নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

অবশেষে পোলার বাপ!! চাচা/ফুপিরা এইদিকে আসেন, মিষ্টি খান এবং ছেলের নাম দেন।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

বিগত ১২ তারিখ সকাল ৮ঃ০৫ এ মহান আল্লাহ্‌ তাআলা আমি এবং আমার স্ত্রীকে একটি ফুটফুটে পুত্র সন্তানের গর্বিত পিতামাতা বানিয়েছেন এবং একই সাথে সহব্লগার গন আপনারাও চাচা এবং ফুপি হলেন। মা এবং সন্তান উভয়েই আল্লাহ্‌র অশেষ রহমতে সুস্থ আছেন। আমার সন্তানের জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী।

আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, আর সম্ভব হলে একটা সুন্দর নাম প্রদান করে কৃতার্থ থাকিবেন।

মন্তব্য ৭৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

ফুল বানু বলেছেন: আপনার সন্তানের জন্য শুভ কামনা রইলো । দির্ঘজীবি হোক আপনার সন্তান

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

গেম চেঞ্জার বলেছেন: Congratulations!! মাশাল্লাহ অগ্নিভাই! ছেলের নাম আগেই বলে দিয়েছিলাম।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

অগ্নি সারথি বলেছেন: জ্বি ভাই মনে আছে। ধন্যবাদ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাশাআল্লাহ ! মাশাআল্লাহ !!!
পোলাটা পুরাই মায়ের চেহারা পাইছে B-)

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

অগ্নি সারথি বলেছেন: হা হা হা। নাহ, সবাই বলছে সে নাকি আমার কপি পেস্ট।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

জুন বলেছেন: মাশাআল্লাহ বেচে থাকুক সুস্থ দেহে আর মনে। আপনাদের জন্য রইলো অভিনন্দন।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জুন।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,



অভিনন্দন ।

নতুন অতিথিটি বেড়ে উঠুক সুন্দরের সারথি হয়ে , ইনশাআল্লাহ ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অভিনন্দন বাবা ও মাকে....
নবাগতর জন্য অনাবিল শুভ কামনা...

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আশা করি মা ও শিশু দুইজনই সুস্থ আছেন।

বাচ্চাদের ডাক নাম তো আসলে কোন শেষ নেই। যখন যা ভালো লাগে তাই ডাকবেন। আমার এক পরিচিত তার বাচ্চাকে কত অদ্ভুত, অর্থহীন ভালোবাসা পূর্ন নামে ডাকে। যেমন, বাবু, পুটু, কুটকুট, আরো কত কি!! অথচ শখ করে ছেলের নাম রেখেছে মোহাম্মদ মুফতাসিমুল আইমান।

অনেকেই বাবা মায়ের সাথে মিলিয়ে নাম রাখেন। এটা নির্ভর করে পরিবারের সদস্য বা মুরুব্বীদের ইচ্ছা বা ঐতিহ্যের উপর। তবে আরবি নামই যে রাখতে হবে এমন কোন তথ্যের প্রমান পাওয়া যায় নি। এই গুলো আমাদের দেশের কিছু কথিত ব্যাপার। যেটা বলা হয়েছে তা হলো, সুন্দর অর্থবহ নাম রাখতে। আপনি চাইলে বাংলাতেও সুন্দর অর্থবহ নাম রাখতে পারেন।

বাকি থাকে ডাক নাম! আদর করে যা ডাকবেন সেটাই বেটার নাম হয়ে যাবে। তবে আবার গুল্টুস, পুল্টুস ডাইকেন না। :P :P

বাই দ্যা ওয়ে, আমার প্রিয় একটা নাম হলো - আদিত্য। এর মানে হলো সূর্যের মত প্রতাপশালী।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই। আরবী নাম খুজছি না। বাংলাই খুজছি। আদিত্য নামটা বেশ সুন্দর। নির্বাচিত তালিকায় রাখলাম। :)

৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আর শুভকামনা । মা সন্তান বাবা সবাই সুস্থ থাকুন এবং দীর্ঘ জীবন লাভ করুন । অনেক অনেক ভাল থাকুন।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

প্রলয়শিখা বলেছেন: আসল নাম কি রাখবেন সেটা বাপের উপর ছেড়ে দিলাম। ডাক নামের ক্ষেত্রে কিছুটা বলি। চট্টগ্রামের মানুষেরা নতুন অতিথিকে "ফুতিয়া" , "ফুতইন্যা" , "গুরা ফুতো" ইত্যাদি বলে ডাকে :D

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

অগ্নি সারথি বলেছেন: :)

১০| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

তারছেড়া লিমন বলেছেন: মা-ছেলে সুস্থ থাক এই কামনায় করি............... যাই এই বার ভাল স্কুলের খোঁজ টা সেরে নিই।।চাচা হিসেবে আমার ও তো কিছু কর্তব্য আছে।। ;) ;) ;)

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। কর্তব্য তো অবশ্যই লিমন ভাই। আপনার দেয়া নামটা কিন্তু মাথায় আছে।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯

ধমনী বলেছেন: শুভকামনা নতুন অতিথি এবং পরিবারের সবার জন্য।

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪

অগ্নি সারথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Congratulations!

