![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।
নবী করীম (সা.)-এর দৈনন্দিন জীবনযাপন প্রণালি ও ব্যক্তিত্বের কিছু দিক
বাইলামী ইরশাদুল কুলুব গ্রন্থে বর্ণনা : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পরিধানের বস্ত্র নিজ হাতে সেলাই করতেন, নিজের পাদুকা সেলাই করতেন, বকরীর দুধ দোহন করতেন, ক্রীতদাসদের সাথে বসে আহার করতেন । তিনি মাটিতে বসতেন, গাধায় আরোহণ করতেন, অন্যকে সাথে আরোহণ করিয়েছেন, কোনোরূপ লজ্জাবোধ না করে পরিবারের প্রয়োজনী দ্রব্যাদি বিপনি হতে ক্রয় করে বহন করে বাড়িতে নিয়ে আসতেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের সাথে হাত মিলিয়ে মুসাফাহা করতেন- মুসাফাহাকারী তার হাত সরিয়ে না নেয়া পর্যন্ত তিনি তাঁর হাত সরাতেন না। যার সাথে দেখা হতো তাকেই তিনি সালাম করতেন- ধনবান, নিঃস্ব, ছোট, বড়, সকলের সাথে তাঁর এ আচরণ ছিল। কোনো খাবার গ্রহণের ডাক আসলে তিনি তা নিতান্ত নিম্নমানের খুরমা হলেও তুচ্ছ মনে করতেন না। তাঁর জীবনযাপনের উপকরণাদি মামুলি ছিল। তিনি বিরাট ব্যক্তিত্বের অধিকারী, সহনশীল ও হাস্যমুখ ছিলেন- না হাসলেও তাঁর মুখে যেন হাসি লেগেই থাকত। মুখশ্রী কুঞ্চিত করে না রাখলেও তাঁকে চিন্তাযুক্ত মনে হতো। তাঁকে সর্বদা সবিনয়-ব্যক্তি বলে মনে হতো। তিনি আপব্যয়ী না হয়েও দানশীল ছিলেন । কোমল অন্তরের অধিকারী মুসলমানদের প্রতি অতি দয়ালু ছিলেন। তিনি অতি ভোজনের দরুন ঢেকুর তুলতেন না। লোভের বশীভূত হয়ে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হতেন না ।
(নিউজলেটার, এপ্রিল ১৯৮৯)
২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৫
খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
৩| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে রাসূল
সালাত ও সালাম তোমার চরণে
গ্রহন কর, করুনা কর
চৌদ্দ শ' বছর পেরিয়ে
আমরা এক সংকুল সময়ে;
তোমাকে আবার খুব প্রয়োজন
এই পংকিল সভ্যতা নামের পূজ থেকে
বিশ্বকে সত্য, সুন্দর, পুত: স্নানে
নির্মল করতে। এসো হে রাসূল
চেতনায়, নেতৃত্বে, ক্ষমতায় বিজয়ে।।
৪| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
বাংলাদেশী দালাল বলেছেন: সুন্নতে রাসু; থেকে আমরা কতটাইনা দূরে
৫| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
আতা2010 বলেছেন: নিউজলেটার শিয়াদের
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ছুবহানআল্লাহ