নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আমার আঁকা কয়েকটা ছবি..............!!!

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪





সবাইকে চিনি তা না। কিন্তু বেশ কয়েকজনকেই চিনি।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

টুটুল২০০৮ বলেছেন: ভাই মনটাই ভালো করে দিয়েছেন। আপনার কালার পেন্টিং এর অপেক্ষায় রইলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

মরে যওয়া স্বপ্ন বলেছেন: আমি কোন দিন রং তুলিতে আঁকি নাই। আপনাকে ধ্যন্যবাদ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন পেইন্টিং
আমার একটা ছবি পেইন্ট করতে অনুরুধ রইল

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

মরে যওয়া স্বপ্ন বলেছেন: চেষ্টা করবো। তবে কথা দিতে পারলাম না। আপনাকে ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

শূন্য পথিক বলেছেন: দারুন!

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

এন ইউ এমিল বলেছেন: আ্পনি ভাল ছবি আকছেন কেন, আগামিকাল হরতাল

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

মরে যওয়া স্বপ্ন বলেছেন: ঈদের পর বাড়ি যাই না বহুদিন, হরতালের কারনে পরিক্ষা পিছাইতে পিছাইতে এই অবস্থা। ভাই আর হরতাল দিয়েন না।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

পাকাচুল বলেছেন: প্রথম ছবিটা কি ব্লগার মৈত্রী এর?

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

মরে যওয়া স্বপ্ন বলেছেন: জি ওনি, আপনাকে ধন্যবাদ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

উকিল সাহেব বলেছেন: প্রানীর ছবি অংকনকারী জান্নাতে প্রবেশ করবে না।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

মরে যওয়া স্বপ্ন বলেছেন: কি আর করা, আমার জানামতে আমি এমনেতেও মনে হয় ঐ খানে জামুনা, আল্লাহ যদি দেন এমনেতেই দিবেন। আমার জন্য দোয়া করবেন।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

উকিল সাহেব বলেছেন: আপনি না হয় প্রকৃতির ছবি আকুন। ধান, নদী, বৃষ্টি।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

মরে যওয়া স্বপ্ন বলেছেন: জ্বি মাঝে মাঝে ঐ গুলাও আকি।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

মরে যওয়া স্বপ্ন বলেছেন: জ্বি মাঝে মাঝে ঐ গুলাও আকি।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

সামহয়ারইন নিল বলেছেন: আমার একটা ছবি পেইন্ট করতে অনুরুধ রইল । আপনি কি প্রফেসনালি কাজ করেন । জানাবেন ।
অনেক ভাল কাজ । দেখে ভাল লাগলো।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

মরে যওয়া স্বপ্ন বলেছেন: চেষ্টা করবো, আমি প্রফেষনাল না, সখের বশে আকি। আপনাকে ধন্যবাদ

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

উকিল সাহেব বলেছেন: আল্লাহ্‌ শিরক বাদে অন্য সব গোনাহ ক্ষমা করতে পারেন। আপনি তোওবা করে, যদি আর প্রানীর ছবি না আকেন, সেক্ষেত্রে আমার মনে হয় ভাল হবে। আশা আর ভয়ের মাঝেই হল ঈমান। এগিয়ে যান।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

মরে যওয়া স্বপ্ন বলেছেন: দোয়া করবেন ভাই।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

মরে যওয়া স্বপ্ন বলেছেন: দোয়া করবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.