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫

অগ্নি সারথি বলেছেন: Thank you so much.

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪১

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন। বাবুটার জন্য অনেক অনেক দোয়া রইল।

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই। আমি আসলে আমার বাচ্চার জন্য সকলের কাছ থেকে অনেক অনেক দোয়া চাই।

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
বাবুর জন্য শুভ কামনা

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাশা আল্লাহ
অভিনন্দন,,,
ভাতিজার কয়েকটা ডাক নাম দিলাম
সামু,প্রথম,বুবলা,কুট্টুশ,বাবুই,মানকু...............লাট্টু

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই। প্রথম নামটা অনেক সুন্দর।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:

মিস্টির ছবি দেয়া খারাপ দেখায়

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯

অগ্নি সারথি বলেছেন: ওকে তুলে দিলাম।

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬

যান্ত্রিক বলেছেন: শুভকামনা আপনার জন্য।
আপনার স্ত্রীর নামের অদ্যাক্ষরটা কি জানতে পারি?
পুত্র সন্তানের নাম হবে মায়ের নামের অদ্যাক্ষরে আর কন্যা সন্তানের নাম হবে বাবার নামের অদ্যাক্ষরে। এটা আমাদের এলাকার রেওয়াজ। :D

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

অগ্নি সারথি বলেছেন: এই রেওয়াজটা আমাদের ও ভাই কিন্তু নাম পাচ্ছিনা তাই রেওয়াজ পালন করে কে? আমার স্ত্রীর নামের অদ্যাক্ষর হল 'অ'। অনেক ধন্যবাদ ভাই।

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন। এই অনুভূতি অসামান্য সুন্দর।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই। বাস্তবিক এই অনুভূতি বলে বোঝাতে পারব না।

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

কিরমানী লিটন বলেছেন: Congratulations!!গর্বিত পিতার মতোই-ধন্য হোক আপনার পিতৃত্বের স্বাদ...
আপনার সন্তান আলোকিত মানুষ হোক,সব্বাইকে ছাড়িয়ে!!!
অনেক দোয়া ও শুভকামনা রইলো,সবাইকে...

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

অগ্নি সারথি বলেছেন: দোয়া ও শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটন ভাই।

২০| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

সাহসী সন্তান বলেছেন: Congratulations!! অগ্নি ভাই! বাবা-মা এবং সন্তানের জন্য রইলো অফুরন্ত শুভ কামনা!

তবে আগেই বলেছি, নাম রাখার দ্বায়ীত্ব মুরুব্বিদের। আর আমি মুরুব্বি না! সুতরাং এব্যাপারে সম্পূর্ণ ছাড় চাই! দেখেন ব্লগে অনেক মুরুব্বি আছে, তারা তাদের ভাতিজার জন্য কি নাম ঠিক করে?

ও একটা কথা, নাম ঠিক হয়ে গেলে আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু?

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

অগ্নি সারথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। নাম অবশ্যই জানাব ভাই। আমার সন্তানের জন্য দোয়া করবেন।

২১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অভিনন্দন আর শুভকামনা ।
মা, সন্তা্‌ন, বাবা সবাই সুস্থ থাকুন এবং দীর্ঘ জীবন লাভ করুন !!!
অনেক অনেক ভাল থাকুন।

আমি বড় ফুপী, মিষ্টি দিলাম! আপনারা সবাই মিষ্টি খান!!! :) :) :D

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

অগ্নি সারথি বলেছেন: এইবার ভাল লেগেছে। ফুপি তার দায়িত্ব পালন করায় অনেক খুশি হইছি।

২২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: অভিনন্দন!
আচ্ছা আমাকে একটু বলবেন বাবা হওয়ার অনুভূতি কেমন?

