নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আমার কাজ, আর একটু সফলতার গল্প।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:০৬

আজ শরীরটা অনেক খারাপ, খুবই খারাপ, কিন্তু কখনো আমার মনটা আজকের মত এত ফ্রেশ ছিলো কিনা জানি না। আজ অসুস্থতার জন্য ক্লাসে যেতে পারি নাই। ঘরে বইসা কাজ আর কি মুভি দেখা আর ... হ্যা, আর একটা কাজ করতেছিলাম, এই কাজের জন্য অনেকে হাঁসা-হাঁসি করছে,, অনেক রকম মুখ রুচক গল্প, কথা, আরো কত কি !



হ্যা, অনেক সময় তাদের কথা শুনে আমারো মনে হইছে আমিও চলিনা তাদের মত রাফ টাফ। একটা সময় ছিলো যখন আমার কামের মধ্যে কাম ছিলো ক্লাস আর.....।



আমি আউটর্সোসিং করি, অনেকদিন আগে এক বড় ভাইয়ের ছায়ায় এই কামে আসা, উনার অপার সহযোগিতায় কাম শিখলাম, এখন কাম করার চেষ্টায় আছি। আমি ফরেক্স নিয়া কাম করি। আমি ট্রেডার, বাই সেল করাই আমার কাম।



অনেকে এইটা দেইখা আমার নামের আগে পরে ফরেক্স বসাইয়া অনেক রকম মন্তব্য করিয়াছেন, মাঝে মাঝে মন ভাংগিয়া যাইতো, দু-একদিন বসিয়া থাকিতাম, পরে আবার.....



আজ ঐ-সব মানুষদের চোখে আঙুল দেখায়ে বলতে চাই, আজ আমার পকেটে যে ১০০০/= টাকার একটা নোট, ৫০০/= টাকার একটা নোট আর ২০০/= টাকার দুইটা নোট আছে, ঐ গুলা আমার কামাইয়ের পয়সা, আজ আব্বুরে ২২৫০/= পাঠাইলাম, ব্যাপারটা হাসির, আমি তার কাছ থেকে মাসে প্রায় ২০,০০০/=(+,-) নিই, আর আজ তাকে মাত্র ২০০০/= পাঠিয়ে গল্প, হ্যা, আমি গল্প করে বলতে পারি, কারন আমার বাবা এলাকায় বিকাশের যে দোকান থেকে টাকাটা উঠাবেন, দোকানদার জিজ্ঞাসা করুক আর নাই করুক আমার বাপে তারে অবশ্যই বলবে "আমার ছেলে প্রথম ইনকাম কইরা পাঠাইছে।"



প্রাপ্তি হিসাবে এইটা কম কিসে ?



সবশেষে আল্লাহর শুকর গুজার, আর ঐ বড়ভাই (লান্জু) যাকে ছোটবেলায় মাষ্টর বলে ডাকতাম, বেচারা সারা জীবনই আমার মাষ্টর হইয়া থাকলো।





পুনশ্চঃ নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:১৮

নীলাবেশ বলেছেন: আপনার প্রয়াস সচল থাকুক। আপনি আসলেই ভাগ্যবান, কই জন পারে।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৯

মরে যওয়া স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে মে, ২০১৪ সকাল ৯:০০

নীরব অনুধাবক বলেছেন: +++++++++++

২০ শে জুন, ২০১৪ রাত ১০:৩৫

মরে যওয়া স্বপ্ন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.