নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

একবারে ৫০টি ফ্রি AI টুলের নাম বাংলায় সিরিয়ালসহ !!

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৭

আপনার কাজ হবে আগের থেকে ১০ গুণ দ্রুত!
আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ, স্মার্ট ও গতিশীল করতে নিচে ৫০টি অসাধারণ ফ্রি AI টুলের তালিকা দেওয়া হলো। এই টুলগুলো ব্যবহার করলে আপনি সময়, খরচ এবং পরিশ্রম—তিনটিই বাঁচাতে পারবেন।

১. ChatGPT – যেকোনো প্রশ্নের উত্তর দেয়, রাইটিং পার্টনার হিসেবেও কাজ করে।
২. Canva AI – কনটেন্ট ডিজাইন ও সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি সহজ করে তোলে।
৩. Pictory – টেক্সট থেকে ভিডিও তৈরি করে অটোमैটিকভাবে।
৪. Copy.ai – প্রমোশন, ক্যাপশন, ব্লগ লেখা ইত্যাদিতে সহায়তা করে।
৫. Jasper AI – বিজ্ঞাপন, আর্টিকেল, ইমেইল কনটেন্টে অসাধারণ সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখায় ভুল ধরিয়ে দেয় ও সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে প্যারাফ্রেজ করে নতুন রূপ দেয়।
৮. Synthesia – AI-চালিত এভাটার দিয়ে ভিডিও বানানো যায়।
৯. Looka – লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করতে পারে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করে।
১১. Leonardo AI – কাল্পনিক ছবি ও ডিজাইন তৈরি করে।
১২. Durable – মাত্র ৩০ সেকেন্ডে ওয়েবসাইট বানিয়ে ফেলে।
১৩. SlidesAI – লেখাকে স্লাইড প্রেজেন্টেশনে রূপান্তর করে।
১৪. Runway ML – ভিডিও এডিটিং এবং AI ইফেক্টে পারদর্শী।
১৫. Tome – গল্পভিত্তিক প্রেজেন্টেশন বানাতে সাহায্য করে।
১৬. Notion AI – নোট লেখা ও টাস্ক ম্যানেজমেন্টে জেনিয়াস।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নয়েজ অটো ফিল্টার করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত অংশ সহজে মুছে ফেলে।
১৯. Replika – AI-চালিত ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – নিজস্ব মিউজিক তৈরি করতে পারে AI-এর মাধ্যমে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য অরিজিনাল মিউজিক জেনারেট করে।
২২. Voicemod – ভয়েস বদলাতে বা ইফেক্ট দিতে কার্যকর।
২৩. Lumen5 – ব্লগ কনটেন্ট থেকে ভিডিও বানায় দ্রুত।
২৪. Descript – ভিডিও এডিট করা যায় শুধু টেক্সট দিয়ে!
২৫. Kaiber – অ্যানিমেশন ও ভিডিও জেনারেশন AI টুল।
২৬. AutoDraw – সাধারণ ড্রইংকে নিখুঁত ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – হিউম্যান-লাইক ভয়েস তৈরি করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েসসহ।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং থেকে শুরু করে মার্কেটিং টেক্সট পর্যন্ত পারে।
৩০. Play.ht – লেখাকে ভয়েসে রূপান্তর করে।
৩১. Papercup – ভিডিওতে অন্য ভাষায় ভয়েস ডাব দেয়।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ কাহিনী তৈরি করে।
৩৩. TTSMaker – টেক্সটকে স্পিচে রূপান্তর করে সহজেই।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট মুছে দিয়ে ক্লিন লুক দেয়।
৩৫. Designs.ai – ভিডিও, অডিও, লোগোসহ সব ডিজাইনের কাজ করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড বা প্রম্পট থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – PDF, ডক, ভিডিও টুলস ফ্রিতে ব্যবহার করা যায়।
৩৮. ChatPDF – PDF পড়ে তার সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট রিসার্চ ও ব্লগ প্ল্যানিংয়ে হেল্প করে।
৪০. INK – SEO, রাইটিং ও কনটেন্ট অটোমেশন একসাথে করে।
৪১. DeepL – ট্রান্সলেশন AI – যা গুগল ট্রান্সলেট থেকেও স্মার্ট।
৪২. OpenArt – AI দিয়ে সুন্দর সুন্দর আর্টওয়ার্ক তৈরি করে।
৪৩. NameSnack – বিজনেস বা ব্র্যান্ডের নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটে সংযুক্ত করার জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে তথ্য বের করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার কনভার্সন টুল।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট কনটেন্ট লেখা সহজ করে তোলে।
৪৮. Hugging Face – নানা ধরনের NLP ও AI টুলস সরবরাহ করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে দারুণ ছবি ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখাকে SVG ইলাস্ট্রেশনে রূপ দেয়

✅ এখনই এই টুলগুলো ব্যবহার করে আপনার কাজকে করে তুলুন আরও গতিশীল ও স্মার্ট!

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৬

নতুন নকিব বলেছেন:



দারুন সংগ্রহ। ধন্যবাদ। প্রিয়তে রেখে দিলাম।

২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১:০১

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!

২| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি Chatgpt ও Copilot ব্যবহার করি।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.