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

অগ্নি সারথি বলেছেন: শব্দে বলে বোঝাতে পারব না ভাই। শুধু জানি যখন প্রথম বাবুকে কোলে নিলাম তখন আমি ঝরঝর করে কাদছিলাম। এ এক অন্য রকম অনুভূতি। অন্য রকম স্বর্গীয় সুখ। যখন সবাই বলছে বাবু আমার পুরো কপি হয়েছে তখন যে কি ভালটা লাগে!! দোয়া করবেন আমার ছেলেটার জন্য।

২৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

রাতুলবিডি৪ বলেছেন: ইবনে নারুন
( অগ্নি পুত্র)

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

অগ্নি সারথি বলেছেন: হা হা। অনেক সুন্দর ভাই।

২৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

আরণ্যক রাখাল বলেছেন: শতায়ু হোক আপনার সন্তান

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

অগ্নি সারথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

২৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

মানবী বলেছেন: অনেক অনেক অভিনন্দন অগ্নি সারথি।

নিউ বর্ণ বেবীদের চেহারা সাধারনত খুব ভালো বুঝা যায়না, মাশআল্লাহ্ এই বাবুটা জন্মের সময় থেকেই খুব হ্যান্ডসাম! :-)

বাবুটা আর ওর মায়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

অগ্নি সারথি বলেছেন: চুপি চুপি একটা কথা বলি। নারীবাদী দৃষ্টিকোন থেকে দেখবেন না। খুব আশা করেছিলাম আমার একটা মেয়ে বাবু হবে কিন্তু আমার স্ত্রীকে যে হসপিটালে ভর্তি করেছিলাম সেখানে টানা ১২ জন মেয়ে বাবুর পর আমার ছেলের জন্ম। এখন এ কারনেই সে হ্যান্ডসাম হল কিনা কে জানে?
দোয়া করবেন আমার বাবুর জন্য। ধন্যবাদ মানবী।

২৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার পুত্রের জন্য রইলো অনেক শুভ কামনা ।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

২৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন !

অনেক অনেক শুভকামনা রইলো।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮

অগ্নি সারথি বলেছেন: পোলার চাচায় আইল এতক্ষনে!!

২৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

সুমন কর বলেছেন: আর কইয়েন না.....অফিস আর বাসা নিয়ে খুব ঝামেলায় আছি........... /:)

আমার ভাতিজা আর ভাবীর প্রতি খেয়াল রাইখেন..... ;)

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

অগ্নি সারথি বলেছেন: আমিও বেশ ঝামেলায় আছি অফিস নিয়ে। মাঝে মাঝে মনে কয় চাকরী বাকরী ছেড়ে দিয়ে বাবুকে এখন সময় দেই। ধন্যবাদ ভাই।

২৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

যান্ত্রিক বলেছেন: অমীদ (Omeed) মানে আশা (Hope) :)

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

অগ্নি সারথি বলেছেন: সুন্দর ভাই।

৩০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

আমিই মিসির আলী বলেছেন: বাহ্! অনেক কিউট।
নামের বিষয় কোন সিদ্ধান্তে যেতে পারলাম না।
তবে মনে হয় নাম দেয়ার কাজটা আপনার করা উচিৎ।

কি দিলেন জানাবেন :)

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৭

অগ্নি সারথি বলেছেন: 'শ্রেয়ান'। তার দাদীর পছন্দের নাম।

৩১| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

ভিটামিন সি বলেছেন: অফুরন্ত শুভ কামনা আপনার বাবুটার জন্য। ভালো থাকুক সোনামনির মা ও।
সবাই তো দেখি পোলা-মাইয়ার বাপ-মা হইয়া যাইতাছে। হে বিধাতা, আমার ভাগের দুইটা কই? তাড়াতাড়ি পাঠায়া দেও। নইলে কইলাম খবর আছে।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ।
:P :P :P :P

৩২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

সজিব হাওলাদার বলেছেন: খুব ভাল একখান কাজ করেছেন।অভিনন্দন আপনাকে।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৩| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২

স্পর্শিয়া বলেছেন: অভিনন্দন আর শুভকামনা।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ স্পর্শিয়া।

৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! কি সুখবর! অনেক অনেক দোয়া রইলো নতুন অতিথির জন্য।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ তনিমা ।

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯

রমিত বলেছেন: আপনাকে প্রাণঢালা অভিনন্দন সারথি ভাই। ছেলের অনেক সুন্দর জীবন কামনা করি।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ রমিত ভাই। পোলার নাম রাখছি 'শ্রেয়ান'।

৩৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

প্রামানিক বলেছেন: অভিনন্দন তবে মিষ্টিটা কি নিজের পয়সায় খেতে হবে?

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১

অগ্নি সারথি বলেছেন: এজন্যই তো ব্লগের সব্বাইরে চাচা আর ফুপি বানায় দিসি। B-) B-) B-) B-)

৩৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩

রোদেলা বলেছেন: অভিনন্দন,স্বর্গীয় অনুভূতিতে প্রবেশ।

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

অগ্নি সারথি বলেছেন: :) অনেক ধন্যবাদ রোদেলা।

৩৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা ও শুভকামনা ভাই।

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কান্ডারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.