![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেভাবে এল বাংলা ১২ মাসের নাম
শুভ নববর্ষ। চৈত্রসংক্রান্তি আর শেষ বসন্তের বিদায় বেলায় চলুন জেনে নেওয়া যাক কীভাবে এল বাংলা ১২ মাসের নাম।
চন্দ্রপথকে ২৭পথে ভাগ করে রাখা হয়েছে নক্ষত্রের নাম।
বাংলা ১২ মাসের নাম এসেছে মূলত ২৭টি নক্ষত্র থেকে।
যেমন:
বৈশাখ: বিশাখা নক্ষত্রের নাম থেকে এসেছে বৈশাখ
জৈষ্ঠ্য : জ্যেষ্ঠা নক্ষত্রের নাম থেকে এসেছে জ্যোষ্ঠ মাসের নাম।
আষাঢ়: আষাঢ় নামটি এসেছে পূর্বষাঢ়া নক্ষত্রের নাম থেকে।
শ্রাবণ: শ্রবণা নক্ষত্রের নাম থেকে এসেছে বাংলা শ্রাবণ মাসের নাম।
ভাদ্র :পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ থেকে এসেছে ভাদ্র মাসের নাম।
আশ্বিন: অশ্বিণী নক্ষত্রের নাম থেকে এসেছে আশ্বিন মাসের নাম।
কার্তিক: কৃত্তিকা থেকে এসেছে কার্তিক মাসের নাম।
পৌষ: পুষ্যা নক্ষত্রের নামটি থেকে এসেছে পৌষ মাসের নাম।
মাঘ : মঘা থেকে এসেছে মাঘ মাসের নাম।
ফাল্গুণ: উত্তর ফল্গুণী, পূর্ব ফল্গুণী থেকে এসেছে ফাল্গুন মাসের নাম।
চৈত্র: চিত্রা নক্ষত্রের নাম থেকে এসেছে বাংলা বছরের শেষ মাসটির নাম।
এভাবে ২৭টি নক্ষত্রের নাম থেকে এসেছে বাংলা ১২ মাসের নাম। যেমনটি হয়েছে ৭ দিনের নামের ক্ষেত্রেও। তবে সেগুলো গ্রহ থেকে। পরবর্তীতে তা-ও জানানো হবে।
আরও জানতে ক্লিক করুন এখানে।
©somewhere in net ltd.