নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জলে আগুন জ্বলে

আগুন জলে

যে জলে আগুন জ্বলে

আগুন জলে › বিস্তারিত পোস্টঃ

আগুন কাহন

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯



আগুন হলো মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ উপাদান। আগুনের ব্যবহার শেখার পরই মানব সভ্যতা এগিয়ে যায় কয়েকধাঁপ। পুরাণে আগুন নিয়ে আছে অদ্ভুত সব কাহিনী। আগুনের আবিষ্কর্তাকে নিয়ে এরকমই কিছু কাহিনীতে আসুন চোখ রাখি।



হিন্দুপুরানে দেবতা অগ্নি ইন্দ্রের জমজ। প্রখর তার রূপ। তার মাধ্যমেই দেবতার কাছে নিবেদন আবেদন করা হয়। তাই অগ্নিতে ঘৃতাহূতি বিনা পূজা হয়না। ইন্দ্রবিনা আর কারো দ্বিতীয় নয় অগ্নি, অনেক ক্ষমতা তার। অন্যদিকে গ্রীকপুরান আনুযায়ী টাইটান দেবতা প্রমিথিউস মৌরি গাছের ডালে করে লুকিয়ে স্বর্গ থেকে আগুন চুরি করে আনে মানবজাতির জন্য। তাতে ভীষন ক্ষেপে যান দেবরাজ জিউস। প্রমিথিউসের থেকে আগুনপ্রাপ্ত মানুষের জন্য তিনি পাঠান “প্যান্ডোরার বাক্স”- যা শত মানা করা সত্তেও জিউসেরই কন্যা প্যান্ডোরা খুলে ফেলেন। প্যান্ডোরার কৌতুহলের বলি হয় সমগ্র মানবজাতি। বাক্স থেকে একে একে বের হয়ে আসে- দুঃখ, জরা, ব্যাধি, হিংসা, ইর্ষা, লোভ, ক্রোধ, লালসা, এবং আরো যত খারাপ জিনিষ আছে সব। তবে ঈশ্বর যেহেতু একেবারে নিরাশ করবেন না মানুষকে তাই শেষ বের হয়ে আসে “আশা”; তাই আজও দুঃখ, জরা, ব্যাধি সবকিছুর পরেও আশায় আশায় বেঁচে থাকে মানুষ। এদিকে ঈশ্বরের ইচ্ছার প্রতি বিদ্রোহ করার দায়ে প্রমিথিউসকে বন্দী করা হয় ককাসস পাহাড়ের মাথায়, শাস্তিস্বরুপ এক ক্ষুধার্ত ঈগল পাখি এসে প্রতিদিন তার হৃদয়কে ঠুকরে খেয়ে যায়। পরদিন তৈরী হয় আরেক হৃদয়, কিন্তু পরদিন আবারো উড়ে আসে সেই ঈগল, আবারো তার একই শাস্তি। বহু প্রজন্ম পরে হেরাক্লেস মুক্তি দেয় এই গ্রীক পুরানের এই বীর বিপ্লবীকে।





চেরোকি’ জাতির মতে পৃথিবীতে শুরুর দিকে আগুন ছিলোনা, পৃথিবী ছিলো ভয়ানক ঠান্ডা। আকাশবাসী বজ্র একদিন আগুন পাঠালেন দ্বীপের মধ্যে একটি ফাঁপা সিকামোর গাছের ভিতরে। পশুপাখিরা ধোঁয়া দেখতে পেয়ে আগুনের কাছাকাছি যেতে চায়, তাতে শীত মরবে। কিন্তু গাছটাতো সেই নদীর মধ্যে দ্বীপে। যাবে কিভাবে ভেবে না পেয়ে সকল পশুপাখিকে নিয়ে সভা ডাকা হয়। যে পাখিরা অনেক দূর পর্যন্ত উড়তে পারে তাদের উপরে দায়িত্ব পড়ে আগুন আনার। একে একে জমায়েত হল পশুরাজ্যের সকল গন্যমান্য বীরপুরুষ পাখিগন।



প্রথম রওনা হল বীরপুরুষ শকুন। তার মাথার ঝাঁকড়া পালকের জন্য সবাই তাকে খুব সমীহ করতো। তো উড়ে গিয়ে ছোঁ দিয়ে আগুন নেয় সে। কিন্তু রাখবে কোথায়? অনেক ভেবেচিন্তে মাথায় করে আগুন নিয়ে রওনা দেয় শকুন। মাঝপথে হঠাত মাথায় আঁচ লাগে তার। “ওমাগো” বলে মাথা ঝাড়া দিতেই আগুন পড়ে যায় সেখান থেকে। শকুন ফিরতে তার ন্যাড়া মাথা দেখে সবাই অবাক। আগুন আনেনি তো এক কথা, কিন্তু সেই সুন্দর ঝুঁটি গেল কোথায়?



