। আর মোগলরাও মূলত আফগানিস্তানের লোকই ছিল। এদিকে আফগানদের নিকট অতীতে বড় শক্তির সাথে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। তারপর আফগানরা পরমাণু শক্তিধর শক্তি হয়ে কাল পতাকা উড়িয়ে ইসরাইলর উদ্দেশ্যে যাত্রা করতে পারে। কারণ ভারত বন্ধু ইসরায়েল আফগানদের ভারত জয়ে বিঘ্ন ঘটাতে পারে।আফগানরা ইসরায়েল জয় করার পর ফিলিস্তিন তাদের হারানো রাষ্ট্র ফিরে পাবে। দক্ষিন এশিয়ার যুদ্ধে ইসরাইল ছাড়া আর কোন পক্ষকে ভারতের পক্ষে না থাকার সম্ভাবনা রয়েছে।ভারত অহিন্দু শাসনে হাজার বছর থাকার পর হিন্দু শাসন ফিরে পেয়ে তাদের সকল প্রজার সাথে বন্ধু সুলভ আচরনে সক্ষম হয়নি। এমনকি তারা হরিজনদের সাথেও সঠিক আচরণ করেনি।
উগ্র হিন্দুরা সৌদি আরব জয় করে কাবা ঘরকে শিব মন্দির বানানোর স্বপ্ন দেখে। কিন্তু শেষ তক তাদের নিজ দেশের মন্দির সমূহ টিকে থাকে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। যুদ্ধে উভয় পক্ষ জয়ের আশা করলেও শেষ পর্যন্ত এক পক্ষ হেরে যায়।মুসলিমরা হারে না। কারণ তারা হার মানে না। এত কিছুর পরেও হামাস হাল ছাড়েনি। মহানবির (সা.) সময় থেকে মুসলিমদের এমন অবস্থা। তারপর তারা একটা সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয়েছে। পক্ষ ত্যাগ মুসলিমবিজয়ের একটি অন্যতম প্রধান কারণ। কুরাইশ নেতা হযরত আবু সুফিয়ান (রা.) কন্যা প্রথমে মহানবির (সা্.) স্ত্রী হন। অশেষে অবশেষে তাঁর পুত্র হযরত মুয়াবিয়া (রা.) মুসলিম হলে হযরত আবু সুফিয়ান (রা.) নিজেও মুসলিম হন। তারপর মহানবি (সা.) মক্কা জয় করেন। পক্ষ ত্যাগের এ বিষয়টি সামনেও ঘটতে পারে। যাতে অমুসলিমদের মনবল ভেঙ্গে যেতে পারে, যা মুসলিম বিজয়ে সহায়ক হবে।
ইসরাইল ও তাদের বন্ধুরা মুসলিমদের মনে অনেক ক্ষোভের সৃষ্টি করেছে। সেই ক্ষোভের আগুনে তারা শেষ হয়ে যেতে পারে। মুসলিম এখন বিশ্ব বিস্তৃত। তাদেরকে শেষ করা এখন আর সম্ভবের মধ্যে নেই। তাদেরকে শেষ করা না গেলে যারা তাদেরকে শেষ করতে চায় তারা তাদেরকে শেষ করে দেয়। এখন তাদের মনে ক্ষোভ একটু বেশী আছে। সে জন্য তারা হয়ত শত্রুপক্ষকে আর দয়া দেখাবে না। তাদের মধ্যকার উগ্রগুষ্ঠিকে থামানো যাবে না। সুতরাং মুসলিম বিরোধী ব্যাপক যুদ্ধে বিশ্বের জনসংখ্যা প্রচুর পরিমাণে কমে যাবে।সকল ধর্মের শান্তিপূর্ণ সহঅবস্থান একটি ভালো বিষয় ছিল। অমুসলিম উগ্রগুষ্ঠি শান্তিপূর্ণ সহঅবস্থানের সুনীতি লংঘন করছে। তাদের অপরাধ তাদের বিলুপ্তিকে তরাম্বিত করবে। পানিপথের তৃতীয় যুদ্ধে হিন্দুরা মুসলিমদের সাথে হেরে ছিল। তখন বৃটিশ ভারত দখল করেছে। এবার আফগানরা ফিরে আসার সম্ভাবনা। অমুসলিমদের অস্ত্র থাকলে কি হবে, যদি তাদের অস্ত্রের দখল হাত ছাড়া হয় তাহলে তাদের অস্ত্রেই তাদেরকে ঘায়েল হতে হবে। যুদ্ধে এমন হয়।
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আন্তর্জাতিক রাজনীতি শুধু একলা আপনি বুঝেন, সেটা আপনাকে কে বলল? আপনি যা বুঝেন তাতে তো ব্লগ কর্তৃপক্ষ এবং ব্লগারগণ ত্যাক্ত-বিরক্ত। একমাত্র রানু ছাড়া আপনার অকুন্ঠ সমর্থক পাওয়া যায় না। তবে আপনার কিছু ভাবনা সঠিক হয় সেজন্য আমিও আপনার লেখা পড়ি এবং আপনাকে সমিহ করি। তাই বলে আপনার সকল কথা সঠিক না।
২| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: শুধু একজনের কমেন্ট পড়তে এসেছিলাম, পড়া শেষ চলে যাচ্ছি।
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি আমাকে অসম্মান করলেও আমি তাঁকে অসম্মান করিনি।
