নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম,রাজনীতি

আসুন আমরা ২টি ভারী বস্তু আল্লাহর কুরান ও রাসুলের(সাঃ) পরিবারকে(আঃ) অনুসরন করি।

আল-মুনতাজার

আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।

আল-মুনতাজার › বিস্তারিত পোস্টঃ

হুনাইনের যুদ্ধ জয়ে অদৃশ্য বাহিনী ও আলী (আ.)'র অনন্য বীরত্ব

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

১১ আগস্ট , আজ হতে ১৪২৬ চন্দ্র বছর আগে অষ্টম হিজরির এই দিনে (তেসরা শাওয়াল) মুসলমানরা হুনাইনের যুদ্ধের প্রথম দিকে বিপর্যস্ত হয়েও শেষ পর্যন্ত আল্লাহর অদৃশ্য মদদে এবং আলী (আ.)'র অতুলনীয় বীরত্বের উসিলায় বিজয়ী হন।

এ যুদ্ধে আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র অপরাজেয় তরবারি জুলফিকারের আঘাতে নিহত হয় ভয়ানক কাফির কমান্ডার আবু জারুলসহ প্রায় ৪১ জন দুর্ধর্ষ কাফির কমান্ডার।

ঐতিহাসিক মক্কা বিজয়ের মাত্র দুই সপ্তাহ পর মক্কা ও তায়েফের মধ্যবর্তী হুনাইন উপত্যকায় এ যুদ্ধ সংঘটিত হয়েছিল।

মুসলমানরা বিশ্বনবী (সা.)'র নেতৃত্বে বিনা যুদ্ধে মক্কা জয় করার পর হাওয়াজিন ও সাকিফ গোত্রের কাফিররা ইসলামের আলোর ছড়িয়ে পড়াকে রুখে দিতে এবং রাসূল (সা.)'র প্রাণনাশের মাধ্যমে এ আলোকে চিরতরে নিভিয়ে দেয়ার দৃঢ় সংকল্প নিয়ে এই যুদ্ধ চাপিয়ে দেয়।

মুসলিম মুজাহিদদের মধ্যে অনেকেই নিজেদের বিপুল সংখ্যা নিয়ে গর্বিত ছিলেন, যদিও তাদের অনেকেই মাত্র দুই সপ্তাহ আগে মক্কা বিজয়ের প্রভাবে মুসলমান হয়েছিলেন। কিন্তু ইসলামের শত্রুদের হাতে হঠাত অপ্রস্তুত অবস্থায় আক্রান্ত হয়ে আনসার ও মুহাজির নির্বিশেষে নও-মুসলিম মুজাহিদদের প্রায় সবাই রাসূল (সা.)-কে ছেড়ে পালিয়ে যান। তবে অল্প সংখ্যক বীর সাহাবিদের মধ্যে যারা রাসূল (সা.)-কে ছেড়ে যাননি তাদের মধ্যে মু'মিনদের নেতা হযরত আলী (আ.) এবং তাঁর ও রাসূল (সা.)'র চাচা হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা.) ছিলেন উল্লেখযোগ্য।

আল্লাহর সিংহ ও মু'মিনদের নেতা হযরত আলী (আ.)'র অতুলনীয় বীরত্ব যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং আব্বাস (রা.) উচ্চস্বরে মুজাহিদদের ফিরে আসার আহ্বান জানাতে থাকলেও একশত জনের বেশি মুজাহিদ তাতে সাড়া দেননি।

এ অবস্থায় বিশ্বনবী(সা.) আল্লাহর সাহায্য চান এবং কাফিরদের ওপর পাল্টা হামলা চালানোর নির্দেশ দেন। হযরত আলী (আ.) শুরু করেন এক বীরত্বপূর্ণ আক্রমণ। বিশ্বনবী (সা.)'র কাছ থেকে উপহার পাওয়া তরবারি জুলফিকারের অপরাজেয় আঘাত হেনে আলী (আ.) ভয়ানক কাফির যোদ্ধা আবু জারুলসহ প্রায় ৪১ জন দুর্ধর্ষ কাফির কমান্ডারকে জাহান্নামে পাঠিয়ে দেন। ফলে পিছু হটতে বাধ্য হয় কাফিররা এবং এভাবে শোচনীয়ভাবে পরাজিত হয় তারা।

মহান আল্লাহ সুরা তওবায় এই ঐতিহাসিক বিজয়ের কথা উল্লেখ করেছেন এভাবে:

২৫। নিশ্চিতভাবে আল্লাহ্‌ তোমাদের বিভিন্ন সময়ে সাহায্য করেছেন এবং হুনাইনের যুদ্ধ ক্ষেত্র স্মরণ কর যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের দাম্ভিক করেছিলো। কিন্তু তা তোমাদের কোন কাজে আসেনি এবং পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তা তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিলো, ফলে তোমরা পিঠ দেখিয়ে পালিয়ে গিয়েছিলে।

২৬। কিন্তু এরপর আল্লাহ্‌ তাঁর রাসূল এবং বিশ্বাসীদের উপর প্রশান্তি নাজিল করেন এবং (ফেরেশতাদের)এমন এক সেনাবাহিনী পাঠান যা তোমরা দেখনি এবং অবিশ্বাসীদের শাস্তি দেন। আর এটাই অবিশ্বাসীদের প্রতিফল।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

আল-মুনতাজার বলেছেন: আহলে সুন্নাত ওয়াল জামাতী ভাই-বোনেরা বলবেন কি- হুনাইনের যুদ্ধে হযরত আবুবকর,ওমর ও উসমান(রাঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ) কোথায় ছিলেন?