দাঁড়কাক এসে জানালো, এবার সে চেষ্টা করে দেখতে চায়। তার মত সুদর্শন, বীর, ও বুদ্ধিমান পুরুষ পশুমহলে বিরল। সবাই তার ঝকঝকে পালকগুলো দারুন পছন্দ করতো। সে অনেক উপরের দিকে উড়ে খুব দ্রুত পৌছে গেলো জ্বলন্ত সিকামোর গাছের কাছে, এরপর ভাবতে লাগলো, কিভাবে আগুন আনা যায়। ভাবতে ভাবতে একটু বেশি সময় বুঝি খরচ করে ফেলল দাঁড়কাক। ততক্ষনে তাপে তার রংবেরংয়ের পালকগুলো কুচকুচে হয়ে গেছে। ভয় পেয়ে দৌড়ে পালিয়ে এল সে। পশুরা আবারো হতাশ হলো আগুন না পেয়ে।



এরপর গেল ছোট্ট লাল প্যাঁচা। দ্বীপে নিরাপদে পৌঁছে গাছের সিকামোর গাছের ফাঁপা অংশ দিয়ে ভিতরে দেখার চেষ্টা করছিল সে। হুশ করে এক ঝলক ধোঁয়া এসে চোখে লাগলো তার। দৌড়ে ফিরে এল সে। ধোঁয়ার জ্বালা যেতে বহুদিন লেগেছে, আর চোখ তো তার এখনো লাল। এরপরে গেল লক্ষীপ্যাঁচা আর হুতোমপ্যাঁচা। তাদেরও দৃষ্টি নিয়ে গর্বের অভাব ছিলোনা। গাছের কাছে যেতে গনগনে আগুন আর ধূসর ছাই লাগল তাদের চোখে। চোখ রগরাতে রগরাতে ফিরলো দু’জন। খেয়াল করলে দেখতে পাবে, আজও তাদের চোখের চারপাশে সাদা বৃত্ত আছে।



পাখিদের মধ্যে বীর বলতে আর কেউ বাকী নেই, তাই ডাক পড়লো বীরপুরুষ সরীসৃপদের। রঙ্গিন সাপ এলো প্রথমে। পানি দিয়ে সাঁতার কেটে, ঘাসের ভিতর দিয়ে সে ও পৌছালো সিকামোরের শিকড়ের কাছে। আগুনে পুড়ে তার গা কয়লার মত কালো হয়ে গেল। ছুটে পালালো সে। এখনো যখন সে দ্রুত চলার চেষ্টা করে, দেখে মনে হয় কে যেন আগুন নিয়ে তাড়া করেছে।



এরপরে যাবেন ক্লিম্বার নামের বিশাল কালোসাপ। ধীরে ধীরে নদী পার দিয়ে সিকামোরের গায়ে পেঁচিয়ে উঠে গেল সে। দেখে মনে হল এবার বুঝি আগুল নিয়েই আসবে সে। কিন্তু কিসের কি! ফাঁপা কান্ডের মধ্য দিয়ে দেখতে গিয়ে টুপ করে ভিতরে পড়ে গেল সে। দৌড়ে বের হবার আগে তার শরীর পুড়ে রঙ্গিন সাপের মত ছোট্ট হয়ে গেল।



পশুরা আবার সভা ডাকলো। পৃথিবী এত ঠান্ডা, এদিকে আগুন আছে, কিন্তু কিছুতেই তা আনা যাচ্ছে না। কি করা যায়! পশু-পাখি- সরীসৃপ সব বীরপুরুষেরা একের পর এক আজুহাত দেখাতে লাগল না যাবার। আসলে তাদের মনে ভয়, আগুনের কাছে গেলে অন্যদের মত অবস্থা হবে তাদেরও। কি করা যায়! কি করা যায়! ভাবতে লাগলো সবাই।



