![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
আমি
------------আ.হ.ক.
মানবতা আজ ডুবেছে বক্রপ্রেমের আঁধারে,
আমি ক্ষ্যাপা পাগল!
ছুটছি সমাজের বিপরীতে।
চিনিস তোরা আমায়!
জানিস আমার বলী রেখা?
আমি-সাত পাহাড়ের
চিত্র পুৎ !
চিত্রা হরিণীর প্রেমা-সিক্ত,
আমার আছে ১০৪ নীল পদ্ম।
আমি বরণ বাতাসে ছুটিয়া চলি,
দিগ-বিদ্বিগ,
আমার শুকন পাতার ভেলা
আন্দলিত করে বায়ু বলয়।
আমি সরল পথে
জল-কন্যার পথে হাঁটি,
আমি- জল চিরিয়া নিজের পথে চলি।
আমি গ্রহবাসী- ভিনদেশী ।
------------------------
----------------------------------------
---------------------------------------------------
কাল বাড়ি যাবো, রাতে ঘুম নাই, কাপড় গুছাইতে হবে, কাল ক্লাস আছে, খুবি ব্যস্ত আমি, তবু জানি না কোথায় সময় পাই তোমার কথা ভাবার। জানি তুমি চাও না ভাবি তোমায়। কাল সকালে আর ভাবনা তোমায়। ভাবলেও জানবে না তুমি, ভালো থেকো। জেনে রেখো পৌরুষ্য ছিলো আমার তোামার প্রত্যাশায়, থাকবে আমার ভালোবাসায়।
১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৬
মরে যওয়া স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:১৩
হাসান বিন নজরুল বলেছেন: হুম আপনার মানসিক শক্তি প্রবল মনে হচ্ছে
১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৭
মরে যওয়া স্বপ্ন বলেছেন: মিথ্যা, আমি মাঝে মাঝেই একাকি কান্না করি।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৪ রাত ৩:০৫
সেলিম আনোয়ার বলেছেন: চিনিস তোরা আমায়!
জানিস আমার বলী রেখা?
আমি-সাত পাহাড়ের
চিত্র পুৎ !
চিত্রা হরিণীর প্রেমা-সিক্ত,
আমার আছে ১০৪ নীল পদ্ম
দারুন বলেছেন ।