|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আল-মুনতাজার
আল-মুনতাজার
	আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।
লিখেছেন: আহমেদ উল্লাহ ভূইয়া,
(কবিতা টি ফান ম্যাগাজিন ভীমরুলে প্রকাশিত হয়েছিল।)
—————–
ভোডের সময় হেতি কইছে
দশ টিঁয়া সের চাইল দিব
বালা মন্দ দেখব হেতি
যে জন ডোঙ্গায় ভোড দিব।
হোলা-মাইয়ার লেয়া হড়া
বিনা হইসায় চালাইব
অল্প-হইসায় হগল জিনিস
বেক মাইনেষরে খাওয়াইব।
হেতি অন হিরি গেছে
হন্চাষ টিঁয়ায় চাইল্ বেছে
হারা দেশে মারামারি
হেতিরা সব ঘুম গেছে।
হারাদিন কাম কইল্যে
হেডের ভাত জুডে না—
চৌয়ে-মুয়ে আঁধার দেহি
বিজলী ওতো থায়ে না।
দিন-দুহুরে খুন-খারাবি
চাঁদাবাজি চইলছে বেশ,
লুডি-কাডি খাইছে সবাই
বালা নাকি চইলছে দেশ।
চাইল নাই, ডাইল নাই,
বিজলী নাই ঘরে,
গ্যাস-হানির টানাটানি
হুরা শহরে।
মিছা কইয়া ভোড নিয়া
অইছে মিনিস্টার,
ভোডের লাই আইলে আবার
সবাই মিলি হিঁছা মার।
হাডা বাঁশে গোডা জাতি
আঁটকি গেছে ভাই,
হেতাগারে না দোড়াইলে
আংগো বাঁচন নাই
 ৯ টি
    	৯ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৫
০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৫
চোরাবালি- বলেছেন:   
   
   
   
 
৩|  ০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৯
০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিছা কইয়া ভোড নিয়া
অইছে মিনিস্টার,
ভোডের লাই আইলে আবার
সবাই মিলি হিঁছা মার।
হাডা বাঁশে গোডা জাতি
আঁটকি গেছে ভাই,
হেতাগারে না দোড়াইলে
আংগো বাঁচন নাই 
  
   
   
   
 
৪|  ০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:১০
০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:১০
মরু বালক বলেছেন: 
হা হা 
..............।
মিছা কইয়া ভোড নিয়া
অইছে মিনিস্টার,
ভোডের লাই আইলে আবার
সবাই মিলি হিঁছা মার।
হাডা বাঁশে গোডা জাতি
আঁটকি গেছে ভাই,
হেতাগারে না দোড়াইলে
আংগো বাঁচন নাই
৫|  ০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৪
০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৪
মাহমুদুর রাহমান বলেছেন: হা হা
৬|  ০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৫৭
০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৫৭
এই আমি সেই আমি বলেছেন: মসজিদে হবে কুলুধ্বনি 
    নোয়াখালী হবে ইন্ডিয়া,
কে জানি ভাই কইছিল তখন 
   গোলাপি বেগম মাদাম জিয়া । 
  ০৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০২
০৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০২
আল-মুনতাজার বলেছেন:  মিছা কতা ন কইয়ো
হিছার বাড়ি ন খাইয়ো,
 ২ টিয়ার খয়ারতি টয়লেট পেপারে
রঙ বেরঙ্গের কতা লেইক্কোনারে ।
জনগন বুজি গেছে 
কারা শহিদ মিনার বাঙ্গে
হিন্দু- বুদ্বের মন্দির  ,
কারবার হাসিনা বান্দির।
৭|  ০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:২০
০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:২০
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: মিছা কইয়া ভোড নিয়া
অইছে মিনিস্টার,
ভোডের লাই আইলে আবার
সবাই মিলি হিঁছা মার
ব্যাগ্গুন খাটি কতা হইছো তুমি
তোয়ার লাই তিনগ্যা ফ্যালাচ। 
+++
৮|  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:১৯
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:১৯
এই আমি সেই আমি বলেছেন: দেশ ইন্ডিয়া হয়ে যাবে , মসজিদে কুলুধ্বনি হবে আমি কিন্তু এটা বানিয়ে বলিনি , বা কোন বিশেষ পত্রিকার কথা উল্লেখ করিনি । ৯৬ সালের নির্বাচনের আগে এটা সব জাতীয় পত্রিকায়ই পাওয়া যাবে ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:০০
০৬ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:০০
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: তোমার ছড়া পইড়া আমি অনেক খুশি হইছিরে
ভালো ছড়া ভালো ছড়া হগ্গলেরে কইছিরে