নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবদুল্লাহ সাফি

আবদুল্লাহ সাফি › বিস্তারিত পোস্টঃ

আজকের এই দিনে

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২

মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা
কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে।
ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।
আজ ২৭ মার্চ ২০১৬, রোববার। ১৩ চৈত্র, ১৪২২
বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে
ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের
জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
১৭৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের
নৌবাহিনী গঠিত হয়।
১৭৯৭ সালের এই দিনে ফ্রান্সের খ্যাতনামা কবি,
নাট্যকার এবং উপন্যাসিক আলফ্রেড দ্য ভিনগি
জন্ম গ্রহণ করেন।
১৮৪৫ সালের এই দিনে বিখ্যাত জার্মান পর্দাবিদ
উইলহেম কনরাড রটেনজেন জন্মগ্রহণ করেন।
১৮৪৭ সালের এই দিনে রসায়নে নোবেলজয়ী
জার্মান বিজ্ঞানী ওটো ভালাখের জন্ম।
১৮৬৩ সালের এই দিনে মোটর গাড়ির নকশাকার
স্যার ফ্রেডরিখ হেনরি রয়েসের জন্ম।
১৯৪৪ সালের এই দিনে লোকগীতি সংগ্রাহক ও
কবি আশুতোষ চৌধুরীর মৃত্যু।
১৯৬৪ সালের এই দিনে জাতিসংঘের শান্তি
বাহিনী সাইপ্রাস অধিগ্রহণ করে।
১৯৫৮ সালের এই দিনে তৎকালীন সোভিয়েত
ইউনিয়নের ফার্ষ্ট সেক্রেটারী নিখিতা ক্রশ্চেভ
সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রীর দায়িত্ব
গ্রহণ করেন।
১৯৬৮ সালের এই দিনে প্রথম নভোচারী ইউরি
গ্যাগরিন বিমান দুঘর্টনায় নিহত হন।
১৯৬৯ সালের এই দিনে মেরিনার ৭, উদ্বোধন করা
হয়।
১৯৭১ সালের এই দিনে চট্টগ্রামের স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে
মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ
করেন।
১৯৭৩ সালের এই দিনে মার্লোন ব্রান্ডো
আদিবাসী আমরিকানদের প্রতি হলিউডের
আচরণের প্রতিবাদে নিজের অস্কার পুরস্কার
প্রত্যাখান করেছিলেন।
১৯৭৭ সালের এই দিনে সান্তাক্রুজ বিমান বন্দরের
রান ওয়েতে দুটো জাম্বো জেট বিমানের সংঘর্ষে
৫৮২ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটে। ১৯৯৬
সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে
তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ হয়।
((বিঃদ্রঃ লেখাটি দার করা))

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৫

বিজন রয় বলেছেন: জানলাম।

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

আবদুল্লাহ সাফি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.