![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
অনেকদিন পর বাসায় যাবো প্রায় সাড়ে ৩ মাস, হঠাৎ করেই সন্ধায় মনে হলো বাসায় যাবো। বাসায় ফোন করে জানলাম আপা বাসায় । ওর বিয়ে হয়েছে কয়েক মাস, ওর বিয়ের আগে যখন বাসায় যেতাম কিছু না কিছু নিয়ে যেতাম, আজ টাকা পয়সাও তেমনটা নাই, ভাবলাম কি নেয়া যায়, হঠাৎ মাথায় আসলো, যেইনা কথা সেই কাজ। দুলাভাইয়ের একটা ছবি এঁকে ফেললাম, দেখি ও কেমোন খুশি হয়।
আমার আঁকা ছবি।
উনার প্রকৃত ছবি।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
মরে যওয়া স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
আমি বন্য বলেছেন: অনেক ভাল
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মরে যওয়া স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
টানিম বলেছেন: হুম । ভাল