![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
হঠাৎ সখ করে মানুষের মুখ নিয়া নারা চারা করার ইচ্ছা হইছে আর কি..........!!!!!!!!!!!!!!
আজ সকালে মানুষের মুখের বিভিন্ন এংগেল নিয়ে গুতা গুতি করলা...............!!!!!!!!!!!!!!!!!
যদি প্রকম্পিত নিরাশ চোখ
ভয়ের মূর্ছনা খূঁজে পায়
ভেবে নিও তুমি তোমারই আছো,
অপেক্ষার সেই চিঠি
যদি হাতে, মুক্ত হবার প্রহর গুনতে থাকে
ভেবা নিও তুমি আবার বাঁচতে চাইছো,
বলছি, শোন
আচ্ছাদনের রাত্রি ফুরায়ে
প্রতারনের আলো ফুটিলে, ভয় পেয়োনা,
ঐ
উৎর্সগের আধাঁরে কাঁদিয়া
যে ঝিঁঝিঁ, আজ আর নেই,
তার অপেক্ষায় ডাহুক আর কুকিল
গান গাইছে,
আবার নিশিতের আধারে ঘুমাইবে তারা।
................................।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আমিই লিখছিলাম, বহুদিন আগে। আজ দিলাম। আর আপনাকে ধন্যবা।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
আশিক মাসুম বলেছেন: কবিতায় ভাল লাগা যানিয়ে গেলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
মরে যওয়া স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
রফিকুল রানা বলেছেন: ++++++++++
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: কি মুশকিল ! কোনটার প্রশংসা যে করি!!!
দু'টাই অসাধারণ লাগলো ।প্লাস দিলাম
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনার কথায় লজ্জা পাইছি, তবুও আপনাকে ধন্যবাদ।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
মিজানুল আজম বলেছেন: Kobita ta khub valo laglo
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: লজ্জা পাওয়ার কিছু নাই ভাই কথা সইত্ত
ভালো থাকবেন
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনিতো ভালোই লিখেন, আর আপনার """নহি দেবী, নহি সামান্যা নারী। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি। যদি পার্শ্বে রাখ মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে।"""" ভালো লাগছে।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
জানতে চায় বলেছেন: ভালো লাগলো....
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনার করা স্কেচ ভালো লাগে, আপনাকে ধন্যবাদ।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
shfikul বলেছেন: +++
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
মরে যওয়া স্বপ্ন বলেছেন: থ্যাংকু।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
কনক চোরা বলেছেন: ভালো লাগলো। কবিতাটা কার ?