৩| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১২
নতুন নকিব বলেছেন:
আপনি বলতে চেয়েছেন, পাক-ভারত যুদ্ধ উভয় পক্ষকে ক্লান্ত করলে আফগানরা নতুন শক্তি হয়ে উঠতে পারে। মুসলিম ঐক্য ও ক্ষোভ শত্রু পক্ষের মনোবল ভেঙে দিতে পারে। ইতিহাসের পুনরাবৃত্তিতে দক্ষিণ এশিয়ায় আফগান প্রভাব আবার ফিরে আসতে পারে, যেখানে অস্ত্র নয়, মনোবল নির্ধারণ করবে বিজয়ী কে হবে।
তবে আমি মনে করি, শেষ পর্যন্তু দুই পক্ষই সংযত হবে। কোনো যুদ্ধই হবে না।
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা উগ্র তারা যুদ্ধ চায়, যারা শান্তি প্রিয় তারা যুদ্ধ চায় না। কিন্তু যুদ্ধ হলে এর একটা ফলাফল আসে। সেই ফলাফল কি হবে আমি সেইটা বুঝানোর চেষ্টা করেছি।
৪| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:২১
যামিনী সুধা বলেছেন:
মহানবীর (স: ) মক্কা বিজয়, ওমরের জেরুসালেম বিজয়, অটোম্যানদের ইউরোপ বিজয়, বাবরের ভারত বিজয়, সবই ছিল সামন্তবাদের সময়ে; এখন বিশ্ব বদলে গেছে, কেহ যুদ্ধ চাহে না; ফলে মুসলমানদের সাথে কারো যুদ্ধ হচ্ছে না। মুসলমানরা নিজেদের মাঝে যুদ্ধ করছে, নিজেদের মাঝে জয়ী হচ্ছে।
মিশরে ব্রাদাহুডকে পরাজিত করেছে সেনাবাহিনী, জর্ডান এক সময় হামাস দখল করে নিতে পারে; আসাদকে পরাজি্ত করেছে সুন্নীরা। ইয়েমেন সুন্নীদের পরাজিত করেছে শিয়ারা; সৌদী আছে ইরানের ভয়ে।
আপনাকে আজকের বিশ্বকে বুঝতে হবে।
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বদলে যাওয়া বিশ্বে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হচ্ছে। ইসরায়েল-গাজা যুদ্ধ হচ্ছে। এখন কেহ যুদ্ধ না চাইলে চলমান যুদ্ধগুলো চলছে কেমন করে। আর মুসলিমরা অবশ্যই গাজার প্রতিশোধ নিতে চাইবে।
৫| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:২৫
যামিনী সুধা বলেছেন:
গত শীতে ছোট ছোট আফগান বাচ্চরা পাহাড়ী বরফের উপর দিয়ে খালি পায়ে হেঁটে নীচের থেকে পরিবারের জন্য পানি এনেছে; সেই আফগানরা হয়তো সামান্য ভালো ক্রিকেট খেলছে, হয়তো অবশেষে চাষবাস করতে শিখবে; এর থেকে ভালো হতে শত বছর লাগবে।
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বিজ্ঞানের ছাত্র আর আমি ইতিহাসের ছাত্র। আপনি বিজ্ঞান বুঝেন, কিন্তু ইতিহাস বুঝেন না।
৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:২৬
যামিনী সুধা বলেছেন:
বাংলাদেশের মানুষ এই বছর গত বছরের চেয়ে দরিদ্র জীবন যাপন করবে।
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের মানুষ গত বছরের চেয়ে এ বছর ভালো আছে।
৭| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪২
নিমো বলেছেন: আপনি দয়া করে India Wins Freedom বইটা পড়ুন। তাহলে এসব উদ্ভট আর হাস্যকর পোস্ট দিবেন না।
৮| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৩
যামিনী সুধা বলেছেন:
লেখক বলেছেন: বাংলাদেশের মানুষ গত বছরের চেয়ে এ বছর ভালো আছে।
-আপনি দেশের ও বিশ্বের মেক্রো অর্থনীতির খবর রাখেন বলে মনে হয় না: যখন জিডিপি বাড়ে, ইনফ্লেশান কমে, বিনিয়োগ বাড়ে, সরকারী ঋণ কমে, চাকুরী বাড়ে, বেশী মানুষ গ্রেজুয়েশন করে, মাথাপিছু আয় বাড়ে; শুধু তখনি দেশের মানুষ ভালো থেকে। মিলায়ে দেখেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৪
যামিনী সুধা বলেছেন:
আপনার আন্তর্জাতিক রাজনীতির জ্ঞানের বহরে শুধুমাত্র আদা বেপারীর জাহাজ আছে। কবিতা নিয়ে থাকেন, সেখানে আপনার সুনাম আছে।