সব কিছু দেখে শুনে এগিয়ে এল ছোট্ট মেয়ে পানি-মাকড়সা। তার মাথায় লম্বা ঝাঁকড়া চুল আর সারাগায়ে লাল লাল ডোরাকাটা দাগ। সে তরতর করে সাঁতার কাটে পানির উপরে, আবার এক ডুবে চলে যায় গভীরে। দ্বীপে যাওয়া তার জন্য কোন ব্যাপারই না। কিন্তু আগুন আনবে কি করে? “আমি বুদ্ধি করে বের করবো” বলে রওনা দিলো সে। দ্বীপে পৌঁছে চুলগুলো দিয়ে পিঠের উপরে একটা শক্ত ঝাঁকা বানালো মেয়েটি। এরপর পা টিপে টিপে আগুনের কাছে গিয়ে আলতো করে ঝাঁকায় তুলে নিলো একটা জ্বলন্ত কয়লা। এরপরে সাঁই-সাঁই করে সাঁতরে নিমেষেই নদীর এপারে আগুন এনে দিল সবার কাছে। এরপর থেকে আমাদের কাছে আছে আগুন, আর পানি মাকড়সার পিঠে আজও আছে সেই ঝাঁকা।



পুরান/ রূপকথা ইত্যাদিকে সরল মনে করার সুযোগ নাই। বরং এগুলোর মধ্য দিয়ে সমাজের এমন সব সত্য বেরিয়ে আসতে পারে যা সাহিত্যের অন্যান্য ফর্মে অনেকসময় পাওয়া যায়না। যেমন ধরুন, গ্রীকপুরানের আগুন এনে দেয় একজন পুরুষ, হিন্দুপুরানে আগুনের দেবতা নিজেই পুরুষ। দু'খানেই নারীর কোন অবদান নেই, সে অনুপস্থিত একেবারেই। গ্রিকপুরানে যখন নারী উপস্থিত তখন সে চটুল, বিপদজনক, ও অবাধ্য। সে খুলে ফেলে নিষেধ করা বাক্স, আনে দুঃখ ও জরা। তবে পুরুষ যখন চুরি করে তখন সে মানুষের জন্য নিয়ে আসে আগুন। কি দারুন কন্ট্রাস্ট!! এদিকে মেয়েমানুষের কৌতুহলের ফলে মানবজাতির করুণ পরিনতির কথা বারবার বাইবেল/ কোরানে, ঈভের অতিকৌতুহল, শয়তানের সাথে আঁতাত, ও মানুষের পতনের কথা মনে করিয়ে দেয়। যে সমাজে এই পুরান তৈরী হয়েছিল, সেখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি কি ছিলো বা তার অবস্থান কেমন ছিলো তা একটু ভাবলেই পরিস্কার হয়। জিউসের প্রচন্ড রাগ মনে করিয়ে দেয় বাইবেলের রাগী ঈশ্বরের কথা, প্রমিথিউসের শাস্তির পুনরাবৃত্তি ঘটতে থাকা মনে করিয়ে দেয় দোজখের শাস্তির নিয়ম। আর এদিকে মানবজাতির জরাপ্রাপ্তি আর আদমের স্বর্গচ্যুতি খুব একটা আলাদা মনে হয়না।



কিন্তু চেরোকিদের গল্পে আগুন আনে সবচে’ ছোট ও কুৎসিত মেয়েটি। নারী ও প্রান্তিক দুটাকেই একসাথে গল্পের মধ্যমনি বানানো হয়। আগুনের মত একটা গুরুত্বপূর্ন উপাদান মানুষের অবদান না, তা এনে দিয়েছে বনের পশুপাখি। তাদেরকে ভালবাসা, ও তাদের জন্য সহানুভূতি ফুটে উঠে গল্পের মধ্যে। আরেকটা ব্যাপার খুব মজার। আগুনকে যদি ঐশ্বরিক উপহার বলে ধরে নেওয়া হয়, তাহলেও দেখুন তথাকথিত হোমরা-চোমরা, বীর, সুদর্শনরা কিন্তু পাননা তার নাগাল। পশুসমাজের নিম্নবর্গীয়, নারী, সাদামাটা, সাধারন, ছোট্ট একটা মাকড়সার কাছে ধরা দেয় আগুন। এখানে সমাজের লোভী, অহঙ্কারী হামবড়াদের প্রতিও আছে কটাক্ষ। মোটকথা, চেরোকি’দের আগুনের গল্পটাতে সামাজিক ক্ষমতা সকলের হাতে। পরবর্তীতে ভারতীয় ও পশ্চিমা জ্ঞানের ধারায় সামাজিক ক্ষমতা পুরুষ ও বড়লোকের কুক্ষিগত হয়ে যায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩

অচীনপুরের চেনা মুখ বলেছেন: ++

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

রাফা বলেছেন: আগুন জ্বলে নিক নিয়ে ,আগুন কাহন পোস্ট চমৎকার।++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.