![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা চা, কফি, পানি, জুস এরকম কিছু খাবার পান করি। সেটা করি গ্লাস, মগ, কাপ বা সরাসরি কোনো বোতলের মুখে। যখন আমরা এভাবে কোনো কিছু খাই তাকে বলা হয় পান করা।
এবার আসুন ধুমপান নিয়ে যে ডাহা মিছা কথা কওন হয় সেদিকে।
এটা কখনো কাপ, গ্লাস বা অন্যকোনো উপায়ে পাণীয়র মতো পান করা হয় না। তাই এটাকে পান করা বলা যায় না। তাছাড়া পানি পান করলে যেমন কিছুটা স্বস্তি লাগে সেটাও হওয়ার কথা না। এর প্রভাব পেতেও অপেক্ষা করতে হয়। ধরুন এক বছর থেকে কয়েক বছর।
কাশি, ক্যান্সার, বুকে ব্যথা, ক্যান্সার এগুলো একদিনে হয় না। বেশ সময় লাগে। কিভাবে এগুলোকে আরও সহজে আকৃষ্ট করবেন তা নিয়ে চলুন কিছু একটা ভাবি।
ফলাফল পাবেন দ্রুত।
পান করা যদি সত্যিই হয় ।ফলাফল যদি তাতক্ষণিক পেতে চান তবে কয়েকটা নয একটা সিগারেট আর একটা গ্লাস নিন। নিকোটিন গুলোকে গ্লাসের পানিতে ভিজিয়ে নিন। ভালোভাবে মিশলে এবার পান করুন। ফলাফল দ্রুত পাবেন। দ্রুত আপনি কিডনি ড্যামেজ হতে শুরু করবে।
তখন মনে হবে ধূমপান মানে বিষপান।
না , আমরা এটা চাই না। একজন মানুষও ধূমপান করে কষ্ট পাক তাও আমরা চাই না।
ধূমপান কতটা ভয়াবহ তা আবারও মনে করিয়ে দিতে এভাবে লিখছি। কিছুদিন আগে কোনো একটি ওয়েবসাইটে তথ্যটি পেলাম। তাতে বোঝা যায় একটি সিগারেটযে কতটা ভয়াবহ হতে পারে। গবেষকরা তাই এইভাবে উদাহরণটি দিয়েছেন।
তাই আপনি ভাবুন নিজে কেনো ধুকে ধুকে মরবেন আর পরিবারকে কষ্ট দিবেন।
ধূমপায়ী ভাই ও বোনেরা আপনি কি মনে করেন না পরিবারের বাইরেও কতো মানুষ আপনাকে ভালোবাসে। এই ঘৃণিত কাজটি করে কেনো আপনি অন্যকে কষ্ট দিতে চান? প্লিজ একবার ভাবুন।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
কি-বোর্ড বলেছেন: ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
তেমনি
সিগারেটের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে দেশ বড়।
তারচেয়ে বড়
আপনার মেধা, বুদ্ধি, সততা।
আপনার একটু ভুলের জন্য দেশ একজন সত, যোগ্য ও ভালোবাসার মানুষকে হারাতে পারে। যাকে শুধু পরিবার নয় পরিবারের বাইরে ও অনেকে ভালোবাসে।
আপনি যদি চিন্তা করেন, ধূমপান মল পান তখন দেখবেন আপনার ইচ্ছাশক্তি অনেক বেড়ে গেছে। দিনদিন নয় একদিনেইে এ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন।
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১
সেলিম মোঃ রুম্মান বলেছেন: ইচ্ছাশক্তির বড়ই অভাব
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭
এইচ আর খান বলেছেন: টেনশনে বেশী খাই(পান করি)...তবে ছাড়তে চাই । ইনশাল্লাহ খুব দ্রৃত করবো
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২
বিলাসী বলেছেন: চমৎকার লিখেছেন, তবে যারা এটাতে আসক্ত তারা এটা পড়ে মনে করবে যে একটা গল্প পড়লাম।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২
ঢাকাবাসী বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩
কি-বোর্ড বলেছেন: অসাধারণ।মাতৃভাষায় পয়েন্টগুলো হলে আরো বেশি কাজে আসবে।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
হিংস্র ঈগল বলেছেন: ভাইজানেরা ছোট মুখে একটা বড় কথা বলি, মাইন্ড খাইয়েন না। এই যে ধূমপানের এত এত ক্ষতি এগুলো তো আমাদের ঢাকা মেডিকেলের ডাক্তাররা গবেষণা করে বাইর করে নাই। সব পশ্চিমা বিশ্বের বিজ্ঞানীদের গবেষণা লব্ধ। কিন্তু এইসব বিজ্ঞানীরা ধূমপানের এত কুফুল দেখে, মদ এর শূকরের মাংসের ক্ষতিকর দিক কি এদের চোখে পড়ে না?? আমি এখন পর্যন্ত আমেরিকা, রাশিয়ার কোনও গবেষক দেখলাম না, যিনি শূকরের মাংসের ক্ষতিকর দিক নিয়ে কখনো আলোচনা করেছেন। সব রোগ শুধু সিগারেটের মধ্যে।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
অশান্ত পৃথিবী বলেছেন: মাঝে মাঝেই চিন্তা করি ছেড়ে দিবো কিন্তু দিন দিন আরো বেড়ে যাচ্ছে।