২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

ধুলোময়বৃষ্টি বলেছেন: ভাই আলী রা. হবে নাকি আলী (আ. ) হবে

আলায়হী ওয়া সাললাম তো শুধু নবীদের নামের সাথে বলা হয়ে থাকে

আপনি কি শিয়া মতাদর্শী ?
আপনি কি আলী রা. কে নবীর মর্যাদা দেন ?

আপনারা কেন আলী রা. এর সাথে অন্যান্য সন্মানিত সাহাবীদের অযৌক্তিক তুলনা , কে ভালো কে খারাপ এসব ফাউল বিষয় হাই লাইট করতে চান ?

উনারা নিজেদের জবনে তো কখনো এমন আচরণ দেখান নি যে ওমুকে খারাপ আমি ভালো বা অমুকে ওই আমল করতে পারে নাই আমি পারছি

উনারা অনেক উচু মনের মানুষ ছিলেন , উনারা আমাদের সমর্থন চান না , আমরা যদি উনাদের অনুসরণ করে সফলতা পাই তাতেই আমাদের লাভ

ধন্যবাদ

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯

আল-মুনতাজার বলেছেন: ভাই,আসসালামু আলাইকুম।হযরত আলী(আঃ) রাসুল(সাঃ) ঘোষিত ১ম ইমাম ও নবী পরিবারের সম্মানিত সদস্য।নবী পরিবারের(আঃ) সদস্যদের নামের শেষে আঃ যোগ করা তাদের হক।আপনি কি কখনো রাসুল(সাঃ) ঘোষিত ১২তম ইমাম মাহদীর (আঃ) নামের শেষে রাঃ বলেছেন? আমি নিশ্চিত আপনি বা কেউ বলেননি।
আমি শিয়া নই,আমি সুন্নিও নই,আমি কোরান ঘোষিত মুমিন,মুত্তাকী,মুসলমান হবার চেষ্টা করছি।
রাসুল(সাঃ) হযরত আলী(আঃ)সহ ১২ জন ইমামকে তাঁর স্থলাভিষিক্ত ঘোষনা করেছেন।তাঁরা সবাই ইমাম(আঃ),নবী নন।শিয়া এবং সুন্নীদের মধ্যে মুল পার্থক্য হচ্ছে ইমামতে।আর ইমামত হচ্ছে নবুওতের স্থলাভিষিক্ত গুরুত্বপুর্ন বিষয়।আপনি আমার অন্যান্য লেখাগুলো পড়ুন।তাহলে আপনার অনেক না জানা বিষয়গুলো জানা হয়ে যাবে।

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

মেমননীয় বলেছেন: আমি শিয়া নই, সুন্নিও নই?
অনেক দিন পর সত্য কথা শুনলাম?

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯

তালহা ইবনে জাফর বলেছেন: আল-মুনতাজার বলেছেন: আহলে সুন্নাত ওয়াল জামাতী ভাই-বোনেরা বলবেন কি- হুনাইনের যুদ্ধে হযরত আবুবকর,ওমর ও উসমান(রাঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ) কোথায় ছিলেন?


আবু বকর রা. , উমর রা. , উসমান রা. কই ছিলেন? তারা কোথায় উৎসবে মত্ত ছিলেন? বলেন দেখি? আমি একটু জানার চেষ্টা করি।

১২ ইমামের হাদিস টা কোন কিতাবে আছে? রেফারেন্স কি? একটু যদি দয় করে বলতেন!

আবু বকর রা. , উমর রা. , উসমান রা. এর ব্যাপারে আপনার প্রভু আলী রা. কি বলেন? উনার মন্তব্য কি?

আবু বকর রা. , উমর রা. , উসমান রা. এর ব্যাপারে হযরত মুহাম্মাদ সা. এর প্রশংসাকৃত হাদিস দিতে থাকলে এইখানে বন্যা বহিয়া যাবে। এই ব্যাপারে আপনার মতামত কি?

আহলে বাইত থেকে বর্ণিত আবু বকর রা. , উমর রা. , উসমান রা. এর মুসলমান হবার বিরুদ্ধে যে কোন একটা সহিহ হাদিস বর্ণনা করেন যদি হ্যডম থাকে।




আপনার মত কানাদের জন্য একরাশ করুনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.